May this new year bring happiness and joy to everyone on our team.
- S P CONSTRUCTION
-
May the divine blessings of Eid bring happiness, harmony, and prosperity to your life and workplace. Eid Mubarak to you and your family!
- S P CONSTRUCTION-
বুকের ভিতর ভিসুভিয়াস তবু..
স্মৃতি ছুঁয়ে থেকো আবেশে।
ভালোবাসি বলে দাও এইবার,
যদি সময় ফুরিয়ে আসে শেষে।-
প্রতিটা মানুষের জীবনে এমন একটা প্রেম থাকুক
যে মানুষ টি "তুমি বেটার কাউকে ডিজার্ভ করো" এহেন মিথ্যে অজুহাতে দূরে চলে যাবে না।
বরং "আমি তোমার চাইতে বেটার কাউকে নয় বরং তোমাকেই চাই" এমন মিষ্টি ছুতোয় সারাজীবন সাথে থাকবে।-
লাশের স্তূপ দেখেও তবু,
মানুষের জাগেনি তো অনুতাপ।
পৃথিবী তুমি আবার সেরে ওঠো,
ঝেড়ে ফেলে দিয়ে সকল অভিশাপ।-
বসন্ত চলেই গেলো, যেভাবে বিনা নোটিশে হঠাত একদিন শহর ছেড়ে চলে যায় প্রাক্তন।
-
রাজার কুমার রাজপুত্তুর রূপকথাতেই থাকে,
মনের মানুষ সেই,যে জন আগলে তোমায় রাখে।।-
ডার্কসার্কেল ঢাকছি রোজই কনসিলার আর উবটানে,
মনের কালো দূর হবে না, অন্য কোনো রূপ টানে।
-
বর্ষা ফিরে এলে শহরতলিতে,
পোয়াতি মেঘেরা অনায়াসে ঝরে যেত।
যে উত্তাপে পুড়িয়েছ তুমি কবি,
সত্যি বলো,
এ অসময়ে ছেড়ে চলে যাবে নাতো।
-