QUOTES ON #উষ্ণ_ঠোঁট

#উষ্ণ_ঠোঁট quotes

Trending | Latest
7 DEC 2019 AT 21:38

কংক্রিটের শহরে আজ প্রেম নেমেছে বসন্তকে সঙ্গী করে,
পুলকিত আমি শরীর ভেজাব তোর ভালোবাসার আদরে।।

-


9 APR 2020 AT 0:29


মননে যার বাস রাত্রির গভীরতায় সে ঘুমায় শান্তভাবে
প্রত‍্যেকটা গভীর রাতে কাঁটা বেঁধার যন্ত্রনা অনুভব হয় তার উষ্ণ স্পর্শের অভাবে ।
এ কী যাতনা নাহি জানি ,,
স্বপ্নে তাকে আলিঙ্গন করে তার লতির ঘ্রান পাওয়া ,,
প্রকৃতিও বদলাচ্ছে আবহাওয়া ।
দুপুরের তপ্ত রোদে শুষ্ক ঠোঁট আলিঙ্গন করতে চাই
তোমার দুয়ারের শরীর যেন পূর্ণতা পাই ,,
প্রিয় তোমার ভালোবাসাতে মন উদ্ভাসিত ,,
তোমার কাছেই এই উষ্ণ ঘ্রান আশাকরি থামবে ,,
এই গাল রক্তিম ছোঁয়া পাই , ঠোঁট কাঁপে থরথর
এই চোখে উষ্ণ আভা , শরীর বেয়ে ঘামের আভাস
তোমার কাছেই যত চাওয়া পাওয়ার প্রকাশ
অন‍্য পুরুষ দেখলে চোখ নামিয়ে সে চলে
কিন্তু তোমার কাছে প্রিয় এসে এই আঁখি যেন পলকের আড়ালে মনের ইচ্ছা বলে ,
নীরবে তোমার শরীর ছুঁই মাখি তোমার আদর ,,
বাস্তবতাতে না পেলে স্বপনেই অনুভব করি তোমার নাভির গহ্বর ।
হ‍্যাঁ কলঙ্কিত তোমার শরীর ছুঁতে চেয়ে ,,
সমাজ বলবে : কি অভদ্র মেয়ে !!
তোমার ওই পায়ের পাতায় এই পা গিয়ে থামবে
কোনো এক বৃষ্টির দিনে তোমায় অতীতের কথা বলতে গিয়ে আলিঙ্গন করে জল ঝড়াবে ,,
তুমি কি থামাতে প্রিয় উষ্ণতায় ভরিয়ে ঠোঁটৈ আলিঙ্গন করে আমার কোটি তুলে ধরবে ??
- সংযুক্তা ঘোষ

-


1 NOV 2019 AT 20:46

তোমার উষ্ণ ঠোঁটের ছোঁয়াই উষ্ণ কথায় ফেঁসে,
সমস্ত অভিযোগ যাই ভুলে শুধু তোমায় ভালোবেসে।

-


7 MAR 2020 AT 18:00

এক কাপ চায়ে উষ্ণ চুমুক প্রেমিকের চুম্বন
ঠোঁটের ডগায় ঠোঁট ছোঁয়াতেই পারদ চড়ায় আলিঙ্গন..

-


5 JUN 2020 AT 1:10

ক্ষতে মোড়া মলিন দেহ,কাফন খুঁজে বেড়ায় ;
উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতে,মিথ্যে গল্প সাজায়..!!

-



যে আজ তোর ঠোঁটের স্পর্শে
স্পর্শিত হওয়ার জন্য ব্যাকুল।
সেও যে তোর ঠোঁটের অপেক্ষায় অপেক্ষারত।
সে যে আর ক্ষনিকের অপেক্ষাও
সহ্য করতে রাজি নয়।

-


2 JUL 2019 AT 9:33

রক্তিম কৃষ্ণচূড়া পাঁপড়ি ছড়ায়,
চির সুখায়িত তোমার আলিঙ্গন ;
চাঁদ জোৎস্না ঢেলে দেয়
তোমাকে জড়িয়ে উষ্ণ চুম্বন ।।

-


8 DEC 2019 AT 9:21

শিশির-সিক্ত হেমন্তের হাওয়ায় হাওয়ায় পাতা যায় ঝরে ঝরে
তোর-আমার আদরবাসা ভালোবাসায় বৃষ্টিমুখর রাত্রিশেষের ভোরে।
-------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

-



উষ্ণ দু-ঠোঁট মায়াবী রাত
হৃদয়জুড়ে আলিঙ্গন
ভেঁজা দু-চোখ নিঝুম রাত
হৃদয়ভেঙ্গে বিসর্জন

-