নিঃশব্দ
দিনরাত নিঃশব্দে কতো কিছু হারিয়ে যাচ্ছে,
কেও নিঃশব্দে লিখছে গান আবার কেও নিজের চরিত্রে আঁকছে অভিমান।
কেও আবার নিঃশব্দে চোখের কোনে জল নিয়ে বসে আছে অন্যের অপেক্ষায়।
কেও আবার নিঃশব্দে জীবনের শেষ বৃত্ত থেকে বেরিয়ে বাঁচতে চাইছে নতুন করে।
নিঃশব্দে কতো প্রাণ ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে জীবন।
আমরা কেও কারোর খবর রাখিনা, রাখি শুধু নিজের কষ্টের উপন্যাস।
মৈত্রী's অ্যালবাম🕊️-
Fb I'd 👉 মৈত্রী চৌধুরী
শুধু ভালোবাসা থাকলে হয় না প্রিয়।🍂
ভালো রাখতে জানতে হয়, প্রতিটা ক্ষেত্রে বিশ্বাস আর আগলে রাখতে জানতে হয়।😌
কেয়ার যতোই করো এমন কিছু ছোটো ছোটো কারণ থাকে যেগুলোর জন্য উল্টো পাশের মানুষ টা খারাপ পায় বা সেইসব কিছুর জন্য সম্পর্ক ভেঙে যায়।🥀
কেয়ার হয়তো তুমি তার করো, কিন্তু 100% দিয়ে করতে পারো না। দেখিয়ে দেখিয়ে কিছু হয় না বস্ মন দিয়ে ভালো রাখতে জানতে হয়।🤞🏻
মুখে মুখে বলার পর ই যদি সব হয়ে যেতো তবে তো দুনিয়াতে সবার জীবনই সুখের হতো।🌼-
আপন ভেবে নিজের কিচ্ছু ত্যাগ করা শুধুমাত্র সেই মানুষটাই বোঝে তার কাছে কতটা কঠিন সেটা,
বাকিরা তো খেলার ছলে অন্যের কাছে কবিতা লেখে।। 😇❤️-
প্রেমিক সেই সকাল তোমায় ছোঁয়ার বাহানায়,
সকালের সোনালী রোদ তোমার মুখ মেখে রঙিন হয়।
তার ভালোবাসা তোমায় কাছে টানে,
আর শুরুটা তোমায় নিয়ে তৈরি করে।।-
প্রেমিক তোমার ভালোবাসা সকাল সেরা,
সেই সকালজুরে পাখিদের মধুর ডাক
আজও প্রেমিক তোমার কথা মনে করায়।
সকাল গুলো ব্যার্থ তোমায় ছাড়া মনে হয়।।-
চাইলেই সব স্বপ্ন পূরণ হয় না,
চাইলেই সব হাতে হাত রাখা যায় না
চাইলেই সব আশা ভরসা নিজের করা যায় না।।-
লাল আবিরের লাল গন্ধ তোমায় বড্ডো কাছে টানে আজও,
ভালোবেসে ভিড়ে যাওয়া মুক্তার পথ - আজ সেও তোমায় ভালোবাসে।
ভালো থাকিনা বলে ভালোবাসা তোমায় ব্যার্থ করে তোলেনি আজও,
বরং ভালোবাসি বলেই - তোমায় ভালোবাসা বদলায়নি এখনও,
আজও ভালোবাসি বলেই তোমার প্রতি ভালোবাসা জেগে ওঠে -
ভালোবাসি বলেই ভালোবাসতে ইচ্ছে করে।।-
প্রথম তোমার সেই চাহনি
আমার নতুন করে ভাবায়,
আর বোঝায় তুমি তার কাছে কতটা দামী।।-
চরিত্রহীন নামক শব্দটি আজও কারোর কবিতার ছন্দে গেঁথে যাওয়া নতুন অগ্নীপিন্ড।।🥀
-
তুমি সেই পাহাড় কে ভালোবাসো যে তোমায় কাছে টানে?
নাকি সেই পাহাড় তোমার ভালোবাসা বুঝেও অবুঝ মনে খুঁজে বেড়ায় অন্যের পাহাড়?-