QUOTES ON #নিঝুম_রাত

#নিঝুম_রাত quotes

Trending | Latest
23 DEC 2019 AT 22:49

প্রেমের বাঁধনে বাঁধিব তোমারে, চিরকাল রব আঁকড়ায়।

-




নিঝুম রাতে রাত্রি বাড়ে প্রহরে প্রহরে...,
নিস্তব্ধতা কেড়ে নেয় শিহরণ জাগে শরীর জুড়ে...!
স্মৃতির কোনটা খিঁচে পা-রাখে গভীর রাতে মনটা...,
হৃদয়ে আঁচড় লাগে আশ্রয় খুঁজে বালিশে রাখে মুখটা...!!
Panchanan Maiti,,,22/05/20/324🌺🌺🙏🙏












-


24 FEB 2020 AT 21:12

নিঝুম নিশির
উষ্ণ ছোঁয়া;
কামনা
ভরা অন্তর্বাসে..

গহীন বুকে
আকুল ভীষণ,
তোমায়
পাওয়ার অভিলাষে........

-


13 DEC 2019 AT 12:39

এখন নিঝুম রাত।
জানিনা ভালোবেসে কার বুকে রেখেছ তুমি হাত।
আমার নিঝুম রাতের
অশ্রুজলের নদীর ওপর উঠেছে চাঁদ,
মন বলছে চুপ আছিস কেনো
আবার আগের মত কাঁদ।
চোখ দুটো এখনো জানে না তুই এখন হয়েছিস কার।
তুমি , আমি বসে আছি জীবনের নৌকোতে,
খেয়া হচ্ছে এপার ওপার।
নদীতে এখন জোয়ার নেই আছে শুধু ভাটা।
কি আর দেখাবো এই হৃদয়
তাতে বিদ্ধ হয়ে আছে কালো গোলাপের রক্তাক্ত কাঁটা।

-


11 MAR 2020 AT 13:23

অশ্রুজল গেছে শুকিয়ে মাথার বালিশটা আগের মত ভেজেনা এখন,
নীরবতার নিঝুম রাতে গুমরে মরি আমি রোজ,
ভেঙেছে হৃদয়, পুড়েছে মন , অভাগা আমার এই জীবন..
এই নীরব প্রেমিক কি ভাবে বাঁচে? নেয় না তার কেউ খোঁজ....

-


2 JAN 2020 AT 19:03

নিঝুম রাতে চাপা ক্লেশের বক্ষতল,
শুধুই আঁকড়ে তোর স্মৃতি, অশ্রুতে হচ্ছে শীতল।

-


18 SEP 2018 AT 1:37

যদি তুই নিঝুম রাতের নির্জনতা হোস,
তবে আমি ঝিঁঝিঁ পোকার ডাক,
তোর জন্য না হয় "দেবদাস" হবো
অন্তত তুই তো "পারো" থাক।

-


23 DEC 2019 AT 22:34

ব্যথাহত তোর স্বপ্নের ফুলঝুরি, নিঝুম রাতে শুধুই অশ্রু ঝরায়।

-


26 FEB 2020 AT 12:58

: শিরোনাম থেকে ডাকনাম:

নিঃশব্দ নিঝুম শহরে
রাত্রে যখন ঘড়ির কাঁটা ঘোরে
থেমে থাকে শিরোনাম।
আর কখনও যদি অশ্রুধারায়
রক্তধারা বয়
জেগে ওঠে ডাকনাম ... মিছে ডাকনাম ।
শহুরে গলায় ডাকা সেই নাম
আজও কানে ভাসে।
সবুজ ঘাসে পড়ে থাকা শিশিরের ফাঁকে
সেই টুংটাং শব্দ, আজও মনে পড়ে।

ডাচ গোলাপের পাপড়িতে আজ পোড়া গন্ধ।

উষ্ণ নিঃশ্বাসের ধাক্কা নিভিয়ে দেয়নি
জ্বলন্ত মোমবাতিকে
তবুও রং মশাল ফিকে আলো দেখায়।।

-


20 SEP 2018 AT 16:45

আমি আবারও একবার পারো হতে চাই
শরৎ বাবু তোমার "দেবদাসে",
কিন্তু চাই না তোমার উপন্যাসের নায়িকা হয়ে
নিজের ভালোবাসাকে হারাতে,
ভালোবেসে চাই না দেবদাসকে হত্যা করতে,
তুমি বরং আমাকে একটা অপ্রধান চরিত্র দিও,
আর
শুধু তোমার দেবদাসের হওয়ার সুযোগ দিও....

-