-
পথ চলতে চলতে জ্ঞান গুন করেছে বেশ অর্জন,
যোগের অঙ্ক তাই করেছি বর্জন,সবীই ভুলে দিয়েছি বিসর্জন।
-
অগোছালো এক রাত্রি শেষে কলমে জমেছে ক্লান্তি,
আবছা আলোর বিষণ্ণতায় মনের ঘরে অজানা ভুলভ্রান্তি।-
নিরুদ্যম স্মৃতিগুলোকে মনের ডাইরিতে আত্মগোপন করা প্রয়োজন ,
মানুষের সীমানার ভিতরে ক্লান্তির ছায়া দূরীভূত হয় তখন !-
লিখতে লিখতে অলিখিতই থেকে যায় গল্পটায় ।
বিরামচিহ্নে ক্লান্তি ছিল, তাই পূর্ণচ্ছেদ পড়েনি শেষটায় ।-
পূর্ণচ্ছেদ পড়ার ভয়ে আমি শব্দ সাজাই না আর ,
শুধু হৃদযন্ত্রের বিরামহীনতা লেখে গল্প বেঁচে থাকার...-
স্নানবেলা ঘুমোয় নিঝুম বেড়াল
ঘামে ভেজা সুখী কিছু সন্ধ্যে যা কেউ ভোলেনা - নাজেহাল ;
আজকাল ডেকে যায় হাতছানি দিয়ে
সুখের সাথে শোক আর প্রেম মিলিয়ে
এক এক্কে এক দুই দুগুনে চার
শুধু নামতা গুনেছি আর
পাল্লা দিয়ে পেকেছে চুল
বসন্ত এখনো তোমার মতোই ক্ষণস্থায়ী একটি ভুল
ছন্দমেলানো কবিতা লিখতে গিয়ে ক্লান্তিতে
কবিতা তোমায় আছড়ে ফেলেছি শক্ত জমিতে
আর লিখতে পারবোনা
কোনোমতেই পারবোনা
কবিতা এবার তুমি আমায় ছেড়ে যাও
একটু শান্তিতে ঘুমোতে দাও আমায়
সুখে থাকা ক্রোধে থাকা বিষাদ যত
এবার ঘুমিয়ে যাক ত্রুটিপূর্ণ বোমার মত।।-
সময়ের অভিযোজনে বিরহ আজ আপডেটেড;
প্রেমিক বেড়িয়েছে নতুনের খোঁজে।
ক্লান্তি এখন মেটায় গ্লুকোজ,
চুম্বন, সে তো শরীর বোঝে।।
-
চরিত্র সমাবেশে ভারাক্রান্ত শব্দবিন্যাস একটু থামতে চায়,
কাহিনী অন্তিমে মিলনের স্বপ্ন দেখে নতুন পঙক্তি সাজায়।-