needs no defination...
Dosn't bother about the age
friend is always there to reveal you
from the cage -
of sorrows and sufferings
friends needs nothing to utter
they just stand by your side
in your good time and bad time
They just make you and yours - their.
-
বিয়ের দিন শেষরাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন নীল বৃষ্টিকে জাগিয়ে সবার চোখের আড়ালে নিয়ে গিয়ে বলেছিল, "লং ড্রাইভে যাবে?"
বৃষ্টি দুদিনের পরিচিত একটা ছেলের এমন অদ্ভুত আবদারে অবাক হয়ে কারণ জানতে চাইলে নীল বলেছিল, "একসাথে মসৃণ-অমসৃণ, উঁচু-নীচু অনেকটা রাস্তা পার করতে চাই।"
তিন বছর পরে কোনো এক ভোরবেলায় আরেক রাস্তায় নীল আর বৃষ্টিকে আবার দেখা গেল... বিবাহবার্ষিকীতে আরেকটা লং-ড্রাইভ আর আরেকটা প্রতিশ্রুতি।
-
রূপ-কথাতে -
গুণগুলো পূর্ণগ্রাসে।
আঁধারের জ্যোৎস্না ভুলে
চাঁদের বুকেও কলঙ্ক ফোটে!-
নিতাইবাবু পঁচিশ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে, নতুন ডিজাইন তৈরি করে রায়দের চশমার দোকানটা এত নামী করে তুলেছিলেন। এখন বার্ধক্য তাকে গ্রাস করেছে বলে অপ্রয়োজনীয় ভাঙা কাঁচের মতো তাকেও বরখাস্ত করা হল সামান্য সম্মানটুকু না দিয়ে। এক অন্ধ মেয়ের বাবা নিতাইবাবু চশমা খুলে চোখ মুছলেন- তবুও চোখের সামনে শুধুই অন্ধকার!
-
I wanna love you;
As spring loves
the song of invisible Cuckoo
hiding in greens.
-
দুঃখ-যন্ত্রণা-কষ্ট ভরা জগতের পাশ দিয়ে
গজিয়ে উঠেছে রূপকথার জগৎ।
যেখানে অনেক হাসিমুখের ভার্চুয়াল কলরব
আর প্রশংসার বন্যা।
তবে, প্রতিযোগিতা সেখানেও আছে।
হাসি-খুশি থাকার প্রতিযোগিতা!
বোবা অনুভূতিরা শুধু রঙিন মুহুর্ত সাজায়
একলা, অন্ধকারে চোখের জলও নিরুপায়!
যন্ত্রণার জীবনে যান্ত্রিক হাসি ব্যঙ্গ করে-
আমরা মুহুর্তে বাঁচি না,মঞ্চ বাঁধি মুহুর্মুহু অভিনয়ের।
-
পাশাপাশি হিন্দু-খ্রীস্টান বাড়িতে
মাঝখানের বাগান থেকে
পুজোর ফুল আসে!-