সব সামলে নেব ,
তুমি পাশে থাকো..
জিতবো মোরা,
শুধু ধৈর্য রাখো..
-
লাবণ্য রায়,বয়স ২৪। কোনরকমে এমএসসি টা কমপ্লিট করেছে...
বাবা কে হারিয়েছে এক বছর হলো,আসলে টাকার অভাবে ভালো করে চিকিৎসা টা হয়ে ওঠেনি,
তবে লাবণ্য নিজের বিফলতা কেই এর জন্যে দায়ী করে,,,
এখন আবার মায়ের বয়স শরীরে রোগের প্রভাব বাড়াচ্ছে,তবুও মা সেলাই এর কাজ ছাড়েনি,অন্য দিকে একটা ভাই..তার পড়াশোনা অনেক দায়িত্ব তার....এসব চিন্তায় তার ঘুম হয়না।।
প্রতি দিন ইন্টারভিউ দিতে ছুটছে আর নিরাশ হয়ে ফিরছে,কিন্তু তাও তার মনের জোর প্রবল...কিছু বাচ্চা কে রোজ পড়াতে যায়,তার সাথে অনাথ শিশু দেরও সাহায্যের হাত বাড়ায়,তাদের খুব ভালোওবাসে,তাদের মুখে হাসি ফুটিয়ে তারও মন টা ভালো হয়ে যায়...
জেদ টা বরাবরই বেশি,তাই নিজেকেই কথা দিয়েছে যতই হারুক উঠে সে দাঁড়াবে আর অসহ্য ক্লান্তির ছাপ আড়ালেই রাখবে...
লাবণ্য কিন্তু হারেনি,সে ব্যর্থ নয়...তার ধৈর্য্য শক্তি একদিন সফলতা আনবে, লাবণ্য পারবেই।।-
"সময়"
হ্যাঁ ঠিকই ওই একটু সময়,,ওটাই এখন খুব প্রয়োজন...
আমাদের প্রিয় মানুষ গুলোরও একটাই অভিযোগ,,
"তোর/তোমার কাছে একটুও সময় নেই,
বড্ড ব্যাস্ত,একটা কথাও বলতে চাসনা/চাওনা.."
আচ্ছা সত্যি বলতে যদি একটু সময় দেওয়া হতো হয়তো কত ভুল বোঝাবুঝি,রাগ,অভিমান মুছে যেত...
*পারিলে রাখিয়া আপনে,,
অন্তরে করিয়া যতনে....
সময় দিয়া ডাকিতেই,,
আসিবো ঠিক নিকটেই...*-
জীবনটাকে এতো অনিশ্চিত মনে হয় যে,
ধৈর্য্য ধরার মতো ধৈর্য্যটাও আর আসে না।-
অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ধৈর্য্য নিয়ে শোনার লোকের বড়ই অভাব।
-
আজ নয়তো কাল তোমার সুদিন আসবেই সেইদিন পর্যন্ত ধৈর্য্য ধরো,নিজেকে সময় দাও,তার মধ্যে এমন কোনো কাজ কোরোনা,যা দেখে লোকে তোমায় মূর্খ বলে।
-
ধৈর্য্য রাখতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যায়
আর অধৈর্য্য হয়ে পড়লে মিনিটে সব কিছু তছনছ হয়ে যায়।-
ঘুমিয়ে থাকে রাতের পাহাড়,
আঁধার বুকে কঠিন চাপ।
ক্ষয় ধরেছে দেহে হাজার,
ঠিকে থাকে
দৃঢ়তা আর ধৈর্য্য আছে যার।
শুভ সুন্দর সকাল!-