অদ্ভুত স্পর্ধা, তবু হারাবার কিছু না
হেরে গিয়েও হারিনা, মৃত্যুর ভয় না।
অদ্ভুত আনন্দ, সব পেলে অভিশাপ
সুখের স্বর্গ তবু সম্মানের দৌড়ঝাঁপ।
অদ্ভুত প্রাপ্তি, ছক কষেও দিগ্বিদিক
না চেয়েও কিছু পাওয়া, সেই সঠিক।
অদ্ভুত ভবিষ্যৎ, সবজান্তা ফেরিবালা
সম্মান কোথায়? রংমাখা প্রেমলীলা ।
অদ্ভুত জীবন, ভালো খোঁজে পথচলা
মোহ লোভে সুখের টানে পথ ভোলা।-
তুমি পড়বে বলেই লিখি আমি প্রতিনিয়ত ।
আমি ভাবাঘাতে পথচারী
আমার কবিতায় মহামারী।
আমি ফেলে দেওয়া এঁটো
আমার চুলায় ভিজে ঘুঁটো।
আমি ধোঁয়াটে জীবন বেশ
আমি আছি নয়তবা শেষ।
আমার কল্পনাই কাল্পনিক
আমি পথহারা এক পথিক।
আমায় নিয়ে ভাবোই যদি
আমি যাব ভেসে হয়ে নদী।-
জীবন থেমে গেলো নাকি? জীবন এখনও বাকী,
কখনও ভালো কখনও বাসি, বেকার হাসাহাসি।
হাজার কান্নাকাটি করেও এখন অনেকটাই হাসি,
থাকবনা যেদিন কাঁদবে সেদিন, দেখে শেষ হাসি।-
প্রত্যেক মানুষের থাকে দুটি দিক
এক স্বাভাবিক আর এক নির্ভীক।
স্বাভাবিক হল মনের বহিঃপ্রকাশ
আর নির্ভীক হল মেঘলা আকাশ।
সবাই সব কিছু জানতেও পারেনা
কখনো উপলব্ধি করেওনা হয়তো।
আর কেউ জেনেও কিছু জানেনা
এড়িয়ে যাওয়া স্বাভাবিক নয়তো ?-
জীবনের পথ চলার মাঝে নিরুত্তর থেকোনা
জীবন হোকনা কঠিন কাওকে ধন্ধে রেখোনা ।
প্রশ্নের উত্তর যদি না পাও প্রশ্ন করোনা আর
প্রশ্ন কর নিজেকে উত্তরে জীবন হবেনা ভার ।
বিঃ দ্রঃ - জীবন, চরিত্র, সংসার, আপনজন, মন, ভালোবাসা, প্রিয়জন, ধনসম্পত্তি সব কিছুর উর্দ্ধে তুমি, নিজেকে কিভাবে পরিচালনা করবে সেটা তোমার ওপর নির্ভর করে ।-
मुझे सराब पिलायी गई हे आखों से
मैं बह गया वास्तविकता के प्रवाह से...-
শোনো মেনে নিলেই শান্তি
আর মনে নিলেই অশান্তি।
যাইহোক আর তাইহোক
আমি ভালো থাকার লোক।-
Behavior is lifetime validity
& my behavior is my identity.
Life like holi, all colors are your
But all colors valid on your behavior.
Raju...✍️-
আমি হাজার হাজার দুঃখের সিঁড়ি অতিক্রম করে এসেছি, জীবনে অনেক স্বপ্ন দেখেছি কিছু পূরণ হয়েছে কিছু হয়নি। অনেকে আশা দিয়েছে,দেখিয়েছে তারাও পারেনি,সময়মতো তারাও সরে গেছে। আমিও তাদের থেকে অনেক আশা রেখেছি কিন্তু তা পূরণ হয়নি। তাই আশা রাখিনা আর, তবে আমি কোনও দিন কাউকে ঠকায়নি,কাউকে কষ্ট দিইনি। আর আমার সাথে কে কী ব্যবহার করেছে বা করলো তার কোনও প্রতিক্রিয়া প্রকাশ করতে চায়না, ভগবানের কাছে একটাই প্রার্থনা সবাই ভালো থাকুক,আর সে যেন আমায় এমনই রাখে, মুখের হাসি বজায় থাকে ।
আমার মুখের হাসিই হোক তাদের জবাব।
আমি কারও দুঃখের কারণ হতে চায়না শুধু একটু মানসিক শান্তিতে থাকতে চাই ।-