আমি নেশা করেও দিনে ১৬ ঘন্টা কাজ করেছি😰
আবার বিনা নেশায় সারা দিনে ঘুমিয়েছি😴
পরিক্ষায় ফেল করেছি😔
ক্লাসে প্রথম ও হয়েছি🥳
আমি রোমাঞ্চকর প্রেম করেছি😍
শিকড়ের টানে ফিরেছি।🥰
তিক্ত বিচ্ছেদ..ও দেখেছি😞
আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি 👎
আবার সেই শহরে হাজার হাজার টাকা উড়িয়েছি✊
আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুজেছি।
খুজে পায়নি কোথাও।
কোথাও আমার অস্তিত্ব নেই।
আমি ভিখারির ন্যায় পথে পথে ঘুরেছি তবে কিসের সন্ধানে জানা নেই,😟
-
তিন দেয়ালের ঘর,
একখানি জানালাতে চোখ রেখে
জীবন নিচ্ছে শ্বাস
বিশ্ব স্তব্ধ
পতিতা এ সমাজ
বাঙালি আজ করছে বাজার
স্বাস্থ্যকর্মীর বাড়ন্ত মাস্ক
বিজ্ঞবিচির মেলেনি দেখা
দেশের আগে দশের আগে
রাজনীতি, ডাকে সর্বনাশ ।।-
অসীম সমুদ্র
নীলাভ তার আভা
মৃদু মৃদু পবনে
কতই না ভালোবাসা
দূর হতে দূরে গিয়েও
ফিরে ফিরে আসা
আছড়ে পরে বারংবার
সৈকতের সঙ্গে মিলনের আশা
-
2.43AM
Maa: Rat To onk Holo, tui o ghuma,
mea take o Ghumate De.......
Me: PREM na, PREM na , PUBG !
Winner Winner Chicken Dinner
-
জানতো তোমার শরীরে একটা গন্ধ আছে
যেটা আমাই পাগল করে তুলেছিলো
গন্ধ অনেক এসেছে,
পাগল হয়না আমি তাদের শরীরে
আজ আমি অন্য শরীরে লিপ্ত
তুমি অন্যের বুকে নিয়েছো ঠাঁই
হচ্ছে তাই কিছুটা হিংসা কিছুটা ভয়
সেই গন্ধে সে ও মাতাল হবে তো!!-
সমাজের বুকে কিছু হাইওয়ে আছে
তার তলে আছে একটি চায়ের দোকান
চা আর ক্যানসারের মাঝে নিরোধের স্থান
পাশে কিছু শরীর পেট ভরাতে সুখ বেচে
সেখানে শুয়োর গরু খেয়ে মানুষ আসে
হাইওয়ের দূরের জমিতে কিছু চাষী চষে
তারা ঋণ নেয়, আন্দলনে ঋণ মুকুপ হয়
রাজনৈতিক ক্ষুদ্র উদ্দেশ্য বৃহৎ সাধন হয়
এলিট ক্লাস রওনা দেয় মৃত সমাজের বুকে
যুগলে প্রেম দড়িতে ঝোলে বৃক্ষের ফাঁকে-
নদীর সাথে পিরীতি অনেক কবি-লেখকেরই ছিলো বটে,
আজ নিজেকেও নদীর সাথে মিলিয়ে নিতে ইচ্ছে করছে,
আমার ছোট্টশহর, তার পাশে বয়ে যাওয়া সেই নদী,
শহুরে গুনাগুন রপ্ত করেছি কবেই
আজ কেনো নদী দিলো সারা কে জানে
বৃষ্টি ভেজা কাদামাঠের পাশদিয়ে নদী ফুসিয়ে চলিল,
কত কত যে অনিশ্চয়তা আছে তাঁরও মনে!
তাই সে কিছু মৃত দূষিত লাশ বয়ে নিয়ে যাচ্ছে
আমারই মত ।।-
নেট ঘেটে দেখি আমি Uncut ছত্রাক
সবাই বলে দিলাম পাউলি খানকি,
কিন্তু নির্ভয়ার নাম আজও জানিনে।।
সমাজের পচা-গলা অস্থিতে বসবাস
হৃদয়হীনার পিঞ্জরে আবার প্রাণ
ফুঁকবো বলে, নবশরীর মাঙ্গিনাই ।।
দুটাকা ভাতে পেট ভরার খবর রাখিনা,
এটা বুঝি তাতে মাথা রয়ে যায় শূন্য ।
তাই তো মদ খেতে হয় দেশের কল্যাণে ।।-
মৃত সমাজে কিছু অসুস্থ পোকা থাকে
যাদের থাকে না কোনো শিরদাঁড়া
চোঁখ তো না, শিকার খোঁজার এক কল
সেখানে কাম ছাড়া সবটাই অভিনয়
কেল্লাফতে করতে নিত্য নতুন ফন্দি
প্রথম প্রথম emotionally পরে digitally
জীবন্ত শরীর নিজে আস্বাদন করছো,
আর বন্ধুদের ও পরিবেষন করছো-
______________ বিরিয়ানি দেখে
যতটা না আমার মুখে জল আসে
মাংস ভরা শরীর দেখে
জানোয়ার গুলো দ্বিগুণ লালা ঝরাই
এ সমাজে আমি হয়তো অসামাজিক
আর তোমরা খাদ্য, তারা জানোয়ার
পথে ঘাটে তোমরা আসো খিদে মেটাতে
স্বপ্নের নতুন নতুন ভান্ডার নিয়ে
স্বপ্ন দেখে নাড়িয়ে নিতে শেখো
জানোয়ারটাকে বাথরুমে ছেড়ে এসো-