Bikram Jit   (বিক্রমজিৎ)
487 Followers · 187 Following

আমার দিনের শেষে ব্যার্থতা গুলো শান্তি পাই,তুমি আছো বলে।
Joined 19 July 2018


আমার দিনের শেষে ব্যার্থতা গুলো শান্তি পাই,তুমি আছো বলে।
Joined 19 July 2018
5 FEB 2023 AT 20:49

The Shades of Tuki

-


18 FEB 2022 AT 23:14

এখন থেকে শব্দের ও খেলা শেষ,
তোমায় আটকে রাখারও বেলাশেষ।
আমার বিরহ থেকে মুক্তি পেলে ,
খুশিতে ভাসিও তোমার পরিবেশ।

-


7 FEB 2022 AT 0:13

তোমার সেই নিস্তব্ধ ডাকে ,প্রতিনিয়ত থমকে দাড়িয়েছি
তোমার চোখের অবাক নেশায়,প্রতিবার আটকে গেছি।
ঠিক যতদূরে গেলে তোমার থেকে দূরে সরে থাকা যায়,ঠিক তত কাছে নিজেকে তোমার কাছে পেয়েছি,
ঠিক যতটা আটকে রাখতে চেয়েছি নিজেকে,তত তীব্র ভাবে তোমায় ভালোবেসে ফেলেছি।

-


29 JAN 2022 AT 23:11

এখন তিনি বড্ড খুশি, চোখ পড়েনা আর,
আমি আজও বড্ড ব্যাকুল,খুঁজি বারংবার।
সেই রাস্তায় আজও কিছু স্মৃতির টানাটানি,
তার কাছে তুচ্ছ হলেও,আমার খুবই দামী।
পার্কের সেই রাস্তাগুলি আজকে বড় স্তব্ধ,
আমার কানে আজও ভেসেছে তোমার কিছু শব্দ।
আর হয়না তোমার আমার লাজুক চোখাচুখি,
তোমায় দেখে হাজার গল্প আপন চোখেই রাখি।
সব শেষে বাড়ি যাও তুমি ,দিব্যি হেসে খেলে,
তোমার প্রেমিক প্রহর গুনে, আবার তুমি আসবে বলে।


-


26 JAN 2022 AT 21:30

এবার এলে,কিছু সময় নিয়ে এসো প্রিয়,

কিছু সময় দিয়ো মানিয়ে নেওয়ার,কিছু কারণ দিয়ো,ভুলিয়ে দেওয়ার,
ফাঁকা ক্যানভাস জুড়ে কিছু রং রেখে যেয়ো,
গভীর বিরহে ফুটিয়ে তুলবো, চোখ তোমার।
এবার নাহয় হাত টা ছাড়ি ও না ওরম রাস্তায়,
আবার ঠিক এসে কল করো সাড়ে দশটায়,
এবার নাহয় তুমি শুধু আমার জন্যই থেকো,
আমার শুরু আর আমার শেষ টাই ।
এবার নাহয় একবার তুমি, চেয়ে দেখো আমার চোখে,
তোমায় নিয়ে কত স্বপ্ন,সুখ নিয়ে তারা লেখে,
এবার নাহয়,একবার তুমি আমায় রেখো পাশে,
তোমার নিয়ে শত আবদার রাখবো তোমার কাছে।
এবার নাহয় কবিতা না হলে,নাই বা থাকলে দীর্ঘশ্বাসে,
এবার আমার শান্তি হইয়ো,তোমায় লিখবো উপন্যাসে।

-


26 MAR 2019 AT 15:40

চাহনি তোর বড়ই ব্যাকুল,সামলে থাকা দায়,
আদুরে তোর হাতের ছোয়ায়,হারানো সুখ পাই!
চৈত্রের দিনে তোর হাসি,বসন্তের নেশা লাগাই,
বোবা মন আজ কথা বলে,তোর ভালোবাসায়।

-


5 JAN 2022 AT 21:03

বছর কিছু আগের আবার মৃত ইচ্ছা বোধহয় আবার বেচেঁ উঠেছে,
তার মিষ্টি হাসির তীক্ষ্ণ আঘাতে আবার বোধয় এ মন পুড়েছে।
শত ব্যস্ততার মাঝেও কল্পনায় তার অগুনতি চলাচল,
মহা স্তব্ধ ক্ষণেউ তার নাহ শোনা আওয়াজের এক অবাক কোলাহল।
তার টানা চোখের সেই পাগল দৃষ্টি,তার ঠোঁট কোণে এক অদ্ভুত হাসির সৃষ্টি,
তার খামখেয়ালী কথার আবেশ,
দিনরাত্রি জুড়ে বিশাল ভাবে জুড়ে তার রেশ।
তার চক্রব্যুহে মুগ্ধ হয়ে বন্দী আমি অবশেষে,
রুক্ষ মরু শেষ এবার,ঠিকানা তার বসন্তের দেশে

-


31 DEC 2021 AT 23:28

a year full of happiness ,sadness,ups and downs..we tried.. we fell..we started again..
a year of loss..a year of pain..a year of beautiful moments..a year i lost pepole forwver..
but at the end of the day, there were some friends.and .i still have them with me beside everything i do..❤️🥀..so..i survived this year .and hope 2022 will bring moments of joy for me .my brothers..my family..🥀❤️

-


9 DEC 2021 AT 0:32

বছর কিছু আগের আবার মৃত ইচ্ছা বোধহয় আবার বেচেঁ উঠেছে,
তার মিষ্টি হাসির তীক্ষ্ণ আঘাতে আবার বোধয় এ মন পুড়েছে।
শত ব্যস্ততার মাঝেও কল্পনায় তার অগুনতি চলাচল,
মহা স্তব্ধ ক্ষণেউ তার নাহ শোনা আওয়াজের এক অবাক কোলাহল।
তার টানা চোখের সেই পাগল দৃষ্টি,তার ঠোঁট কোণে এক অদ্ভুত হাসির সৃষ্টি,
তার খামখেয়ালী কথার আবেশ,
দিনরাত্রি জুড়ে বিশাল ভাবে জুড়ে তার রেশ।
তার চক্রব্যুহে মুগ্ধ হয়ে বন্দী আমি অবশেষে,
রুক্ষ মরু শেষ এবার,ঠিকানা তার বসন্তের দেশে

-


25 NOV 2021 AT 23:53

When i saw that little dopey face,that little smile on her cheek while holding that lil food on her hand.
And that walk like a cute little penguin,who is happy with her that small bowl of food🥺.That innocent hazziness while adjusting her little bag,and that stare like a lost girl.
My heart skipped for a beat again.

-----BIKRAMJIT

-


Fetching Bikram Jit Quotes