বর্ণময়  
128 Followers · 256 Following

Joined 14 December 2018


Joined 14 December 2018
1 APR 2020 AT 22:24

সাহস করে গোলাপ নিয়ে এলাম ,
বিনিময়ে যুদ্ধের সাইরেন !
হাসির বদলে হাসি না দিয়ে
ফিরিয়ে দিলে দীর্ঘ হাইপেন -------

-


19 MAR 2020 AT 23:59

আমরা একসাথে মোকাবিলা করব এই দুঃসময়ে
কিন্তু শপথ একটাই ,
কখনো একসাথে মিলিত হব না ....

-


20 JAN 2020 AT 9:03

আগুন আমাদের ছুঁয়েই থাকে ,
শুধু নিজেকে দাহ্য করে তোলার
কৌশল শিখে নিতে হয়

-


20 JAN 2020 AT 8:59

যা হবার তা হবেই
কিন্তু সাবধান হ‌ওয়াটা নিজের সাথে সুবিচার ...

-


20 JAN 2020 AT 8:50

এগিয়ে চলো
পথ‌ই জীবণ
শুধু বিশ্রামের সময় কিছু মুখ পরিচিত হয়ে যায় খুব

-


16 JAN 2020 AT 16:22

যেটুকু আলো এসে পুড়িয়ে দেয় অন্ধকার
উভয়কে আমাদের ঠিক ততটাই দরকার

-


16 JAN 2020 AT 16:17

আরো সহিষ্ণু হ‌ই প্রতিদিন চলার পথে
কিছুটা আলো ভাগ করতেই হয় অন্ধকারের সাথে

-


14 JAN 2020 AT 22:23

তুমি পুতুল হয়ে আছো। আমিও করেছি চুপ।
দূরত্ব খাদ দৈনিক সংকেতে এঁকেছে সবুজ।
অভিমান সম্পর্কের এক গোপন অসুখ।
আমরা বুঝেও সবকিছু ; জ্ঞানপাপী অবুঝ।

-


1 JAN 2020 AT 22:18

কি করে বলি , হ্যাপি নিউ ইয়ার
সবে তো প্রথম দিন

মনে আছে ঠিক‌ই, পুরনো বছরের কাছে
এখন‌ও অনেক ঋণ

-


23 NOV 2019 AT 16:55

সবাইকে ফিরে যেতে হয়
নতুন করে ফিরে আসার জন্য.....

-


Fetching বর্ণময় Quotes