উঁকি দিয়ে দেখি শেষ বিকেলে,
আজও কি বাকি আছে কোনো ভালোবাসার ঋণ?
তারপর, সন্ধ্যে নামার আগে ঘরে ফিরে আসি-
মনে পড়ে, ঋণ শোধের দিন আজ অস্তিত্বহীন...-
মনখারাপ ছাড়া কি কবিতা লেখা যায়?
তাহলে সে তো প্রেম,
আর যাই হোক ভালোবাসা নয়...-
অবুঝ যারা, তারা এমন বৃষ্টিই তো চায়,
যখন আদরের ফোঁটা মাখতে মাখতে-
নোনতা আবেগ লুকিয়ে নেওয়া যায়...-
একা ঘরটার ক্রমশ সিক্ত হতে থাকা,
ক্ষত-বিক্ষত অভ্যাস গুলো পড়ে, ওই যে এক কোনে,
ঠোঁটে থাকুক অসম্পূর্ণ চুমুর অপেক্ষা-
রাত্রি শেষে শরীর জুড়ে মৃত্যু নামুক সংগোপনে...-
-জীবনটা আর সোজা পথে চলছে না রে ভাই...কেমন যেনো দমবন্ধ লাগছে এবার!!!
-ধৈর্য রাখ, হাসনুহানা ফোটা বাকি এখনো...
মানুষটা আর তার গানের কথা গুলো যেন নতুন করে বাঁচতে শেখায়....-
মাঝপথে ছেড়ে যাওয়ার ক্ষত,
আস্ত একটা উপন্যাস লিখতে পারে-
রূপকথার ঐ গল্পের মতো,
বিচ্ছেদও বড় ছোঁয়াচে, গাঢ় অন্ধকারে....-
কাজলের কালোয় ঢাকা পড়ে,
রাত জাগা নোনতা খরস্রোতের ছাপ,
মনকেমনের একলা ঘরে-
ভিড় করে আসে, অভিমানের নিম্নচাপ....-
সব 'আজ'-ই তো স্মৃতি হয় একদিন,
পেরিয়ে আসা সময়টুকু তখন নস্টালজিয়া,
তীব্র ভাবে আঁকড়ে ধরার জন্য-
কতটুকু সময় আর যায় পাওয়া???-