কত জোনাকী, দাঁতে দাঁত চাপে, দেয়না তবুও সাড়া।
কত বিষাদ শহর, গুমরে কাঁদছে, নির্ঘুম হলে পাড়া।-
প্রায় ভোর-রাত, শুকনো দুটো চোখ জেগে তখনো, তীব্র নালিশ নিয়ে; 'ভালো আছি'-র মুখোশের আড়ালে থাকা একটা ক্ষত-বিক্ষত শরীর নিস্তেজ ভাবে পড়ে থাকে, অন্ধকার ঘরটায়; না পাওয়া-রাগ-অভিমান-ভুল সবটা যেনো ক্রমশ আরো জাঁকিয়ে বসে মনের মধ্যে, ক্ষতগুলোকে আঘাতে আঘাতে আরো ছিন্নভিন্ন করে, নোনতা খরস্রোত নিমেষে ভিজিয়ে দিয়ে যায় বুকের কাছে আষ্টেপৃষ্টে জড়ানো বালিশটাকে....তারপর?? নির্ঘুম চোখ দুটো ভোর হওয়া দেখে....
-
ভালোবাসা আমাদের ঠুনকো ছিলো না,
ঠুনকো নয় যে বিশ্বাসটাও
মনটা মিলে ছিলো সেই কবেই.....
অভাব ছিলো শুধু স্পর্শের ।।
আজ এই মাঝবয়সে বুঝেছি,
প্রেমে শরীরের অবদান কতোখানি-
স্পর্ধা আমার বরাবরই ছিল না
অর্থহীন শব্দটাও ঠিক আসে না
জীবনের অর্থ জীবন দিয়েই বুঝেছিলাম–
কলমের শক্তি আর ডায়েরির প্রতি মোহ
দুটোই হল এখন নির্ঘুম রাতের অস্তিত্ব।।-
নিস্তব্ধ রজনীর শেষে পাখির কোলাহল।
আর এইদিকে র্নিদোষ চোখে নির্ঘুম অভিশাপ। 😭-
এখনও আমার চাঁদ নামেনি আকাশে,
এখনও আমি সূর্যের কাছে বন্ধী...
শব্দ গুলো মাথায় এলোমেলো,
রাত-বিরেতে ঘুমের সাথে সন্ধি...
তবুও আশা স্বপ্ন আসবে শেষে,
মিলে যাবে সব হিসেব নিকেশ খেলা...
প্রাপ্ত হৃদয় ছেলেমানুষির ছলে,
খরচ করছে এই দীর্ঘ-নিথর বেলা.....
-
নিস্তব্ধ রাত চোখ ছলমল,
হালকা জ্বর প্যারাসিটামল।
নিশিরাত চোখজ্বালা নির্ঘুম
নির্বাক গ্যালারি ফোটোজুম্।-
প্রতিটি মানুষের জীবনের প্রতিটা নির্ঘুম রাতই হলো,
জীবনের হারানো কিছু অধ্যায়।-