সবটাই কেমন এলোমেলো
আগের সাথে আর মেলে না,
স্মার্টফোন আর পাবজী গেমে
ঠাকুমার ঝুলি আর চলে না...
-
।। সময় কেন এখনো একইরকম....
" ছন্দপতন "
বদলায় দিন বদলায় রাত.....
থেকে যায় শুধু "আঁখির বৃষ্টিস্নাত" ।।-
অগোছালো সব ঘরময় আমার;
এলোমেলো হয়ে আছে।
একটা দামি স্বপ্ন ছিল;
সেটা কোথায় হারিয়ে গেছে?-
জীবনের প্রতি টা মুহূর্ত আজ এলোমেলো গল্পের মতো,
জানিনা ঠিক কি কারণ তার, কিন্তু হ্যাঁ এটা জানি তোর ওই আমাকে পুরোপুরি এলোমেলো করা টা আজ ভীষণ প্রিয় আমার কাছে।
আমিও চেয়েছিলাম তুই যেভাবে আমাকে এলোমেলো করছিলিস ঠিক সেভাবেই তোকেও এলোমেলো করি, আর নিজের মতো একটা এলোমেলো জীবন এর গল্প লিখি।
হ্যাঁ সেটা সত্যি অসম্ভব আমার কাছে, তুই ঠিকই আমাকে এলোমেলো করেছিলি কিন্তু আমি পারলাম না ।।
-
বর্ষা ফিরে এলে শহরতলিতে,
পোয়াতি মেঘেরা অনায়াসে ঝরে যেত।
যে উত্তাপে পুড়িয়েছ তুমি কবি,
সত্যি বলো,
এ অসময়ে ছেড়ে চলে যাবে নাতো।
-
এলোমেলো জীবনাসম্পন্ন ব্যাক্তির এলোমেলো বিছানা গোছানো কেবল এক নিছক বিলাসীতা মাত্র।।
-