Mousumi Khatun   (Mou)
82 Followers · 49 Following

Joined 12 October 2019


Joined 12 October 2019
3 APR 2022 AT 11:13

আনাচে কানাচে।
কখনো যদি আসে বিচ্ছেদ ,
দীর্ঘশ্বাসে থাকে যেনো সুখের পরিতৃপ্তি।।

-


12 MAY 2020 AT 1:13

It's something more than friendship but not love.
It's a little infinity between us.

-


28 APR 2020 AT 23:48

~ অভিশপ্ত প্রেম ~

প্রেমের মানে বুঝিয়েছিলে তুমি,
আমি বোধহয় বুঝেছিলাম ভালোবাসা।
কারণ তোমার কাছে প্রেমের মানে শুধুই,
একটি সংলাপ বারবার ফিরে আসা।
শুধু নাম বদলায় চরিত্র দের ভিড়ে,
পরিণতিদের বদল তো নেই কিছুই।
আমি ধ্বংসাবশেষ তোমার প্রেমের টানে,
চাইবো ধ্বংস আসুক তোমার পিছু পিছু।
বাঁচবে সবার ধ্বংসাবশেষ আবার,
শ্যাওলা সাড়িয়ে জীবনী কুড়োবে তারা।
তুমি নাহয় ধ্বংস কুড়িয়ে নিও,
যবে অনুতাপ হৃদয়েতে দেবে ধরা।।

-


6 FEB 2020 AT 19:15

অচেনা কিছু নতুন মুখ আজ চেনা মুখে রূপান্তরিত,
বন্ধুত্বের হাত বাড়িয়ে দেখো জগতটা অনেক পরিচিত।।

-


30 JAN 2020 AT 21:00

আমরা প্রেমে পড়িনা,
আমরা প্রেম করতে চাই!!

-


29 JAN 2020 AT 15:34

বাস্তবেতেও রাখতে চাই শুধুই তাকে,
যদি সে ভালোবেসে কাছে টানে আমাকে ।
তার ভাবনায় বিভোর আমি সারাটা দিন,
ভাবনা ছাড়া জীবন আমার লাগে নেশাহীন।
আমার গল্পের রাজা সে, সেই প্রধান চরিত্র,
তার নামেতেই গল্প শুরু, তার নামেই হোক সমাপ্ত ।
আসুক যতই নতুন মুখ ভূমিকা নিয়ে ভিন্ন,
তাকে ছাড়া আমার গল্প থাকবে অসম্পূর্ণ ।।

--Mou

-


29 JAN 2020 AT 15:24

আমার গল্পের রাজা সে, সেই প্রধান চরিত্র,
তার নামেতেই গল্প শুরু, তার নামেই হোক সমাপ্ত ।।

-


28 JAN 2020 AT 15:58

তোকে ঘিরে গল্প আঁকি,
জানিনা এ স্বপ্ন গুলো আদেও সত্যি হবে কি!!
স্বপ্নে শুধুই দেখি তোর অভিমানী সেই আবদার ,
তুইই কারণ আমার মন খারাপ ভুলে থাকার।
তোর আমার কাছে আশার ছোট্ট এক বাহানা নিয়ে ,
তোর সাথেই হেঁটে চলি স্বপ্নের সেই পথ বেয়ে।।

-


25 JAN 2020 AT 17:57







Someone commented
on your quote.









খুব সুন্দর হয়েছে। আমার
টাও পড়ে দেখতে পারো


-- Mou

-


23 JAN 2020 AT 10:17

তোমায় ছাড়া যে অসম্পূর্ণ এ জন্মভূমি,
ধর্ম নিয়েই ব্যস্ত সমাজ ভুলেছে মানবতা,
ধর্মভীরু কাপুরুষদের মাঝে দরকার যে তোমার মত নেতা।
ফিরে এসো নেতাজী হয়ে আবার এই সোনার বাংলায় ,
রয়েছি বসে বছরের পর বছর তোমার আশার অপেক্ষায়।
স্বাধীন হয়েও পরাধীন আজ দেশের সকল নারী,
তুমিই হে বীর সন্তান দুষ্ট দমন কারী।
পরাধীন এ সমাজ তোমায় চাইছে যে যে বার বার,
তোমার আগমনে কাটুক দেশের সকল আঁধার।।

--Mou




-


Fetching Mousumi Khatun Quotes