Tania Nath   (✍️ 𝑻𝑨𝑵𝑰𝑨 𝑵𝑨𝑻𝑯)
40 Followers · 8 Following

Joined 30 March 2020


Joined 30 March 2020
22 JAN 2022 AT 11:59

ঠিক সন্ধ্যা নামার মুখে,,
তোমার প্রতিটি স্মৃতি গুলো আমায় পিছু ডাকে।।

-


22 JUN 2021 AT 12:42

বৃষ্টি ভেজা শহর আমার অনুভূতির টানে
দেখে যেন মনে হয় নদীর বাঁধ ভাঙে।।

-


28 MAR 2021 AT 7:40

বসন্তের এই রঙিন দিনের মন মাতানো খুশি,
আবিরের রঙে রাঙিয়ে বলব তোমায় ভালোবাসি।

-


22 FEB 2021 AT 21:37

আমার শহর অষ্টমীর ভোগ খায়, ঈদের বিরিয়ানি খায়, ক্রিসমাসের কেক খায়.. এই শহরকে ভাগ করা যে বড্ড কঠিন..

-


3 JAN 2021 AT 21:02

বছরের শুরু থেকে একটাই চাওয়া☺
প্রিয় মানুষ গুলো যেন সবসময় ভালো ও হাসিখুশি থাকে।।❤

-


31 DEC 2020 AT 13:46

2020 সাল যত ই অভিশপ্ত হোক না কেন,,,

আমি জিতেছি,হেরেছি,কেঁদেছি,ব্যর্থ হয়েছি, হারিয়েছি,হেঁসেছি,ভালোবেসেছি....
কিন্তু সবশেষে আমি প্রতি মুহূর্তে "শিখেছি"....

-


26 NOV 2020 AT 21:35

জীবন তো আজ সুখ দুঃখের সাথী,,
ভালোবাসার আবদ্ধ জালে স্মৃতি গেঁথে রাখি।

-


2 NOV 2020 AT 12:28

অভিমান ভুলে গেলে ও অপমান ভুলতে নেই প্রিয়..🌼

-


30 AUG 2020 AT 21:24

আকাশ আলোয় রঙীন,
জ্যোৎস্নার আলো মন মাতানো,,
আনন্দতে মুগ্ধ হয়ে স্বপ্ন সাজানো।।

-


30 AUG 2020 AT 16:10

কিছু মানুষকে তখন স্বার্থপরতা থেকে মুক্তি পেতে হয়,,
মানুষের জীবনে দুঃখের পর ও সুখ আসে,
সেই সময় সুখ কে আঁকড়ে ধরে বাঁচতে শেখে।।

-


Fetching Tania Nath Quotes