Jab Se aapse Mohabbat Hui Hai ,
aapka Shahar ne bhi Mujhse Mohabbat Karli hai .
yah Kaisa Asar Hai aapke Mohabbat Ka...
Ab To aapke Shahar ki Galiyon ne bhi,
Aapke Naam Se hame pukarne Lage Hain-
Love music, #royal enfiled lover, guitar lover,
কেউ সারা জীবন পেয়েও পায় না।
আবার কেউ কয়েক মুহূর্ত পেয়েও সবটা পেয়ে যায়"।
এই পাওয়া না পাওয়া মাঝে যে এক ব্যাবধান সৃষ্টি হয় ,তার দূরত্ব আজীবন থেকে যায়......সবটা মুছে দিলেও এই দূরত্বের ব্যবধান থেকে যায়।-
"Waqt Rahte Waqt Ki Thodi Kadar karo
Beet Gaya to sirf Afsos Rah jaega !
"Insan Rahte uski Thodi Kadar karlo
Agar Chala Jaega To Afsos Bhi Na Kar paoge....."-
ভালোবাসাটা একই থেকে যায় ....
- শুধু দিনের পর দিন তাতে ধুলোর আস্তরণ পরে যায় অযত্নে ,
কোন জিনিস হোক বা ভালোবাসা সবই একটু যত্ন খোঁজে !-
ভালো থাকার কথা সবাই বলে যায় শেষ পর্যন্ত,
তবে কীভাবে ভালো থাকতে হয় সেটা কেউ বুঝিয়ে যায় না !
- তাই নিজের ভালো থাকাটা নিজেকে খুঁজে নিতে হয়।-
The best source of happiness is do not expect anything from anyone,
Expecting more from someone will cause more trouble than that person
- saloni
-
!!আমার তিলোত্তমা!!
কলকাতাকে যেন কলকাতার মতো দেখতে লাগে সব সময়,
শত ব্যস্ততা, ক্লান্তির পরেও হারায়নি এই শহর তার সৌন্দর্যতা ।
অগোছালো ধুলো,কাদা,মাটির পরেও এই শহরের ওলি,গলিতে লুকিয়ে আছে এক আন্তরিকতা।
এ শহর ক্ষণিকের মধ্যে সবাইকে আপন করে নেয়,
তাই হয়তো সবাই বলে কলকাতা মানেই প্রানের শহর ,আমার তোমার ভালোবাসার শহর।
কলকাতা মানে,দুর্গাপুজোর আমেজ
কলকাতা মানে,ইস্টবেঙ্গল-মোহনবাগান
কলকাতা মানে লেকের ধারে lovers corner
কলকাতা মানে, কফি হাউসের ধোঁয়ামাখা সন্ধ্যার আড্ডা,
কলকাতা মানে, গর্বের ইডেন গার্ডেনস
কলকাতা মানে ,হাওড়া স্টেশনের বাইরে হলুদ
ট্র্যাক্সির লাইন।
কলকাতা মানেই, বাবুঘাট জেটি,দ্বিতীয় হুগলি সেতু,
কলকাতা মানে ,কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে বই প্রেমিকের লাইন
কলকাতা মানে, বিশ্বকবির জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
কলকাতা মানে আরও কতো কিছু যা শেষ করে বলা যায় না এক নিশ্বাসে ।
হয়তো সেই জন্য এত সুন্দরী,আমার ,তোমার তিলোত্তমা
-
ভালোবাসা তো স্বাধীন তাকে আটকে রাখা যায় না।
যে ভালোবাসা তোমার সেটা তোমারি থেকে যাবে , আর যেটা
তোমার না সেটা বন্দি করে রাখলেও তোমার হবে না।-
তোমার সাথে আমার নেই কোনো অতীত,
নাই বা আছে কোনো ভবিষ্যত;
আছে শুধু এক অনাদি অনন্ত বর্তমান ....-