QUOTES ON #এলোমেলো_জীবন

#এলোমেলো_জীবন quotes

Trending | Latest
1 JUN 2020 AT 22:21

সবটাই কেমন এলোমেলো
আগের সাথে আর মেলে না,
স্মার্টফোন আর পাবজী গেমে
ঠাকুমার ঝুলি আর চলে না...

-


8 JUN 2022 AT 15:50

।। সময় কেন এখনো একইরকম....
" ছন্দপতন "
বদলায় দিন বদলায় রাত.....
থেকে যায় শুধু "আঁখির বৃষ্টিস্নাত" ।।

-


23 APR 2020 AT 11:19

॥🍁 এলোমেলো কিছু ভাবনা গাঁথা রইল ক্যাপশনে🍁 ॥

-



এলোমেলো জীবনটা এখন অভ্যেস
গোছাতে গেলেই বড্ড অচেনা লাগে

-


22 JUL 2019 AT 22:15

অগোছালো সব ঘরময় আমার;
এলোমেলো হয়ে আছে।
একটা দামি স্বপ্ন ছিল;
সেটা কোথায় হারিয়ে গেছে?

-


24 OCT 2019 AT 1:38

জীবনের প্রতি টা মুহূর্ত আজ এলোমেলো গল্পের মতো,
জানিনা ঠিক কি কারণ তার, কিন্তু হ্যাঁ এটা জানি তোর ওই আমাকে পুরোপুরি এলোমেলো করা টা আজ ভীষণ প্রিয় আমার কাছে।
আমিও চেয়েছিলাম তুই যেভাবে আমাকে এলোমেলো করছিলিস ঠিক সেভাবেই তোকেও এলোমেলো করি, আর নিজের মতো একটা এলোমেলো জীবন এর গল্প লিখি।
হ্যাঁ সেটা সত্যি অসম্ভব আমার কাছে, তুই ঠিকই আমাকে এলোমেলো করেছিলি কিন্তু আমি পারলাম না ।।

-


24 NOV 2019 AT 21:55

বর্ষা ফিরে এলে শহরতলিতে,

পোয়াতি মেঘেরা অনায়াসে ঝরে যেত।

যে উত্তাপে পুড়িয়েছ তুমি কবি,

সত্যি বলো,
এ অসময়ে ছেড়ে চলে যাবে নাতো।

-


15 SEP 2023 AT 11:50

এলোমেলো জীবনাসম্পন্ন ব্যাক্তির এলোমেলো বিছানা গোছানো কেবল এক নিছক বিলাসীতা মাত্র।।

-