আমি স্পষ্ট বুঝতে পারছি দূরত্বের মেঘ ঘনিয়ে আসছে আমার স্বপ্নের আকাশে.
সেই আকাশে, যেখানে আমি ডানা মেলে মুক্ত বাতাসে উড়তে চেয়েছিলাম...
যে আকাশ আমাকে স্বাধীনতার স্বাদ এনেদিয়েছিলো...না,কোনো অভিযোগ নেই আমার.এতদিনে আমি বুঝে গিয়েছি আমার জীবনে সুখটা বড্ড ক্ষণস্থায়ী.আসলে সবটাই সময়ের খেলা..
পুরাতনের গুরুত্ব সর্বদা নিম্নমুখীই হয়..
তবে মনে রেখো..
আমি রাখতে চেয়েছিলাম, তুমি থাকতে চাওনি.....-
কারোর প্রিয়জন হওয়ার সাধ্য আমার নেই,
আমি প্রয়োজনেই সীমাবদ্ধ🖤-
একটা সম্পর্কে ভালোবাসা একটু কম হলেও চলে,
কিন্তু সম্মান পুরোপুরি দিতে হয়...
কারণ সম্মান না পেলে মানুষ নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে..-
আসলে আমরা বড্ড ভুলের মাঝে বাস করি
যা কিছু চোখে দেখি,সবটাই স্বচ্ছ বলে ধরে নি,
ভুলে যাই আলেয়া চোখে দেখা গেলেও,বাস্তবে তার অস্তিত্বই নেই......"
ভালোবাসাটাও কিছুটা এইরকমই,
দেখনদারি ভালোবাসা ওই সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট এই সীমাবদ্ধ...
বিশ্বাস করো অমন ভালোবাসা আমি কোনোদিন
চাইনি, আমি চাইনি আমাদের ভালোবাসা প্রচারে শেষ হোক।
থাকুক না কিছুটা গোপনতা, রহস্য ....যেটা নিত্যদিন উন্মোচন হবে.. এতে ভালোবাসা বাড়ে বই কমে না...
-
সারাদিন অজস্র প্রিয়জনের মাঝে ঘিরে থাকো না কেন....
দিনের শেষে উপলব্ধি করবে তুমি একাই...
কঠিন হলেও এটাই বাস্তব......-
No one will understand your pain except you
and that is the ultimate truth...-
প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্য
বুঝতে শেখো বন্ধু,
তা না হলে..
প্রিয়জন কখন প্রয়োজন মিটিয়ে চলে যাবে,
ধরতেও পারবে না-
যখন একাকীত্ব গ্রাস করবে,
যখন মনে হবে,কেউ নেই তোমার পাশে।
তখন একবার আয়নার সামনে দাড়িয়ে
তুমি নিজেকে দেখো,
তোমার জন্য তুমি যথেষ্ট😊-