তুমি ভাসিয়ে নিয়ে যাও,
এই একরাশ অভিমানের ভেলা।-
Nabanita Rakshit
(শেষের কবিতা)
158 Followers · 5 Following
।।নিজের কলম এমন করে তৈরী করো যেনো কোনো দিন না থামে।।
Joined 13 January 2019
27 MAR AT 14:42
সময়ের সাথে সঙ্গো দিয়ে দূরত্ব বজায় রাখতে সক্ষম হলেও,
আমার প্রতি তোমার অবহেলা সহ্য করতে আমি একদম অক্ষম।-
27 MAR AT 10:46
ঘুম,
প্রতিটি রাত তুমি আমার চোখে থেকো।
ঘুমহীন চোখ জানে,
অনিদ্রার রাত ঠিক কতটা দুঃস্বপ্নের মতো।-
26 MAR AT 9:16
।। ব্যস্ততাতে যে কি আনন্দ আছে, তা সেই মানুষটাই জানে যে হাজার মানুষের মধ্যেও একা।।
-
26 MAR AT 9:07
অপেক্ষারত পথটাও আজ আবছা হয়ে গেছে।
বছরের পর বছরের,
অপেক্ষাটাও আজ ব্যর্থ হয়ে গেছে।
-
25 MAR AT 16:07
জীবন চলে যায় নিজের তৈরি লাইনে।
আমরা চাইলেও তা বেলাইন করতে পারি না।।-