SAIBAL SARKAR   (শৈবাল সরকার)
175 Followers · 44 Following

saibal sarkar
jalpaiguri
adar para
Joined 16 December 2018


saibal sarkar
jalpaiguri
adar para
Joined 16 December 2018
4 HOURS AGO

এক মুঠো আগুন পেলে আমিও পুড়িয়ে দিতে পারি জগতের সব পাপ অন্যায় অত্যাচার ভেদাভেদ
হ্যাঁ আমাকে এক মুঠো আগুন দিও সততার মানবতার সাম্যের আর একতার।
সুপ্রভাত

-


YESTERDAY AT 9:10

পাতাদের সংসার সবুজ মিশে সতেজ পৃথিবীর মন
বাতাসে সুরভি ঢেলে আলো ছায়ায় শান্তি নিমন্ত্রণ।
সুপ্রভাত

-


5 JUL AT 8:29

মেঘের নদী হতে নেমে আসুক বৃষ্টি পৃথিবীর পথেঘাটে
ভেজা মাটির সঞ্জীবনী মিশে যাক ঘাসে মাঠে।
সুপ্রভাত

-


4 JUL AT 8:23

সঞ্জীবনী ধারা মাটির বুকে শান্তি আনে গাছে প্রাণে আনে প্রাণ
বৃষ্টি যেন আকাশ জুড়ে সবুজ কালের শোনায় গান।
সুপ্রভাত

-


3 JUL AT 8:41

তুমিও বৃষ্টি মেখো চোখে মুখে গায়ে
ভিজে যাওয়া অরণ্য যেমন
আমিও ভিজিয়ে নেবো প্রেমে আর বৃষ্টিতে দেহ আর এ মন।
স্নিগ্ধ হোক সবার সকাল

-


2 JUL AT 9:28



প্রকৃতির বুকে ডুব দিয়ে দেখো নিবিড় শান্তি
আছে বিরাট।
সুপ্রভাত

-


1 JUL AT 9:05

কৃষ্ণচূড়ায় তবুও ফুল আসে
ধ্বংস দেখে দেখে
প্রকৃতি অবাক হাসি হাসে।
সুপ্রভাত

-


30 JUN AT 9:11

কি জানি কেবন তুমি খেলছো এই খেলা
মৃত্য নিয়ে সহজপাঠ আমাদের মরণবেলা।
সুপ্রভাত

-


29 JUN AT 10:47

কি যে লিখি লিখতে গেলে দ্বিধা দ্বন্দ্ব আসে মনে
সভ্যতার এই অসময় ছেড়ে চায় মন যাই বনে।
সুন্দর হোক সবার সকাল।

-


28 JUN AT 7:31

পাপের যেমন হচ্ছে চাষ ফলছে তেমন বিষের গাছ
মরণ বরণ নিত্য দিনের সম্মান হানি সহজ কাজ।
তবুও সবার ভালো হোক!

-


Fetching SAIBAL SARKAR Quotes