-
ডিয়ার কাজল,
সমাজ বলে-- তোকে ছাড়া নাকি আমাকে তাদের আয়নায় দেখতে ভীষণ অসুস্থ লাগে.. কষ্টে জর্জড়িত লাগে,তোকে বেশি করে লাগালে নাকি আবার পশ্চাতে তকমা ছুঁড়ে মারে "বেশ্যা" ! সুর্মা,কালি--তোর বিভিন্ন নামে নাকি ফুটে ওঠে পুরুষদের আকৃষ্টময় জৈলুস হৃদয়...প্রকৃতির দেওয়া দু-চোখের মহিমা 'টানা-কালো-চোখে' পরিণত হয়--বই, সিনেমা,জীবনের নানান নাট্যমঞ্চে। সে সবের বিশ্লেষণ সত্যিই বড় অস্পষ্ট আমার আয়নায়। বিশ্বাস করি, তুইই একমাত্র পারিস চোখের নিচের কালশিটে কালো গুলোর সমীকরণ চাপা দিয়ে এক রেখায় রাত্রের বালিশ ভেজানো অঙ্ক গুলো এক লাইনে "স্ট্রং-বোল্ড,কিছুই হয়নি" ব্যক্তিত্বে পরিণত করতে।আমি অন্তত তোকে পরলে তেমনই অনুভব করি।এভাবেই পাশে থাকিস,যাতে
একফোঁটা দুর্বলতার আঁচ আঘাত দেওয়ার জন্য ওট পেতে
বসে থাকা মানুষ গুলো হঠাৎ নিরুদ্দেশের খোঁজ না পায়।
ইতি এক নিশাচর কালশিটে চোখ-
প্রথম দর্শনে কতখানি প্রভাব পড়তে পারে তা তো সেই দিন বুঝেছিলাম যেদিন তোমায় প্রথম প্রত্যক্ষ করেছিলাম।না সম্মোহিত হয়ে গিয়েছিলাম এমনটা বলব না! কিন্তু এটা ঠিক মনের অন্দরে তার একটা গভীর প্রভাব অবশ্যই পড়েছিল।ভাবতে বাধ্য করেছিল আমায় আবার নতুন করে!কোনোদিন প্রেমে আর পড়ব না শপথ নেওয়া আমিও সেদিন কেমন যেন তোমার ভাবনায় নিজেকে বিলীন করে ফেলেছিলাম।
তারপর কেমন যেন আকস্মাৎ সব কিছুর পরিবর্তন হল।সম্পর্কটার পরিচয় বদলে গেল!অচেনা - অজানা থেকে প্রথমে বন্ধুত্বের সূত্রপাত,তারপর সেই বন্ধুত্বের একটা চেনা বাস্তবায়ন।
সেই যে প্রথম তোমায় খোলা চুলে দেখেছিলাম,সেই যে এক মাদকতাময় সুবাস! সত্যি সেদিন তুমি অপূর্ব সুন্দরী রূপে প্রতিভাত হয়েছিলে।না না অধিক রূপের প্রয়োজন নেই।সামান্য ছোটো ছোটো দর্শনেই প্রেম দানা বাঁধতে শুরু করে।
এখন তুমি আমার কাছে যে রূপে প্রতিষ্ঠিত,জানি সেই রূপ একদিন পরিবর্তিত হবে।যেদিন মাথায় শাড়ির আঁচল ঢেকে,সিঁথিতে সিঁদুর পরিহিতা হয়ে চোখের ঘন কালো কাজলের মায়াবী আকর্ষণে আমাকে সম্মোহিত করে তুলবে!বাড়ির প্রাঙ্গণে তুলসী মঞ্চের সম্মুখে দুই নয়ন বন্ধ করে তুমি যেই মুহূর্তে সান্ধ্য প্রনামে নিমগ্ন হবে,আমি দেখব তোমায় আমার সমস্ত ধৈর্য্য সহকারে,গুনগুনিয়ে উঠব," কলঙ্ক নেহি ইশক হ্যায় কাজল পিয়া.!"-
অ' মোৰ কাজলপ্ৰিয়া,
জানানে তোমাৰ এপলক দৰ্শনতো হয় পগলা হিয়া..
জগতৰ সমস্ত ক'লাৰে আবিৰ সনা চকুযুৰিক
অনুসৰণ কৰো প্ৰতি মাতাল সন্ধিয়া ;
চান্দমাৰি ষ্টপেজত Royal Enfieldত বহি
যিমান পাৰি সিমান 'natural look' এটা দিয়াব চেষ্টা কৰো
আৰু তুমি কাষেৰে পাৰ হৈ গ'লে গুনগুনাওঁ -
"তুমি দুচকুতে কাজল ল'লে
তুমি দুবাহুতে দুবাহুত হ'লে..."-
বাঁধিস আমায় মায়ার বাঁধনে,
তোর কজ্জল পলকে;
সোহাগ ছোঁয়া দৃষ্টি ঝরাবো,
হবো দিশেহারা পুলকে।-
হৃদয়ের রঙে রেঙেছে লিপস্টিক, কাজল মাখানো উন্মুক্ত চুল
দুচোখ বেয়ে লাজ নামলে, তোমার সৌন্দর্য্যে পথ করি ভুল।-
স্মৃতির পাহাড় থমকে গেছে,
চোখের কালি আয়নায়।
বুকের ভেতর মেঘ জমলে,
কাজল দেখা যায়না।।-
বার্ধক্যর বাহাত্তর (৭২) এও তোমাকে দেখে হৃদয় ছোটে।
কাজল চোখে , রেগে একবার বলো মিষ্টি খেও না ডায়বেটিস হবে ।।-
যখন বার্ধক্য মোদের চুলের পাকে ধরা দেবে,
তোমার অশক্ত হাত তখন,আমার চোখের কাজলজলে ছোঁয়া দেবে!!-
পটে থাকা কাজল আমি,
চোখে লেপ্টে থাকি!
দুঃখ শুষে কাজলরেখায়,
ভালোবেসে থাকি!-