QUOTES ON #কাঠগোলাপ

#কাঠগোলাপ quotes

Trending | Latest
7 MAR 2021 AT 14:10

কাঠগোলাপ আর সপ্তর্ষিমন্ডল
ডানা মেলে উড়ছে,
ওদের আটকাই কী উপায়ে?

সময় যদি থমকে যায়,
দু-হাতে আমি ফাগুন মেখে'নি
বিপ্লবে মন ভরে না,তাই
তারা গুনে গুনে আলো মাখি খানিক'টা ।

আমার অপূর্ণতা পূর্ণতা পায় কাঠগোলাপ আর সপ্তর্ষিমন্ডলে ।

-


11 MAR 2020 AT 19:10

অবান্তর রুপকথা'রা রোজ পরিত্যক্ত ঘামে...

-


12 MAR 2020 AT 2:30

স্নেহাতুরের লেখ্য ঠিকানায় সৌগন্ধ ছড়াবো তোর নামে।

-


21 JAN 2021 AT 10:26

আবেগগুলো ভাসে খোঁপার কাঠগোলাপে.....

-


7 JAN 2022 AT 20:47

মন ভাঙা কোনো এক বিকেলে
কাঠগোলাপের রুক্ষতায়
একরাশ গান ঝরে পড়ুক
রাশভারী, বদ্ধ মেজাজের
একঘেয়েমি কাটিয়ে উঠতে...।।

-


19 JAN 2021 AT 20:09

তুমি যাওয়ার পরে
দেওয়াল লিখন মুছে ছিলো আমাদের সংলাপ,
ছাতিম গাছের নিচে শুধু পড়ে রইলো
একখানা মৃত কাঠগোলাপ।

-



জাগবে হঠাৎ চেতনা কাষ্টে সুগন্ধি আতর নামে!

-


26 DEC 2020 AT 11:28

পরের মুখাপেক্ষী হয়ে কাঠগোলাপটা আর হলুদের স্রোতে পা বাড়ায় না
রাঘব বোয়ালের শিকার বোধকরি সহজ ছিল,
হায়! এ কোন বিষাক্ত মায়াজাল
প্রাণের হাতে ভাগ্য ছেড়ে ছন্দ খোঁজা তো স্বভাবের মুখে চুনকালির সম
দিন ঠিক চলে যায় এদিকে ঋতু ধর্মঘটে,
ভাবি নিয়তির নাট্যমঞ্চে উঠতে যাচ্ছে এ কোন জাত মাকাল
বাঁধা চোখে গন্ধে চিনে নেওয়ার শক্তি রক্তে রয়েছে, অগ্নির আঁচ বেগতিক
দমকা হাওয়ায় মিলিয়েছে জগতের ছায়াময় ইতিহাস, তবে ভীতির কারণ পঞ্চভূত
বুক চিতিয়ে সাঁতার দেওয়া পাঁজর নিজেই অজ্ঞাত জোয়ারের আভাসে ভীত
বেড়াজাল ভেঙে ফেলে নিরবতা কেন বেছে নেবো! নিজ নকশা তো বড্ড নিখুঁত।

-


29 MAY 2021 AT 10:24

মৃতপ্রায় প্রহর গুলো ভীষণভাবে সঙ্গীহীন
কাঠ গোলাপের ভালোবাসা অপেক্ষাতে গুনছে দিন।

-


12 MAR 2020 AT 10:51

চিলেকোঠায় জীবন গড়ি ছদ্মবেশীর বেশে!!

-