Tanmoy Chowdhury  
467 Followers · 51 Following

Joined 22 January 2020


Joined 22 January 2020
10 JUL 2020 AT 0:14

বিজ্ঞান কুম্ভজ্ঞানী, গণিতটা চঞ্চল
ভূগোলটা উদভ্রান্ত, পদে পদে গন্ডগোল
প্রেয়সীর প্রাণরসে সাহিত্যের সুরাপান
শব্দের জলকেলি, পুরাণের ব্রহ্মজ্ঞান
পুরাতন চৌকাঠে সময়টা অভিমানী
ইতিহাস হল আমার দ্বিতীয় জননী
অতীতের মৃতস্তুপে পচাগলা গুপ্তধন
বেরসিক ,অহংকারী, কুৎসা হাজার হাজার
যুগান্তরের বোঝা কাঁধে, সভ্যতার ডাস্টবিন
ব্যর্থতা আগলে রেখে নস্টালজিয়ায় অমলিন..

ভালোবাসা বিপরীতার্থক, গাম্ভীর্যে আকর্ষণ
পাহাড়ের গুহা থেকে করে মহাকাশ বিচরণ
যুক্তি সাজিয়ে গল্প, তবেই না পূর্ণ জ্ঞান
জ্ঞানের সকল চরিত্র নিজগুণে সাবলীল
আমার হৃদয় তবে তোমার ওই শ্রেষ্ঠত্বের অধিষ্ঠান।
Tanmoy chowdhury



-


25 JUL 2021 AT 3:17



পরিযায়ী বেশে এসেছিল যে হারিয়ে গেছে
ওই নক্ষত্রদের অপরিচিত শহরে
মোমবাতির শিখা জ্বলছে আপন মনে
তবে উষ্ণতার অনুভূতি নগণ্য
বহুদূর থেকে ভেসে আসা পরিচিত সুর
হাতরে চলে নীরবতা
আর,
অতি পরিচিত এক‌ জংলি সুবাস
নিখোঁজ.... নাকি পলাতক
এক হাসনুহানার রাত
তার অস্তিত্ব
না হয় অপরিচিতই থাক.......
Tanmoy Chowdhury





-


19 JUL 2021 AT 5:12


হিসাবের খাতায় অগুনতি ভুল নিয়ে নিজের সাথে লড়াই চলে রোজ
জিততেই হবে শেখায় জীবন দিয়ে খুশির খোঁজ।

-


19 JUL 2021 AT 4:44

রজনীগন্ধার বুকে লুকিয়ে রেখেছি তোমায়, মনখারাপ
আচমকা বজ্রপাতে পেওনা তুমি ভয়
অন্ধকারে ডুবে যেতে যেতে ভুলে গেছে সবাই
সুখের অসুখ যে চরিত্রদোষী
এক জন্মে সে আপন কারও নয়...

-


15 JUL 2021 AT 21:19


ব্যর্থতার অলিগলি, হোঁচটের কাঁটাদাগ, তারুণ্যে উন্মাদ
প্রতিশ্রুতি সুগন্ধে নিশ্চিন্তে কবরে শায়িত

অবেলার বৃষ্টি হানে নীরবতায় আঘাত
আতিশয্যের অভিনয়ে... নিজস্বতাই অস্বীকৃত

-


15 JUL 2021 AT 3:20


অপেক্ষা পুড়ছে মনের ঘরে
দিগন্তরেখায় অর্বাচীনের মত
বাসন্তীরাঙা গোধূলিবেলায় তারাময় স্মৃতির আকাশ
কেই বা বুঝতে চায়?? সন্ধ্যাতারার ক্ষত।

-


11 JUL 2021 AT 21:12


নিরবতায় আদর জড়িয়ে রাখা মুহূর্তরা , চুপ
স্পর্শকাতর হয়েও ভীষণ ছোঁয়াচে... ভালোবাসা অবুঝ...

-


9 JUL 2021 AT 19:25

বৃষ্টি বিঘ্নিত একরাতে, দিদির বিয়ের বাজার সাথে
নিঝুম নিস্তব্ধ স্টেশন চত্বরের সিঁড়ি ভেঙে কিছুটা আসতেই কানে এল মৃদু কোলাহল , অস্থিরতার শিকলে ক্রমশ ভারী হয়ে আসছিল পা এমন সময় শুনতে পেলাম,"বাবু উঠে এসো , কাঁঠালতলা যাবে তো""।
মিনিট তিনেকের পথ, ভাড়া মিটিয়ে দিতে গেলে হেসে বললে"তুমি তো আমার রাতের অতিথি", আমার ভাগেরটা না হয় ওই অভুক্ত সারমেয় গুলোকে খাইয়ে দিও।
পরের দিন সকালে জানতে পেরেছিলাম, দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল এক বৃদ্ধ রিক্সাওয়ালা, সেই অপরাধীরা হয়তো আজও শাস্তি পায়নি.....

-


1 JUL 2021 AT 20:50


কালশিটে আঁচড়ে দাগ , বেআব্রু হিংস্রতায়
নগ্নতায় চায় প্রতিনিয়ত
স্বাধীনতা বড্ড আত্মাভিমানী
বেশ্যা বলেই আখ্যায়িত....

-


28 JUN 2021 AT 21:37

আবার নামবে বৃষ্টি,
মেঘের পারদ গলনে দুর্বল হবে অভিমান

নরম মাটির বুকে সেদিন থাকবে পায়ের ছাপ,

ফিরে যেও
নিঃস্বার্থ কায়ায়,
সঙ্গীহীন থাকুক প্রতিবিম্বিত আত্মসম্মান।।




-


Fetching Tanmoy Chowdhury Quotes