Pratik Das  
11 Followers · 140 Following

Joined 10 January 2019


Joined 10 January 2019
13 APR 2023 AT 5:49

Hhgggg

-


21 OCT 2021 AT 17:40

অনির সাথে প্রায় ৪ বছর হল এই বৈবাহিক জীবনের। কিন্তু কি অদ্ভুত পরিহাস ভাবুন, যেই মানুষটার সাথে এতদিনের প্রেম ছিল তারপর নিয়ম মেনে হল সংসার, প্রায় ২ বছর ধরে কোনো সম্পর্ক নেই ,একটা ফোন অবদি করে না। মতবিরোধ হতেই পারে , হতেই পারে কিছুদিনের অশান্তি। আজও একটু ওর কন্ঠ শুনতে চাই। তবে আজ বিকেলে এই রকমই একলা চেয়ারে বসে এক কাপ চা আর রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ছি ,ঠিক তখনই একটা মেসেজ এলো ওয়াটস্যাপে
অনি: Do you want divorce?
আমি: জিজ্ঞেস করছ নাকি ,অনুমতি?
অনি: তুমি কি চাও?
আমি: আজ তুমি দিতে চাও ?
অনির কিছুক্ষন পর ফোন এলো আধ ঘন্টা পর। বুকে যেন ছেঁকা খেলাম, ঠোঁট গুলো কাঁপতে থাকল আর চোখের জল মুছে ফোনটা তুললাম,
অনি: আমি ভুল করেছি , আমি তোমায় ছেড়ে থাকতে পারব না
আমি: তুমি কখনো জানতে চেয়েছিলে আমার রাগ ,আমার অভিমানটা ঠিক কোথায়? তোমার আমার এই ছোট্ট দুরত্ব বাড়তে বাড়তে আজ ডিভোর্সের চিঠি পাঠিয়ে দিলে কত সহজে তাই না!

ওপার থেকেও নিস্তব্ধ একটা বুক ফাঁটা কান্না যেন শুনতে পেলাম।

দরজায় একটা টোকা এলো। আমি মুখ মুছে দরজা খুলে দেখি অনি দাঁড়িয়ে।

-


21 OCT 2021 AT 17:32

সেই বয়সে আমি যেমন নিজের স্বার্থ দেখেছিলাম সম্পত্তির ,আজ আমার সন্তানও দেখছে ঠিক একই ভাবে।
- প্রতীক (পাঁচমেশালী)

-


21 OCT 2021 AT 17:29

নিয়ম না মেনে চলুক না তোমার আমার এই বৃষ্টি ভেজা রাত ।
-প্রতীক
(পাঁচমেশালী )

-


14 MAR 2021 AT 3:07

ছুটে চলা কলম খেয়া ,
আজও ডাইরিতে মিথ্যে কথা বলে,
আমি তো সেই পুরোনো স্মৃতি,
তাই, একলাই পথ চলে।।

-


14 MAR 2021 AT 3:05

চলতে চলতে হঠাৎই হোঁচট খাই,
হঠাৎই হয় আজ জীবনে ,
তুমি হঠাৎ আমায় ভালোবাসলে ,
আর হঠাৎই চলে গেলে প্রেমের অন্তরালে।

-


9 FEB 2021 AT 17:24

আধ চিমটে নুনের ক্ষমতায়
আধপেটা শরীর খাটে সারাক্ষন
কেকের স্বাদ স্বপ্ন সমান
ভাগ্য বাঁচিয়ে রাখে যতক্ষন

-


9 FEB 2021 AT 17:17

ভালোবাসাটা হোক না একটু মিথ্যে

ভালোবাসাটা হোক না একটু মিথ্যে,
একটু নয় বদলে যাব , একটু বাড়বে খিদে,
তুমি হাত নাইবা বাড়ালে , নাইবা দিলে উষ্ণ চুম্বন,
আমি তোমার কাঁধে মাথা রেখে তোমার কবিতা শুনতে চাই,
হয়ত তুমি রেগে যাবে ,আমার অবাধ্যতার কারণে,
হয়ত বা বকুনি দেবে ,একটু চোখ রাঙিয়ে;
আমি তোমার রাগটাকেও ভালবাসব ,একটু আদর করব মন জুড়ে;
তোমায় মনে রাখতে হবে না আমার জন্মদিন , আমাদের প্রথম দেখা,
কেবল তুমি মনে রেখো ,কেবলই মনে রেখো আমায় ,আমি যে তোমার আপন;
তুমি হয়ত ভাববে , আমার চাওয়ার সমুদ্র অনেক,
কিন্তু বিশ্বাস করো আমি যে তোমার ডাইরির পাতার মেয়ে,
তোমায় এক পলকে দেখতে চাই শুধু কেবল ,
একটু হাসতে চাই, একটু কাঁদতে চাই তোমার পাশে বসে,
দুই দন্ড চোখের জল ভিজবে আমার গাল, তখন তুমি মুছে দেবে আলত করে যেমন আমার বাবা করে;
আমার চুলের ঢেউ গুলো যখন এধার ওধার ফনা তুলবে যখন তখন,
পারবে ? পারবে আবার ওদের গুছিয়ে সাজিয়ে দিতে?
তোমার ঠোঁটের স্পর্শে বুকের ভিতর কত উঠবে ঝড়,
নতুন অনুভব গুলো ছুট্টে যাবে খোলা মাঠে আবারও হাজার স্বপ্ন নিয়ে,
আমি যে সেই মরুভূমিতে তোমায় আজ খুঁজে পেলাম আবার নতুন করে ,নতুন পোশাকে ,নতুন অনুভূতি নিয়ে।

-


9 FEB 2021 AT 12:09

Paid Content

-


8 DEC 2020 AT 19:00

*স্বীকৃতি*
যখন স্বীকৃতি পেতে ছুটে গিয়েছিলাম
ওই নয় মাসের যন্ত্রনাটাও তুচ্ছ লেগেছিল সেইদিন
অধিকার ,অস্বীকার, অপমান মাঝ রাস্তায় নগ্ন আত্মাকে বস্ত্র পরে হাঁটিয়ে ছিল ওই সমাজ;
বিকট হাসির গুঞ্জন প্রতিধ্বনিত চারিপাশে
হঠাৎই হাহাকার চার দেওয়ালের শূণ্যতার মাঝে
একে একে অদৃশ্য হাত এসে স্পর্শ করতে চাইছে আমার দেহ
নুয়ে পড়া বাঁচার ইচ্ছে গুলো কেড়ে নিতে চায়
ওরা বেঁধে দিতে চায় আমার মুখ, সত্য বাস্তব ঘটনা কেবলই তুচ্ছ তাদের কাছে
বোলতার হুলের মতন অপবাদ বিঁধছে সারা দেহ
আমি দোষ করেছি এটাই ,আমি যে স্বীকৃতি চেয়েছিলাম।
-প্রতীক

-


Fetching Pratik Das Quotes