সবাই ছেড়ে যায়না! কেউ কেউ থেকে যায় জীবন সঙ্গী হয়ে কেউ বা চোখের জলে।
আপনার সুখের জন্য আপনারে ছেড়ে চলে আসছি!
পরে আবার বলিয়েন না স্বার্থে জন্য চলে আসছি!
আমি স্বার্থপর নই!যেখানে আমার গুরুত্ব নেই সেখানে আমি থাকিনা।
আসলে আপনি আমারে ভালোই বাসেন নাই।
আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না কান্না করছি!
আপনারে একটু মন ভইরা দেখার জন্য পাগলের মত ছটফট করছি!
আপনার সাথে কথা বলার জন্য বেহায়ার মত কতইনা কল দিয়েছি,
মেসেজ দিয়েছি, কিন্তু আপনি আমাকে অবহেলা করেছেন।
আপনাকে আপনাকে হারানোর ভয়ে বাচ্চাদের মত অনেক কান্না করেছি!
আপনাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি।
কিন্তু আপনাকে আমি ধরে রাখতে পারিনি।
আপনার সাথে কত মান অভিমান করলাম কিন্তু আপনি আমার আর হইলেন কই?
আমি আপনাকে আপন ভাবছিলাম
আর আপনি বারবার বুঝিয়ে দিলেন পর তো পরই পর কখনো আপন হয়না।-
হাজারটা অপশন থাকার পরেও
যে মানুষটা আপনাকে চায়,
আপনার সাথে কথা বলার জন্য বার বার কল দেয় এস এম এস দেয়,
আপনার সাথে ছ্যাচরামি করে ,আপনার অবহেলা অপমান সহ্য করে,
সেই মানুষ টা আপনাকে ভালোবাসে।-
জীবন কারো জন্য থেমে থাকে না!
কাউকে না পেলে যে অনেকটা ক্ষতি হয়ে যাবে এমনটা নয়।
যেখানে তোমার কোন দাম নেই সেখান থেকে সরে যাও
কারণ মানুষকে ভালোবাসার আগে
নিজের ভালো থাকাটা অত্যন্ত জরুরী।-
চলে যাবে যাও! মুক্তি দিলাম তোমায়!
নেই এখন আর কাউকে হারানোর ভয়,
ভালোবাসাটা ভীষণ কঠিন
তাই এটা তোমার জন্য নয়।-
এক সমুদ্র ভালোবাসার পরেও
যে মানুষটা তোমার হয়নি তাকে ভুলে যাও
কারণ সে কখনোই তোমার ছিলোনা
আর কখনো তোমার হবেনা,
তুমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে যাবে,
তিলে তিলে নিজেকে শেষ করে দিবে।
তবুও দেখবে তার তাতে কিছুই আসে যায়না।-
যে সম্পর্ক গভীর ভীষণ
মরার আগে সেই সম্পর্কের বাঁধন কেমন করে ছিঁড়ি,
"তুমি ফিরে এসো" আমিও চাই সব দুঃখ ভুলে গিয়ে
তোমার কাছেই ফিরি।-
প্রিয় তুমি ফিরবে বলে
আমি পথ চেয়ে থাকি,
তুমি কাছে টেনে নেবে বলে
আমি বুকে আশা বেঁধে রাখি।-
হয়তো তুমি দুঃখ চেনোনা
নিকোটিনে পুড়েনি কখনো ঠোঁট,
মাঝরাতে কখনোই উঠনি কেঁদে
তুমি শুধু চিনেছো টাকার নোট।-
একাকিত্ব,ডিপ্রেশন,বুকের মাঝে ব্যথা!
চোখের কোনে টলমল জল ,
তোমাকে চাই তোমাকে চাই
তুমি আমার ব্যথার উপশম প্যারাসিটামল।-
তোমার কথা ভাবতে গেলেই কান্না পায়
হঠাৎ আসে জ্বর,
থাকবো বলেও থাকোনি তুমি!
তুমি ভীষণ স্বার্থপর।-