Deya Das   (দিয়া)
46 Followers · 12 Following

সম্পূর্ণ বঙ্গ নারী
আধুনিকতার ছোঁয়া পেয়ে আজও প্রাচীনপন্থী...
ভালোলাগে লিখতে।।
Joined 24 June 2017


সম্পূর্ণ বঙ্গ নারী
আধুনিকতার ছোঁয়া পেয়ে আজও প্রাচীনপন্থী...
ভালোলাগে লিখতে।।
Joined 24 June 2017
7 JUL 2020 AT 20:54

ভাঙনটা আগেই ধরেছে,
শুধু শোনার অপেক্ষা...
ফেলে আশা স্মৃতি গুলো
আষ্টে ধরবে আবার;
নিঃস্ব হব আবার জানি
জমবে চোখের জল..
শেষ করবো গল্প আমার
থাকবে ইতিহাস!!!

-


13 JUN 2020 AT 20:37

রক্তে ভেসে যাচ্ছে মাটি...
জন্ম হচ্ছে নতুন প্রাণ
কীভাবে বাঁচবে মধুর দান??

-


12 APR 2020 AT 21:29

ভালোবাসার তুমি❤️,
জানো আজকাল বড়ো মনে পড়ছে তোমাকে..
সকালের আলতো রোদের ছোঁয়া গা ছুঁলেই,
কেমন যেন তোমার স্পর্শ পাচ্ছি!
দুপুরে রোদে যখন একলা বসে থাকি
তোমায় নিয়ে খুব লিখতে ইচ্ছা করে...
পড়ন্ত বিকেলে যখন ঝোড়ো হাওয়া দেয়--
আমি চুল খুলে দাঁড়িয়ে থাকি
তোমার গন্ধ নেবো বলে!
সবাই হেসে বলে আমিও নাকি উন্মাদ হয়ে গিয়েছি....
জানি বোঝে না কেউ বোঝে না
তুমি বোঝো সবটাই বোঝো....
আমার না বলা কথা
স্পর্শকাতর অনুভূতি গুলোকে!!
তাই সবার এই একটা পৃথিবীতে.....
আমার পৃথিবী দুটো
একটাই, আমি হারাই
আর একটা আমাকে হারায়....
ইতি,
ভালোবাসার আমি😍

-


28 FEB 2020 AT 20:19

আমি একটা- বিশ্বাসের হাত চাই
যে মনে করাবে আমি ব্যর্থ নই....
আমি একটা- ভরসার কাঁধ চাই
যা অনেক ভিড়ের একাকীত্বে
আমাকে ঠাঁই দেবে!
আমি একটা- দৃঢ়তার চোখ চাই
যে চোখ শুধু আমাকেই দেখবে....
আর ;
আমি একটা "মানুষ" চাই
যে শুধু ভালোবাসা নয়;
আমাকে আমার যোগ্য সম্মান দেবে!!!

-


28 FEB 2020 AT 19:19

আঘাত লাগে কষ্ট হয়
তবু সয়ে যায়.....
অবহেলা যে ধ্বংস করে
তা বোঝানো দায়!!

-


21 DEC 2019 AT 21:39

কাছের মানুষগুলো দূরত্ব বাড়ালে
একাকীত্ব প্রকাশের ভাষাও হারিয়ে যায়.......

-


20 DEC 2019 AT 22:50

ভিড়ের মাঝে খোঁজা হাতটি
কখন হলো আপন....
বুঝতে বুঝতেই একাকীত্ব
গ্রাস করল জীবন!!!

-


24 NOV 2019 AT 19:04

এক চিলতে রোদ তোমায় দিলাম উপহার,
সে রোদ মেখে তুমি এবার হও রংবাহার..
শীতের সকাল তোমার মুখে আনুক এবার হাসি;
দুপুর বেলা বাড়ির ছাদে গল্প রাশি রাশি..
সেই গল্পের শেষে যদি আমায় খুঁজে পাও;
জানবে তুমি ছিলাম আমি ওই রোদের ছোঁয়ায়!!

-


19 SEP 2019 AT 19:59

গল্পগুলো শেষ হবে আজ হলদে পাতার ভাঁজে;
নতুন গল্প আসবে আবার নতুন সুরের মাঝে...
সে সুরে শুধু বাজবে বুকে কন্ঠে করবো ধারণ
হঠাৎ যদি ভুল হয়ে যায় গল্পের তাই শেষ চরণ!!!!!

-


19 SEP 2019 AT 19:34

ক্ষুধার্ত পুরী,
অন্নের সন্ধানে ভিক্ষুণী....
অশ্রুপ্লুতা আজ উভকামিতা
সৃষ্টি করছে নূতন কথা!!!

-


Fetching Deya Das Quotes