কালো চোখের সাদা মন,
আড়ালে আড়াইয়ের চাল;
নিঃস্ব প্রেম..খেলা "শেষ"!
-
তোর শহর জুড়ে নামুক বৃষ্টি,
ভালোবাসা বয়ে যাক তোর শরীর জুড়ে ।
আজ শহরের স্মৃতির বৃষ্টি,
শুরু হোক পুরনো খেলা নতুন করে সৃষ্টি ।।-
স্মৃতি
—কুনাল চক্রবর্ত্তী
চোখ বুজলেই ওরা আসে।
কেউ ফিসফিস করে কেউ বা চিৎকার করে,
কেউ হেলে-দুলে কেউ সটাং দৌয়ুর মারে।
ওরা অন্ধকারেই আসে।
আমিও একদিন খেপে দুয়ার দিলাম এঁটে।
তবুও ওরা এলো নিঃশ্বাসে-প্রশ্বাসে, বালিশে চাদরে।
কত সেধেছি, কত বকেছি,
পাগলের মতো কত রাত জেগেছি।
থেকে থেকে তবু ওরা আসে,
প্রতিরাতে আমার সাথে ওরা খেলতে ভালোবাসে।-
আঁধার কালো ঘন মেঘে, ফেলে আসা রাত জাগা অপেক্ষার নতুন দিনে,
সোহাগী ঠোঁটের কোণে, ভালোবাসার খেলায়- মেতেছে এখন সেপ্টিপিনে।
লজ্জার নেশাগুলো হারিয়ে যায় তখন শুধু আরামদায়ক বালিশের সুখে;
নিকোটিনে ভরপুর মাতাল শরীরগুলো ক্ষমতা দেখানো অস্বস্তির অসুখে।।
-
পিছুটান ? আকাশি মেঘে সিক্ত নিত্য দীর্ঘশ্বাসেরা ,
পুরোনো অভ্যাস ভুলে লুকায় জলরঙের খেলা !-