থমকে যেন যাচ্ছে সময়,
ঘুরছে তবু ঘড়ির কাঁটা;
জীবন যুদ্ধে হেরে গিয়েও
নিয়ম করেই চলছে হাঁটা।
থমকে যাওয়া ভীষণ বারণ।
হোক না যতই তা নিম্নমুখী,
আকাশ কুসুম ভাবনাগুলো,
নিজের দেশেই নিজেরা সুখী।-
তবু মনে রেখো
যদি আলোকবর্ষ দূরে যাই চলে,
তবু মনে রেখো,
যদি ঢলে পড়ি মৃত্যুর কোলে।
তবু মনে রেখো
যদি ঘৃণা জমে স্তরে স্তরে,
তবু মনে রেখো,
যদি দুচোখে অভিমান পড়ে ঝরে।
তবু মনে রেখো,
যদি কখনো কষ্টে হৃদয় কাঁপে,
তবু মনে রেখো,
যদি স্মৃতিরা ক্ষনে ক্ষনে ধৈর্য্য মাপে।
তবু মনে রেখো
ভুলে যাওয়ার বাহানা তে,
তবু মনে রেখো,
শেষ ভালোবাসাটুকু হারাতে হারাতে।-
তুমি আমার শান্তি খোঁজার সংবিধান।
তুমিই আমার ঝড়ের রাতের অভিমান।
তুমি আমার জ্যোৎস্না রাতের পূর্নিমার চাঁদ
তুমি আমার জ্বরের দিনের ঠান্ডা হাত।
তুমি আমার নিঝুম রাতের উষ্ণ ছোঁয়া
তুমি আমার দুঃখ ভোলানো হাজার মায়া।
তুমিই আমার ঘাড়ের কাছের উষ্ণ শ্বাস,
তুমি আমার ক্লান্ত শরীরের শেষ নিঃশ্বাস।
তুমি আমার ডায়েরির মাঝে শুকনো গোলাপ
তুমিই আমার জীবনজুড়ে মিষ্টি আলাপ।
তুমি আমার বাড়তে থাকা এক অভ্যাস,
তুমিই আমার নিখাদ প্রেমের শেষ উপন্যাস।
-
শহর জুড়ে শুষ্ক বাতাস
মরুভূমির ঝড়,
আপনরা সব মরীচিকা,
আসলে সবাই পর।-
জ্বরের মতো বাড়লে ভালোবাসা, জানিও,
দেব অভিমানের প্যারাসিটামল রোজ,
ঝড়ের রাতে যদি কান্না আসে তোমার
একটু না হয় আমারও নিও খোঁজ।
তোমার দেওয়া অবহেলারা মিলে
হৃদয় জুড়ে গড়ছে হিমবাহ,
বিষন্নতার নুড়ি পাথর জমে,
পুরো থমকে গেছে জীবন-প্রবাহ।-
নইকো আমি গোলাপ কিংবা পলাশ
না আছে মোর মন মাতানো সুবাস,
নিতান্তই এক নাম না জানা ফুল
ভালোবাসার পরশেতে হয়ে উঠি ব্যাকুল।-
আমরা দারুণভাবে দুঃখ সাজাই,
প্রবল ভালোবেসে
এক আলোকবর্ষ দূরে যাই,
অনেকটা কাছে এসে।
ভালোবাসায় সাজিয়েছিলাম
আমার অপ্রকাশিত বই,
শেষ বসন্তের উপন্যাসে
সেই ভালোবাসা গেল কই..?-
সয়ে গেলে রয়ে যাবে ঠিকই
কিন্তু একটু একটু করে মরতে হবে রোজ,
দেখবে সবাই,হাসছো তুমি খুব
কিন্তু কেউ নেবে না তোমার মনের খোঁজ।-
পাহাড়ের থেকে শিখেছি ..
কাউকে খুব কাছের ভাবতে নেই।
কারন কাছে মনে হলেও, আসলে থাকে অনেক দূরে।-
হয়ে গেছে সব শেষ।
নেই কোন কলতান।
তাল কেটে যাওয়া সুরে
আর না থাকুক কোন টান।।
পুড়ে যাক যত মায়া
ধুয়ে যাক সব প্রেম,
বন্দী আমরা দুজনেই
শুধু আলাদা দুটি ফ্রেম।।-