সৌমেন মল্লিক   (Soummen Mallick)
538 Followers · 158 Following

soumenmallick38@gmail.com
Joined 16 March 2020


soumenmallick38@gmail.com
Joined 16 March 2020

নিঝুম রাতে

কলমে -সৌমেন মল্লিক

নিঝুম রাতে তারাদের সাথে,
যখন একফালি বাঁকা চাঁদ উঠে,
জোনাকির ঝিকিমিকি আলোর সাথে,
ঝিঁঝিঁর ঝিঁ ঝিঁ আওয়াজের সাথে,
ফাঁকা মাঠে শিয়াল ডাকে হুক্কা হুয়া করে,
তখনই বট অশত্থের গাছে অশরীরী জেগে ওঠে
দমকা হাওয়ার সাথে,
পেঁচার ডাকে বুক তখন দুরু দুরু কাঁপে,
দামাল ছেলেও তখন ঘরেতে ঘুমায় লেপ মুড়ি দিয়ে।

--০--

-



We make distance by our activities,
Sometime we make distance for our work,
Sometime we make distance for our family,
Sometime we make distance when we are in depression,
Sometime we make distance for our position.

-



প্রথম কলির মতো,
যেদিন প্রস্ফুটিত হলো মন,
দুনয়ন মেলে দেখলাম সুন্দর ভূবন,
দেখতে গিয়ে দেখি,
সুন্দর ভূবনটা যে ঠিক খোলা আকাশের মতন,
যেখানে মেঘের মতোই নিয়ম করে আসে সুখ দুঃখের কথন।

-



মেঘে মেঘে ঘোর,
চারিদিকে বাদলের শোর,
মেঘে মেঘে ঘষা লেগে
ছড়িয়ে পড়ছে বিদ্যুতের ঝলক,
গুড় গুড় আওয়াজে
ঝড় তুলে আকাশে বাতাসে,
বৃষ্টি নামে ঝমঝমিয়ে
চারিদিক ঝাপসা করে,
বর্ষার এসেছে জানান দিয়ে।

-



is very easy but complete the new goal is not easy.

-



Of the spritual person who really guide us about the honest life.

-



মন ভেসে যায়,
ঐ নীল মেঘের সাথে,
দিগন্ত থেকে দিগন্তে,
মনের ঘরের শান্তি নিয়ে।

-



Trees taught me,
Always give your all,
But never want feedback.

-



বরফের চূড়া হতে জল নামে
পাহাড়ের গা বেয়ে ঝর্ণা ধারা হয়,
ঝর্ণা ধারা বয়ে চলে নদী হয়ে,
পাহাড় ছাড়িয়ে সমভূমি হয়ে,
মোহনার দিকে আদিম নদী জল নিয়ে।

-



এই জন্মের পর পাবো কি আর একটা জন্ম?
এই প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারবে না,
এই জন্মের পর থাকবে না তো আমার আমিত্বটা,
শুধু রয়ে যাবে আমার কর্মের অস্তিত্ব টা,
তাও মুছে যাবে কালের স্রোতে,
আরো কারো কর্মের হাত ধরে।

-


Fetching সৌমেন মল্লিক Quotes