QUOTES ON #নিস্তব্ধ

#নিস্তব্ধ quotes

Trending | Latest
14 DEC 2018 AT 19:04

রাতজাগা তারাদের ভীড়ে আকাশের অন্তনীলে হারাতে চায়...
যদিও সেখানে জীব সত্বার স্থিতি নিরাকার।

অজানা স্মৃতিচারণকে সাজিয়ে রাখবো অগোচরে, জাগতিক যন্ত্রণা ছিনিয়ে ক্ষণিকের সুখকে আগলে রাখবো,
আমার মতো করে।।

-


17 MAY 2021 AT 19:52

বিদ্ৰোহৰ আভৰণ খহাই,
বেজাৰৰ আৱিলতাত পোত যোৱা হৃদয়েও কেতিয়াবা গাই..!
"সুখৰ কবিতা"।

চকুত সপোন পুৰে..।
হৃদয়ত জীৱন জ্বলে।
ৰ'দ পৰা কেঁকুৰিটিলৈ বুলি আগৰ দৰে শব্দবোৰো বৈ নাহে।

হায়...!ইমানখিনিৰ পিছতো এটা খোজক আকাংক্ষাই কিয় বাৰু মেৰিয়াই ৰাখে....?

-


23 NOV 2019 AT 23:52

তবে ফিরবে না আর তারা,

ছিল তাহারা লুটতরাজ_

আঁখিতেই ছিল ফাঁকি,

কথায়-কথায় নারাজ_

-


26 MAY 2020 AT 11:22

এদিন ওদিক তাকিয়ে দেখি,
বড্ড নিরিবিলি রাস্তার শেষটায়।
কোলাহল আজ শব্দহীন,
সবটা কেমন গুলিয়ে যায়।

-


20 MAY 2020 AT 9:47

যখন আমি একজন একা পথিক।
নিস্তব্ধ পথ,
ঝোড়ো হাওয়া বয়ে এলে তুমি না হয় একটু সামলে নেবে আমায়।
কিন্তু,
তুমি কি আমায় তখন পারবে চিনতে??
না চেনা পেয়ে আরও দূরে সরে যাবে।
প্রিয়,
প্রকৃতিতে যে ঝড় আজ বয়ে চলেছে ঠিক সেই ঝড় আমার মনে ও বয়ে চলেছে যা একমাত্র তুমিই পার শান্ত করতে ।।
---সবনম

-


20 SEP 2020 AT 0:20

তোমাৰ পৰশেৰে উতলাই তোলানা
মোৰ কোমল হিয়াখনি...
মাথোঁ তোমাৰ নামেৰেই লিখিছোঁ
মোৰ জীৱনৰ আধৰুৱা পৃষ্ঠাবোৰ...
মোৰ অভিমানী হৃদয় খনৰ প্ৰতিটো
কোনতেই মাথোঁ তোমাৰ নামৰ ধ্বনি...
তুমি নামৰ সুৰেৰে জীপাল হিয়াখনিক
এধানি মৰমৰ টোপোলা তুমি বাৰু উপহাৰ
হিচাপে দিবানে......?

#নিস্তব্ধতাৰ কবি

-


14 SEP 2020 AT 22:56

মানৱতা

শিশুকালতেই স্কুলত পঢ়িবলৈ পাইছিলো
মানৱতাই শ্ৰেষ্ঠ ধৰ্ম.....
কিন্তু আজিৰ সমাজত মানৱতা জানো
জীয়াই আছে...
মানুহৰ নামত আছে সকলো, পিছে
মানৱতা জানো জীয়াই আছে...
হত্যা, হিংসা, অহংকাৰ এয়া
জানো মানৱতা....?
যিমানেই আমি মানুহবোৰ শিক্ষিত
হৈ গৈ আছো সিমানেই আমাৰ মাজৰ
পৰা নোহোৱা হৈ গৈ আছে মানৱতা....
এয়া আমাৰ সমাজৰ উত্থান নে পতন.......?
নে এয়া মানৱজাতিৰ বিলুপ্তিৰ দিশে গতি......?


#নিস্তব্ধতাৰ কবি

-


22 SEP 2019 AT 10:24

কত দুঃখের কফ যে জমেছে, তোকে সব বলব রে ফ্রেন্ড,
বি-ফার্ম পড়েছিস যখন, আগে দে সালবিউটামলের কমদামি কোনো ব্র্যান্ড;
জানিস ভাই, মনের জতুগৃহটা আজ অগ্নিদগ্ধ,
সে তো পালিয়েছে, চারপাশটা যে বড়ই নিস্তব্ধ।।

-


9 JUL 2018 AT 23:14

শুনেছ কি ঐ মানুষগুলোর আর্তনাদ?
বিদীর্ণ বক্ষে যারা বয়ে বেড়াচ্ছে
প্রতিশোধের লেলিহান শিখা?
ওদের নিস্তব্ধ গল্পগুলো পড়েছো?
সেই গল্পেরা ওদের অসহায়তার কথা বলে,
বাক্যগুলো শোনায় তাদের ওপর ক্রমান্বয়ে হয়ে চলা অত্যাচারের কাহিনী..
বুকে দংশন করে সেই সব শব্দ ;
পারলে পড়ে দেখো।
ওদের পাশে দাঁড়াতে হবে আমাদেরই।

-


3 NOV 2022 AT 17:22

নিস্তব্ধ নিশীথে,
নীরব শশীর জেল্লা,
অলঙ্কৃত-
কালবেলা।

-