QUOTES ON #প্রবাসী

#প্রবাসী quotes

Trending | Latest
18 APR 2020 AT 19:46

সেরে ওঠো শহর সেরে ওঠো জনজাতি
কবে আবার শোনা যাবে রাস্তায় শিশুদের কোলাহল
কবে আবার দেখা যাবে খেলার মাঠে ফুটবলের লড়াই
কবে আবার শোনা যাবে নদীর ধারে কবির গান
কবে শহর ফিরে পাবে আবার নতুন প্রান,
কবে ফিরবে প্রবাসী-রা তাদের নিজ ঘরে
কবে ফিরবে ভালোবাসার মানুষ তার চেনা শহরে
কবে সেজে উঠবে শহর আবারও তার রঙিন বেশে
কবে লড়বে দেশ জাতি-ধর্ম ভুলে একবেশে
কবে আবার খুঁজবে তারা বৃষ্টির মাঝে প্রেম আলাপ,
কবে কাটাবে মানুষ মন থেকে এই কষ্টের বিলাপ
কবে হবে আবার প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ
কবে আবার ফিরে পাবে শহর তার পুনর্জীবন।।

- সুপ্রমা🌼

-


15 JAN 2021 AT 19:21

ঘরে ঢুকে কালো মুখে খেতে বসি একা।
আমার প্রবাসী ঠোঁট ফুঁপিয়ে ওঠে আটপৌরে রোদে,

আমার মা'র কথা মনে পড়ে যায়...

একদলা ভাত আর শাক মেখে
মা বাবার মাথার পাশে বসে থাকে হাঁ করে।
ভাঙা জানলা বেয়ে উত্তুরে হাওয়া আর শিয়ালগুলো ধেয়ে আসে...

©দেবদূত

(বাকিটা ক্যাপশনে,ইচ্ছে হলে পড়বেন)

-


25 JUN 2019 AT 16:00

👴- আরে, অনেক দিন পর! তা কেমন আছিস তুই?
কি করছিস এখন???

🤵- জী স্যার, এই আছি আরকি। অ্যামেরিকার ভিসার
চেষ্টা করছি। দেশের যা অবস্থা! তা আপনার শরিরটা
কেমন, স্যার??

👴- তোর মনে আছে, ক্লাস সিক্স-এ তুই
"স্বদেশ প্রেম" রচনা লিছে সর্বোচ্চ
নম্বর পেয়েছিলি...!?!?

-


6 SEP 2021 AT 10:51

বিষাক্ত গোপনীয়তায় রোজ চলছে শ্বাস দখলের খেলা
এ প্রবাসী কায়া অন্তরালের জেদি বক্ষে এক চিলতে ঠাঁই খুঁজে ফেরে
আমি ভুলে যাই বাদাবনের ওই উষ্ণ নোনাজল
দুর্বোধ্য সব অবয়ব, আবেগশিখায় বাক্সভর্তি অজানা হাতছানি
যান্ত্রিক সকালটার ক্ষুধা পালার বড্ড বেশি নেশা
প্রয়োজন আমার দেওয়াল জুড়ে, বেনামীর মঞ্চে ওঠার তাড়া
ঘুমভাঙা রাজপথটা কেমন যেন আবছা হয়ে এলো
আত্মার উপকূলে রটনার বিচরণ, বিকৃত জয়ধ্বজা
আমার দগ্ধ পরকাল দোতারার তারের কাঁপুনি ছুঁতে চায়
কালচে সব দৃশ্যদূষণ নয়ন কণিকায় বাসা বেঁধেছে কবেই
ভক্ত যারা থমকে দাঁড়ায় তাঁরা নাকি পীরগঞ্জের অকর্মার ঢেঁকি
চারটে মলিন কথপোকথন, চিন্তা আমার যক্ষের ধন
তিনটা কাঁটার বহুকালের বদ অভ্যাস মিশে যাচ্ছে ক্রমশ আমার গেঁয়ো রক্তে
কোনদিন হয়তো অভুক্তের মানিব্যাগে দেখবো বাঁকা ঝুঁকে
অন্তর্যামীর বোঝাপড়ায় কত চেনা দেহ বিলীন হচ্ছে অকালে
ওই দূরে পদ্ম পুকুরের ভাঙ্গা পাড়ে বসে অচীন শেফালিকা
নগ্ন সত্যও ছায়াস্নিগ্ধ, এক তরল বিভীষিকা
সন্ন্যাসরোগের শিকার হলো আহত ভরবেগ, অনাহুত কিছু বলাকা
তন্দ্রা নামে দশের তালে, নিজ পরিধি নিয়েছে মেপে
আপনজনের অভিমানে আর কতটা কাঁদবে সখের স্বপ্নচারী
ধমনীর বেগ স্বার্থত্যাগের নামে চালিয়ে যাচ্ছে দ্বিপাক্ষিক খবরদারি।

-


15 JAN 2021 AT 22:02

স্বদেশ ভূমি ছেড়ে অন্তর দুঃখ বিলাসী,
মন ছোঁয়া মাটির ঘ্রাণে অশ্রুসিক্ত প্রবাসী !
নাড়ি ছেঁড়া টানে দিশেহারা ফেরারী মন,
মায়াময় আঁচলে আবৃত আবেশিত ক্ষণ !

-



পুড়িয়ে ফেলা মনের ঘরে
সংলাপের অবসরে
ছোঁয়াচে স্পর্ধার প্রান্তরে
কুসংস্কারী অধিকারে
প্রবাসী আদর বসত করে l

গুমোট হাওয়ায় আন্দোলন
অসম্ভবের নিবেদন
বৃথা শুধু আলাপন
আজন্ম আমার প্রাণের উদাসী
তুমিই তো সেই ভীষণ আপন..... Il

-


19 JAN 2020 AT 8:05

এখানেই ইতি নয় এখন-ও তো পথ চলা অনেক বাকি....
আঁকিবুকি মনে যদি না পারো নিজেকে সামলাতে ,
ছুটে এসো আমার কাছে।
তোমার জন্য আজ তোমায় ছাড়ছি , ভেবোনা প্রবাসে নতুন উপন্যাস লিখতে যাচ্ছি।

-



প্রবাসী আজি হয়েছে রাজি,
এই ভারত ভূমে ফিরতে,
স্বদেশ বাসি , রয়েছে কেমন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে।
মহামারী তে সব-ই নিল,
স্কুল শিক্ষা গেল লাটে,
অনলাইনে ক্লাস করে,
দেশের ছেলে, প্রবাসীদের সাথে।

-


15 JAN 2021 AT 19:42

প্রবাসীকে আপন করে নেও যায়;
কিন্তু, আপন প্রবাসী হলে কি মানা যায়?

-


15 JAN 2021 AT 19:34

এই ভুবন‌ জুড়ে আছি আমি
আমার প্রবাসী মনে আছো তুমি
প্রবাসী হয়ে থাকো তুমি
প্রজন্ম ধরে থাকবো আমি
তোমার মরন সাথী হবো আমি
এই কথাটা শুধু বলি আমি
এই প্রবাসী জীবনে আছো তুমি
এইটা শুধু বলে রাখি
তোমার হাতটা ধরে চলতে চাই আমি
এই কথাটা শুধু শূনতে ‌চাই আমি

-