QUOTES ON #ডাক্তারবাবু

#ডাক্তারবাবু quotes

Trending | Latest
2 JUL 2019 AT 17:28

কত বিদেশ বিভূঁই ঘুরে,
শত শত শক্ত বই পড়ে...
ওরা ব্রত নিয়েছে মানুষের সেবা করবার
ওরা ডাক্তার, ওরা ডাক্তার।
জীবনের সব রং বিলিয়েছে ওরা ঐ সাদা অ্যাপ্রনে,
গলায় স্টেথো নিয়ে সদাই হাজির ওরা রোগের পরিত্রাণে
কত সংক্রামক ব্যাধি ওরা সারায় ছুমন্তরে..
কত প্রতিকূলতায় ওরা অবিচল থাকতে পারে।
'ডাক্তার মানে সেতো মানুষ নয়;
আমাদের কাছে সে তো ভগবান'।
তাদের সামনে নিশ্চিত মৃত্যুও মানে পরাজয়...
প্রতিনিয়ত করে চলে সে জীবন দান।
যদি তোমরা বন্ধ করো তোমাদের ডাক্তারি কারবার;
কত রোগী মারা যাবে আমরা ভুলি এটা বারবার।
সব ভুলে আমরাই আবার ডাক্তার পেটাই;
এই ভগবানকেই শয়তান বানাই।
তবু তোমরা চিকিৎসা করো সয়ে সব তিরস্কার
তোমরা ডাক্তার, তোমরা ডাক্তার॥

-



"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে"?
"জন্ম হইতে মৃত্যু"- এই বাণী মোদের মনে ঠিকই রবে।
তবুও জীবনের হাইওয়ে সংকটময়, বড়োই বন্ধুর!
রোগ-ব্যাধির দাবাই দেওয়াই ডাক্তারদের দস্তুর।
বিনিদ্র রাত্রি জেগে অক্লান্ত পরিশ্রমে বইয়ে থাকো মুখ গুঁজে,
রোগ নিরাময়ে তুমিই পরিত্রাতা, অমৃত দাও মারণ-অসুখে।
কত জটিল অসুখে- বিদেশী বই-পত্র ঘেঁটে তুমিই যে জীবনদায়ী,
প্রেসস্ক্রাইবড অদ্ভূত সব ঔষধের সন্ধানে তোমারই মুখ পানে চাহি।
নিঃস্ব হলেও হাল ছাড়ি না, জানি তোমরাই মোদের আশা,
অকালমৃত্যুর হাত থেকে বাঁচতে- মানুষরূপী ভগবান "ডাক্তারই" শেষ ভরসা।
বিলেত ফেরত তুমি,এম.বি.বি.এস- সব রোগ উপশমেই পারদর্শী,
স্নেহের পরশ দিয়ে তুমিই যত্নশীল, তোমার হৃদয় মর্মস্পর্শী।
পরনে সাদা অ্যাপ্রন, সদাই ব্যস্ত, গলায় ঝোলানো স্টেথোস্কোপ,
তবুও কিছু ভুল-ত্রুটিতে তোমার উপর পড়ে কিছু অসাধুর কোপ।
রোগীর প্রাণ বাঁচাতে তোমরাই করো অমূল্য সব প্রচেষ্টা,
তবুও হঠকারিতায় ভুলে যাই মোরা, তুমিই ভূমিষ্ঠ শিশুর রক্ষাকর্তা।
একটাই অনুরোধ মোদের, দীনের কথা ভেবে আর বাড়িয়ো না চেম্বারের ফি,
প্রাপ্য যত সন্মান, চরণে তোমার প্রাণপনে উজাড় করে দিই।
দিন-রাত জুড়ে কর্তব্যে অটল, সদা তুমিই দায়িত্ববান।
তাই অক্ষরে অক্ষরে মানি,
"ডাক্তার মানে সেতো, মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান"।








-


24 JUN 2020 AT 21:42

রামরতন বাবুর ডাক্তারিতে যথেষ্ট প্রসার ।
একদিন একটি গর্ভবতী মহিলার প্রসবকালে
রক্তের প্রয়োজনে তিনিই নিজেই রক্ত দিয়ে
দুটো প্রানকেই বাঁচালেন ।

-



.......ডাক্তারবাবু.......

বছরের পর বছর পড়াশুনা, অক্লান্ত পরিশ্রমের শেষে
এম. বি. বি. এস পাশ করে হয়েছেন ডাক্তার,
পরম যত্ন সহকারে ব্যাধি সারাবার ওষুধ দেন তিনি
তিনি দায়িত্ববান, সকলের ভরসার এক আধার।

গায়ে সাদা আ্যাপ্রণ, গলায় ঝোলানো টেথিস্কোপ
সদা হাসি মুখে অসুস্থের সেবা করাই যার ধ্যান-জ্ঞান,
অশিক্ষিত কিছু মানুষের কোপে পড়ে হন জর্জরিত
ক্ষুন্ন হয় এই মহান পেশার মান -সম্মান।

ক্লান্তি ভুলে কর্তব্যে থাকেন সর্বদা অবিচল
মারণ অসুখেও আরোগ্যের আশ্বাস দেন যিনি,
তার স্পর্শে রোগ -ব্যাধি যায় দূরে
সদাই প্রণম্য সে মহাপুরুষ, ভগবান বলেই মানি।

আমার এ জন্ম সেই মহান ডাক্তারের হাতে
নাড়ি ধরে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই গুণবান,
"ডাক্তার মানে সেতো, মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান, "

-


12 APR 2020 AT 1:30

ডাক্তার বাবু সত্যি বলছি, আপনার testimonial পেয়ে, চোখের জল ধরে রাখতে পারিনি। আপনার কাছ থেকে এতটা সম্মান পেয়ে আমি আপ্লুত। সারাজীবন ধরে মনে রাখবো। আমি দু- লাইনেই আপনাকে সম্মান জানালাম। গ্ৰহণ করবেন। ভুল ত্রুটি মার্জনীয়।

চিত্ত ব্যাকুল! বাকি রয়ে গেল অবুঝ মনের কত কথা!
ভালোবাসা ও আগলেরাখা বড় কঠিন লাগে, যদি না থাকে যোগ্যতা বা দক্ষতা।

-


1 JUL 2020 AT 22:43

আমরা ঈশ্বর কখনো চোখে দেখিনি
তবু তিনি আছেন অন্তরে সদাই ,
নিত্য মানুষের প্রান বাঁচান যাঁরা,মোরা
তাঁদের ঈশ্বরের আসনে বসাই ।
অপরিসীম ধৈর্যের সাথে সেবা করেন
তাঁরা,বিরক্তি কভূ নাই মুখে ,
তাঁদের একটুকু আশ্বাস বানীই মোদের
সবার মুখে ফোটায় হাঁসি সুখে ।
তাই ডাক্তার হয়েই নিলেন তাঁরা মানুষের
সেবার মতন মহান কাজের ভার ,
কোনো কারণে ত্রুটি বিচ্যুতি ঘটে গেলেই
ডাক্তার হলেও কিন্তু পান না ছাড় ।

-


1 JUL 2020 AT 15:54

প্রিয় ,
ডাক্তার ,
তুমি প্রমান করেছো বারে বারে
রোগ বেধিতে আচ্ছাদিত এই সংসারে ।
তুমিই দ্বিতীয় ভগবান -
কত জন আছে যারা মরনেরও পরে
তোমাকে জীবন বাঁচাতে প্রার্থনাটিও করে ।
সব কিছু ঠিক করে দিতে তোমরা চেষ্টাও করো আপ্রান !
কিন্তু যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল
ষাট শতাংশ মানুষ মরে ওষুধ খেয়ে ভুল ভাল ।
তোমাদের হস্তাক্ষরের জন্য
কি দরকার হিজিবিজি , সুন্দর করেও তো লিখতে পারো
এ তে অনেকেরই মঙ্গল , ভুল হবে না কারো ।
মনের কথা বোঝাতে পারলে হবো আমি ধন্য ;

-


2 JUL 2019 AT 17:04

"ডাক্তার মানে সেতো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান;"
এখানেই ভুল করি, কেন বুঝিনা আমরা,
তারাও তো রক্ত মাংসের প্রাণ।

বিপদে আপদে তাদের কাছে যায়,
বানায় তাদের ভগবান।
এক নিমেষে নীচে নামায় তাদের,
করি তাদের বদনাম।

জানি সবাই ভালো হয় না,
মন্দও আছে এই জগতে।
সবাইকে একসাথে মিশিয়ে,
ডাক্তার পেটানো উচিত নয় তবে।

ডাক্তারও তো মানুষ, আছে পরিবার,
আছে তাদেরও মন।
রুগী হাসি মুখে বাড়ি ফিরলে,
ডাক্তারের খুশির ভাষা বোঝে কয়জন?

-


7 APR 2020 AT 23:54

মন্দির মসজিদ গির্জা এদের আজ বন্ধ ফটক,
খোলা শুধু ডাক্তার আর বিজ্ঞানের দরবার।
ধর্ম সভা জাতি ভেদাভেদ ছাড়ো এবার এইসব নাটক,
শিক্ষার আলোকে আলোকিত হোক সমাজ এটাই দরকার।
রাম-রহিমের ঝগড়া ছেড়ে করো হাসপাতালের জন্য লড়াই,
এই যাত্রায় বেঁচে গেলে কোরো বিজ্ঞানকে নিয়ে বড়াই।

-


2 JUL 2019 AT 14:46

★ ডাক্তারবাবু ★

বিলেতে যায় স্বজন ছেড়ে
স্বপ্ন করতে জয় ।
আমি তুমি কেইবা জানি
কেমন তার দুঃখের কুঁড়েঘর ..!!

জানা অজানা কত কি নাম
যতসব ঔষধ আর রোগের
ক্লান্তি ভুলে করে পরিশ্রম
মাথায় রাখে সেই জটিল সব নামধাম।

বস্তি হয়তো রাস্তায় কিংবা ডাস্টবিন
সবখানেতেই তাদের বাস ...
বলো দেখি কেমনে
পিছাছুটাই তাদের থেকে ?!?

ডাক্তার মানে সেতো, মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান।
অসুখ-বিসুখ যাহাই হোক
ভয় কিসের ! আছে তো আমাদের সেই ভগবান।।

-