......
-
গরুর গায়ে কোট,
জনতা দেবে ভোট!
শ্রমিক খাবে লাথি,
নেতা চড়বে হাতি।
চাষার নাই ভাত,
ধনীর সোনার হাত!
প্রজা ধর্মে বুঁদ,
রাজায় খাজানা লুঠ।
দেশ যুদ্ধে মাতে,
নাই চাকরি হাতে!
জিনিসের দাম বাড়ে,
রাজায় বিমান চড়ে।
মন্দির হবেই সেথায়,
নেই মানবিকতা যেথায়!!-
মানুষের জন্য কিছু করতে চাই
নেতা হতে চাই
মারধর খেয়ে বেচে থাকলে হতে পারবো
এটাই কি আমাদের দেশের নেতা হওয়ার প্রসেস
হওয়া উচিত?-
নিজের জনতাকেই ভাববে নিজের সাম্রাজ্য।
যার শব্দই হবে তার অস্ত্র।
যার ভাষা হবে ছুঁচের চেয়েও তীক্ষ্ণ, কিন্তু তার আঘাত হবে ঝড়ের চেয়েও প্রবল।যার বাক্তিতত্ব হবে পর্বতের মতো অটুট।সেই পারবে একটা সমাজ কে নেতৃত্ব দিতে।
-
চলার পথে অনুগামীর স্রোত নয়,
আশা রাখে কাঁধ মিলিয়ে সমান্তরালে চলা সমর্থকের।
কেবল কারও দুঃখে সমব্যাথী নয়,
নিজের কষ্ট ভাগ করে যে আপন করতে জানে সবাইকে।
যে সূর্যের আলোয় স্বপ্ন দেখতে জানে,
আবার জ্যোৎস্নার আলোয় স্নিগ্ধ হতেও পারে।-
যে দলের প্রতি নিষ্ঠাবান
আনবে ফিরিয়ে সঠিক পথে
বাঁধা যদি আসে চলে
যুক্তি নিয়ে সে লড়বে সাথে
হারবে না মন নিজের কাছে
কান্ডার সে এগিয়ে যাবে
দল চলবে সাথে সাথে
দৃঢ় মনে জিত হবেই হবে
-প্রতীক দাস-