খুব মনে হয় হঠাৎই একদিন মরে যাব
অনেক অনেক কাজ অসম্পূর্ণ রেখে...
সম্পত্তির কোনো উত্তরসূরি না রেখে,
এই যে একটু আগে যাকে আবার দেখা হবে বললাম
তার সাথে দেখা না করেই
ফ্রিজ এ যে খাবার কালকের জন্যে তোলা
তা না খেয়েই
একটা কবিতা মাঝপথে ফেলে রেখে
ওই গল্পের শেষটা না আবিষ্কার করে
যাকে ভালোবাসি তাকে না জানিয়ে,
আর একটা আমি কে এই পৃথিবীতে না এনে,
কিন্তু.. সব সম্পূর্ণ হলে জীবনটা জীবন না...
একদিন হঠাৎই মরে যাব,
পরেরদিনের রঙিন সূর্যটা সাদা আকাশে না দেখেই.....-
আজ নাম ধরে ডেকেছিল সে,
পরিচিত নামে, অপরিচিত স্বভাবে....
একটু থেমে পেছন ফিরলাম,
পরিচিত মুখ, অপরিচিত সম্পর্ক....
চোখের কথা হলো চোখের সাথে,
পরিচিত রাস্তা, শুধূ অপরিচিত মুহূর্ত....-
মৃতদেহ মারা গেছে বহুকাল আগে,
তাই তোমার জীবিত থাকা জরুরী.....
হিসেবের খাতায় হলুদ খামের প্রমান,
ঘুম আজ শুধূ স্বপ্ন গুলোর প্রহরী...-
ভালোবাসার আওয়াজ ছিল স্পষ্ট,
আলতো হাতে আদর চিহ্ন মাখে..
জানলা দিয়ে হাত বাড়িয়ে কষ্ট,
রাত এখনও চুপটি করে থাকে.....-
সেদিন এর গোলাপটা এখন শুকনো,
লাল রঙ শুধূ স্মৃতি তীব্র ধাঁধা....
ভিন্ন মানুষ ভিন্ন অভিনয়ে,
আজও কিন্তু ভালোবাসার চোখ বাঁধা....-
অভিনয়
অর্পিতা
সারাদিনের ভালো থাকার অভনয় চালিয়ে যেতে পারিনা রাতের অন্ধকারে..
এক মুহূর্তের হৃদয় ভাঙা কান্না যেন অনেকদিন আগের স্মৃতি ফিরিয়ে দেয়.
ফিরিয়ে দেয় আরও বেশি তীব্র ও গাঢ় করে..
এক একটা চরিত্র, কিছু না কিছু সংলাপ এর সাথে আমার দিকে চেয়ে,
পরিচালক এর ভূমিকায় আমি, তখন পৃথিবীটাকে নিজের মতো সাজাচ্ছি..
একটার পর একটা সফল দৃশ্য এ চোখ অহংকারে উজ্জ্বল..
আরও কিছুক্ষন অন্ধকার এ কল্পনার প্রশ্রয়..
আরও কিছুক্ষন মিথ্যে দিয়ে সত্যি কে সাজানো..
ভাবছি যা লিখলাম কালি দিয়ে নাকি নোনাজল..
লেখাটা ঝাঁপসা হতে হতে হারিয়ে যাচ্ছে... গেলো..
শুধূ ভাবছি সত্যিই কি এতো মৃত লোক এখনও বেঁচে আছে...
-
In the mean time,
The so called bollywood gang must be discussing
" achha huya iss time (lockdown) me huya.. iske karan humare movie-business pe kuch asar nahi hoga.. anyway audience to kuch din baat yea sab bhul jayenge aur humare movie blockbuster bana denge"
So just relax till then...
-
এখনও আমার চাঁদ নামেনি আকাশে,
এখনও আমি সূর্যের কাছে বন্ধী...
শব্দ গুলো মাথায় এলোমেলো,
রাত-বিরেতে ঘুমের সাথে সন্ধি...
তবুও আশা স্বপ্ন আসবে শেষে,
মিলে যাবে সব হিসেব নিকেশ খেলা...
প্রাপ্ত হৃদয় ছেলেমানুষির ছলে,
খরচ করছে এই দীর্ঘ-নিথর বেলা.....
-
শাশ্বত
অর্পিতা
আজ তোকে ভাববো বলে সারাদিন অবকাশ,
আমার কল্পনায় শুধু তুই আর তুই...
এই তুই এর খবর নিয়ে আসা বৃষ্টি কানে কানে ফিস ফিস,
কিছুটা তোকে দিয়ে, কিছুটা আমাকে নিয়ে ফেরার..
Mobile এ তোর ডাকের অপেক্ষা প্রতিটা মুহূর্ত,
দিনের শেষে তোর কাছে ফিরে আসার তাগিদ..
দূরে থেকেও তোর অস্তিত্বের তীব্রতায়
আমাকে আমি হারিয়ে ফেলেছি বারেবার...
শুনেছি প্রথম প্রেম বিশেষ হয়.
শুধু জানা ছিল না - শেষ প্রেম হয় চিরস্থায়ী শাশ্বত...-