কিছু নীরবতার প্রশ্ন থেকে যায়। কিছুটা আলো কিছুটা পথের দিশা দেখায়। কিছুটা অন্ধকার অনেকটা দিশাহারা করে দেয়। ভালোবাসা এমন একটা জিনিস, অনেকটা আশা- ভরসা রাখার পরেও, ভালোবাসি বলেও ভালো থাকা আর হয় না। সেও আমাকে ভালোবাসল। কিন্তু সে আমার হলো না। সেও আমার হাত ধরলো। কিন্তু শক্ত করে ধরলো না,আলগা রেখেই ছেড়ে দিলো। এই রকমই কিছু কবিতা নিয়ে আসা আমার এই প্রথম কবিতার বই 'প্রেমিকা'। সবার কাছে এই বার্তা-ই রইলো,আসছে বইমেলায় সকলের সাথে দেখা হচ্ছে। আর 'প্রেমিকা'ও পড়ে দেখার জন্য। বাকিটা ক্রমশ প্রকাশ্য।
-
বহুদিন যাইনি সবুজ ঘন বনের প্রান্তরে,
শুকনো পাতার গন্ধ ছুঁয়ে যায় অন্তরে।
সবুজ ভরা নিস্তব্ধতায় মানবজাতির গুঞ্জন,
নীলাময় আকাশে পাখিদের নির্জন।।-
দ্বিতীয় বার চিন্তা করে আমার বুক পকেটে আসবে না,
কারণ আমার নিঃস্বার্থ ভালোবাসায় কোনো জামিন নেই।-
দ্রুত পায়ে এগিয়ে যাওয়া নতুন নতুন খোঁজে,
পথের সাথেই প্রতিবন্ধকতা সংকল্পের ভাঁজে।
লক্ষ্যে যাওয়ার পথে এখন, ঘুরে দেখবোনা পিছু;
এখন আমার যা আছে, তা অতীতের চেয়েও অনেক কিছু।।
-
এখন আমি তোমার কাছে উপেক্ষিত জড়,
তুমি এখন বাসা বুনেছো অন্য কোনো সুরে
অহংকারে জর্জরিত বিচ্ছিন্ন সম্পর্কের পরিহাস,
রাগিনী সেজে স্পর্শ করা অন্য কোনো শরীরে।।
-
আমরা প্রেমটাকে ছোট্ট ছোট্ট করে সাজাই,
তোমরা অজুহাত দিয়ে বিচ্ছিন্ন হতে চাও।
সম্পর্কগুলো আলগা হয় রোদের আঁচের টানে,
এইসব ভিন্ন প্রেমের খেলায় অভিনয় করে কি পাও?-
যেমন ভাবে ভেসেই চলেছে শান্ত গভীরে চোখের জল,
তেমন ভাবেই পুড়ছে শরীর বিষাক্ত তপ্ত প্রেমের দাবানল।-
অচেনা পথের বাঁকে হেঁটেই চলেছি,
ভিড়ের গভীরে কোথায় পাবো ঘর।
হারিয়ে যাওয়া অজানা ছদ্মবেশে,
এখন আমি নিতান্তই সুপ্ত যাযাবর।।-
আমি যতবার জটিলভাবে কিছু চিন্তা করেছি নানা দিকের বাঁধায়,
তোমার কাছে তা খুব সহজেই সরলতা-প্রবন্ধের চমকপ্রদ ধাঁধায়।
মনের মধ্যে হাজারো ভাবনা অস্থিরতায় চলে যাওয়া অন্য দেশে,
সহজেই আমায় কঠিন সরলতায় বুঝিয়েছিলে সত্যতার অনুপ্রবেশে।।
-