সৌমেন মল্লিক   (Soummen Mallick)
546 Followers · 164 Following

soumenmallick38@gmail.com
Joined 16 March 2020


soumenmallick38@gmail.com
Joined 16 March 2020

চলিছে ভ্রমর ভ্রমণে
ভঁ,ভঁ, শব্দ করি,
তাই দেখে প্রজাপতি,
পিছু করে গুণগুণ শব্দ করি,
পুষ্প বলে এখানে আসো ওগো মধুকরী।

-



চিকিৎসা যেন একটা ব্যবসা

ও দাদা কটায় খুলবে?
একটু পরেই। ধৈর্য ধরে বসুন।
আরে দাদা বসে বসে যে হচ্ছি শুকনো রশুন।
আরে তাতে কি হয়েছে,
ডাক্তার যে আসে দেরিতে,
কতো চাপ জানেন,
হসপিটাল, নার্সিংহোম ছাড়াও নিজস্ব চেম্বার করেন,
আরে দাদা আর যে পারিনা,
একবার ফোনটা করুন না।
আরে;কাজের সময় ফোন উনি একদম পছন্দ করেন না।
তাই বুঝি! ডাক্তার দেখাব পরে,
এখন তাহলে উঠি।
ও দাদা চললেন কোথায়?
শেষ সময়ে মানুষ যায় যেথায়।

-



আসন্ন উৎসবে মাতোয়ারা হব মোরা সব বিভেদ ভুলে,
হৃদয়ের গ্লানি যতো দেব সব সরিয়ে,
ক্ষয় ক্ষতি যাই হোক না কেন সামিল হবো উৎসবে,
অসুর নিধনের বার্তা দিয়ে মা আসবেন যে মোদের দুয়ারে,
অশুভ যতোই নাড়ুক না মাথা ক্ষমতার দম্ভ দিয়ে,
অশুভ ঠিকই যাবে যমের দুয়ারে কালের হাত ধরে।

-



পাখিরা করছে খেলা সমুদ্রে ঘেরা উপত্যকার মাঝে,
তাইতো ওদের গুঞ্জন আকাশে বাতাসে ভাসে,
নিরবে দাঁড়িয়ে উঁচু উঁচু বাড়ি গুলি সেটাই শুধু দেখে।

-



অদেখা যা কিছু
তা যেন ভীষণ আকর্ষণীয়,
যতোই দেখি নিত্য নতুন,
তবুও কিছু অদেখা যে রয়েই যায়।

-



জীবনের চলার পথে
করছি জীবনের সাথে সন্ধি,
তাইতো সুখ গুলো সব দুঃখের ঘরে বন্দী,
চাইলেও পারিনা যে কাঁদিতে প্রাণ খুলে,
ব্যার্থতার কাহিনী গুলো যে বুকের মাঝে গুমরে গুমরে মরে,
দায়িত্ব আর কর্তব্যের খাতিরে ভুলে গেছি প্রাণ খুলে হাসতে,
স্বকিয়তা গেছে চলে স্বকিয়ভাবে,
শুধু বেঁচে আছি ভালো থাকার মুখোশ পরে।

-



Happy birthday 🎈🎈🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

Your Quote, Your Quote,
I give you salute,
Giving everyday good quote.

-



ভালোবাসার বর্ষপূর্তিতে Your Quote তোমাকে জানাই শুভেচ্ছা,
আমার ক্ষুদ্র ক্ষুদ্র লেখা গুলোকে স্থান দিয়ে দেখিয়েছ তোমার মহত্ত্বটা,
তোমার পাতায় লিখতে লিখতে আমি পৌঁছে গিয়েছি পাঠকদের আঙিনায়,
এই ভাবেই আমার মতোই অসংখ্য পাঠক লেখক রোজ-ই আসে তোমার দৈনিক পাতাটায়,
চলতে থাকুক Y Q এর শ্রী বৃদ্ধি সাহিত্যের আঙিনায়।

-



Any addiction can finish the people totally.Ramen's life totally spoil by Tobacco addiction. For his addiction now his family suffer in poverty.

-



মনের খাতায় লেখা আছে
জীবনের ফেলে আসা দিন গুলি,
কতো ঘটনার মাঝ থেকেই যে সুর তুলে বেদনা গুলি,
প্রস্ফুটিত ফুল আর ঝরে যাওয়া ফুল দুই যে ব্যবহার করে মনের রং তুলি,
নিজের ব্যর্থ জীবনের গল্প কখনও হারিয়ে যায় না সফলতার হাত ধরি।

-


Fetching সৌমেন মল্লিক Quotes