SAIBAL SARKAR   (শৈবাল সরকার)
175 Followers · 44 Following

saibal sarkar
jalpaiguri
adar para
Joined 16 December 2018


saibal sarkar
jalpaiguri
adar para
Joined 16 December 2018
1 SEP AT 8:41

আজ প্রভাতে উজ্জ্বল আলোর সাথে
হোক আমাদের বাস,
জীবন জুড়ে থাকুক ভরে নির্মল আকাশ।
সুপ্রভাত
শুভ LIC দিবস!

-


31 AUG AT 9:22

প্রাণ ভরে নিই সকালসুখ এই তো দিনের শুরু
আরও একদিন জীবন দিলো উপহার
আলো বাতাস আকাশ তরু।
সুপ্রভাত

-


30 AUG AT 9:10

নদীর জলে ইচ্ছে গুলো ভাসিয়ে দিয়ে
যাই খুঁজে ভাটির ঘাটে ছুটে গিয়ে।
সুপ্রভাত

-


29 AUG AT 8:56

বৃষ্টি এলো বৃষ্টি এলো আকাশ তোমার অভিমান
কান্না ভেজা মুখটি দেখি ঘোমটা তুলে কেঁদে উঠে প্রাণ।
সুপ্রভাত

-


28 AUG AT 8:59

বদনাম হয় যদি হোক যা কিছু বলে বলুক লোক
এই পথে এই ঘাটে আসবো আসবোই রোজ।
সুপ্রভাত

-


27 AUG AT 8:46

জানি এ চোখ হবে কখনো স্বপ্নহারা
ওরা দেখেছে তোমার ও চোখের তারা
সুপ্রভাত

-


26 AUG AT 9:24

ধান গাছের সবুজ তুলে নিই দুহাতে
মনপবনে আবেগ রাশি জাগলো সারা কোন প্রাতে!
সুপ্রভাত

-


25 AUG AT 8:42

পাখির ডানায় উড়ে যাওয়ার অদম্য শক্তি
উড়ে যায় অসীম আকাশ উড়াতেই মুক্তি।
সুপ্রভাত

-


24 AUG AT 9:21

আলোর বুকে স্বপ্নবাসর কল্পলোকের কল্পনা
জীবন পথের সুখবিলাস মোটেও তা অল্প না।
সুপ্রভাত

-


23 AUG AT 9:00

পাতার ফাঁকে সূর্য হাসে দিন দেখে পৃথিবী
আঁধার ঠেলে প্রভাত আসে নিয়ে কত দাবী।
সুপ্রভাত

-


Fetching SAIBAL SARKAR Quotes