QUOTES ON #পাহাড়

#পাহাড় quotes

Trending | Latest
26 MAY 2020 AT 18:59

পাহাড় তোমার, কৈ! পাহাড়ী ?
কেন ঋ, তোর জেনে লাভ কি ?
আমি অতই নোইগো লোভী !!
সে থাকবে গো-- "শুধু তোমারই"



ক্যাপশন এ গল্প আছে বন্ধুরা,

-


16 MAR 2021 AT 10:05







-


24 JUN 2021 AT 11:35

আমরা ব্যস্ত, ক্লান্ত। কোলাহলের মাঝেই কাটে জীবন, ভুলিয়ে রাখি নিজেদের। চেনা মুখগুলো সরে সরে যায় সব। ভিড়ের মাঝেও একলা থাকি কখনো।

পাহাড় বড় উদার, কেমন যেন আগলে রাখে। সবটুকু নিঃসঙ্গতা ভাগ করে নেয়। একফালি সুখ সাজিয়ে রাখে বুকের মাঝে। না হয়, সবার একটা পাহাড় থাকুক।

-


31 JUL 2020 AT 18:49

পাহাড় যখন চায়
মেঘকে ছুঁতে পায়?
এই দূরত্বটুকুই
বৃষ্টি!

-



অনেক গল্প লুকিয়ে আছে একলা পথে'র পথে,
অরণ্য ,নদী, পাহাড়,পর্বত আর একটা আকাশ সাথে!

-


22 APR 2020 AT 19:55

এক পৃথিবী বিশ্বাস নিয়ে যতবারই তোমাকে ভাবতে শুরু করি, এক সমুদ্র সমান ভালোবাসা ততবারই আমাকে সৈকতে নিয়ে গিয়ে দাঁড় করায়। নরম বালিতে পা কিছুটা আটকে গেলেও ঢেউ আসছে বলে সরে যেতে ইচ্ছে করে না, বরং সেভাবেই দাঁড়িয়ে অনেক দূরে মাঝসমুদ্রের কাছাকাছি চোখ পৌঁছে যায়। আরও দূর তাকানোর চেষ্টা করলে বুঝে যাই ওখানেই আকাশ এসে মিশেছে। এক পৃথিবী বিশ্বাস নিয়ে পাহাড়ের কাছে যাওয়াও অতটা সোজা নয়। আমি গভীর রাতে অবচেতন মনে ওদের সব লন্ডভন্ড করে চলে যেতে দেখেছি। পাহাড় সাক্ষী আছে। ওই পাহাড় ই তো শিখিয়েছে সবটুকু আটকানো যায়নি কখনো। তবু যেটুকু থেকে যায় ভাবি ওটাই সমুদ্রের দেওয়া।
গভীর রাতেও তখন পাখিদের ডাক শুনি, বোধহয় ছুটোছুটি করে বাইরে। কি জানি ওরাও তখন বিপদে পড়ে নাকি। ওরা কি তখন সমুদ্রের কাছে উড়ে যায়? কিংবা পাহাড়ে? কিংবা কোন ছাদে?

পৃথিবী সেসব খোঁজ বোধহয় রাখে না...

-


26 MAY 2020 AT 19:36

নিমজ্জমান এ আলোকরেখা, কাঁচের দেওয়ালে কেটেছে দাগ ;
পাহাড়ী স্বপ্নে ঝর্ণা ঝরে, ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ...

-


11 APR 2019 AT 22:11

পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে
তাই আঘাতের দাগ বাড়ে না
যারা আঘাত পাইনি কোনোদিন
তারা পাহাড় হতে পারে না।।

-



পাহাড়ি আকাশে মেঘের ঘনঘটা
রিমঝিম বৃষ্টিতে, শীতল বাতাসে,
আমার মন খোঁজে তোমায় ছোঁয়ার বায়না,

বিয়ের পরে, হানিমুনে দার্জিলিং,
নতুন সম্পর্কে আমরা দুজন,
কেউ কারোর থেকে দূরে যেতে চায়না।

সারাদিন ঘোরাফেরা, আসে ক্লান্তি,
তবুও গভীর রাতে আমরা দুজন একই চাদরে,
একে অপরকে আলিঙ্গনে বদ্ধ,

মিষ্টি সকাল, রুম সার্ভিসের ডাক
চায়ে চুমুক, আর কিছু প্রতিশ্রুতি
সারাজীবন একইসঙ্গে থাকার পনে মুগ্ধ।।

-



পুড়ছে আকাশ বিরহী-জ্বরে,
তবুও তার কাঁদতে বারণ।
দহন-জ্বালা বুকের মাঝে,
খুঁজতে মানা, তার কারণ!

-