গন্ডির বাইরে বেড়িয়ে দেখো
লোকে স্পর্ধা বলবে তোমায় !
ওরা জানেনা তুমি সর্বংসহা
তাই দুর্বল ভেবে কাঁদাই ।
তুমি যত মেনে নেবে তত দেবে ওরা
তবু লড়ে যাবে শেষ ঘামে ~
অবলা ওরা চেনেনি তোমায়
তুমি " খারাপ " ভূষিত নামে ।-
না "নতুন" বছর কিছুইনা বরং তোমাকে "নতুন" করে চিন্তা করতে হবে, নিজেকে আবার "নতুন" করে গড়ে তুলতে হবে যাতে আর কোনো "নতুন" কেউ তোমার অভিব্যক্তিকে বদলে না দেয়। যে আলো টুকু চারপাশে আছে তাকে "নতুন" ভাবে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আর তোমার ভিতরে থাকা *নতুনত্ব* গুলো বাইরে আনতে হবে ....-
আরও একটা জীবন লেখা রইল ক্যালেন্ডারের পাতায় ;
ডিসেম্বরের চাদরে ঢাকা স্মৃতির বাস্তবতা ।।-
শীত নেমে আসা শহরে যখন কাঁপতে থাকবে তুমি -প্রচন্ড একছুটে জাপটে আগলে তোমার বালাপোশ হবো ! পাইন গাছের ঠান্ডা বরফে চোখ ভেজাবো তোমার ! ঘুম ভাঙাবো রোদের আলস্য হয়ে ! ছাদবাগানের দোলনায় বসে হিসাব চলবে রোজনামচার ,
একটা ঝুল বারান্দায় কোমর ছাপিয়ে চুল শুকোবো আমার...তুমি শীতের ডালিয়া হয়ে সাজবে আমার খোঁপায় 💚-
প্রিয় ডিসেম্বর ৩
তীব্র ধোঁয়া তুলে কফিকাপের আয়েস
এক চুমুকে একটা বছর পান !
মাফলারের ধূলো ঝেড়ে দু পায়ে রোদের আদর
হিমেল হাইপোথ্যালামাসে উষ্ণ সুখটান ..-
অঢেল কিছু অপ্রাপ্তির খাতায়,
একটা ভীষণ যত্নে গোছানো তুমি
ভুল হিসেবে ভরা জীবন মাঝে -
আহ্লাদে আটখানা আমি !
ভাগ্যিস তুমি জন্মেছিলে '
দুঃখ গুলো কেড়ে নিলাম তোমার ।
অভিমান টুকু বুকের কোটরে রেখো
সুখ লেগে থাক তোমার ঠোঁটের আগায় ..
-
হিমেল ঠোঁটে চায়ে চুমুক তোমার মতোই গদ্যময় "
ঠিক তেমনি,
এ শহরে নভেম্বরেও বৃষ্টি হয় !-
এতটা চূড়মার হয়ে ভাঙতে দেখিনি কখনো নিজেকে -
যতটা শক্ত করে তুমি গড়ে তুললে !-
আরও একটা শরৎ এসেছে,
শিউলি ঝড়া বুকে
পদ্ম পাতায় শিশির খেলে
আবাহনের সুখে ।
তোমার আমার শারদ সকাল
লক্ষ রাতের পরে '
আগমনের সুর শোনায় -
নিকষ অন্ধকারেও ।।
-
কতকী পড়ে থাকে স্মৃতির অতলে
আমরাই ছেড়ে যায় ।।
মনে গাঁথা রয় সাজানো ইমারত
ঋণ মেটানো দায় ।।-