QUOTES ON #ইমোশন

#ইমোশন quotes

Trending | Latest
1 APR 2020 AT 2:24

না ভাই,মানে অনেক তো হলো....
আর কতবার হবে দেবদাসের মতন ইমোশনাল ফুল?
এবার প্রাক্তন মন নিয়ে ব্যাট-মিন্টন
খেলতে এলে স্পষ্ট জানিয়ে দিও...
'তু লাডকি বিউটিফুল করে দিলি আমার
জীবনটা একেবারে চুল! তাই প্লিস আমার হৃদয়টাকে আর দ্বিতীয়বার ভাবিস না তোর গোলামের ঊল!!'
ডিয়ার বোনেরা,
নিজেকে স্যাড সঙ্গের হিরোইন ভেবে করুণা না করে...
বারংবার "ভালোবাসি" ট্যাগ মেরে একই
হাতের পুতুল হতে ফিরে আর যেওনা....
জীবনে যতবার ইচ্ছা 'এপ্রিল-ফুল' হও ক্ষতি নেই,
দয়া করে, 'ইমোশনাল ফুল'-টি আর হয়োনা !!

-


4 JUL 2020 AT 12:14

প্রথম প্রেমের অনুভূতিরা চোখ থাকতেও কানা,
লে-বু-র রস দুধে পড়লে, যেমন হয় ছা-না।

-


19 JUL 2021 AT 19:54

আমাদের জীবনের ইমোশন গুলো ঠিক সেতুর মত,
যদি আমাদের ইমোশন দৃঢ় হয় তো আমরা সহজে সেতু পারাপার হতে পারবো,
আর যদি ইমোশন দুর্বল হয় তাহলে আমরা সারাজীবন ওই সেতুতেই আটকে থেকে যাবো।।

-


16 SEP 2020 AT 21:50

ঘুমচোখে রেডিও-আভিজাত্য,
আর কাশ-দোলাতে ইমোশন,
সবকিছু থেকেও যেন একটা নেই-নেই গন্ধ;
বলি, হাত ধুয়েছ? মাস্কটা পরো!
ভীড়ভাট্টা এবারে মায়ের না-পসন্দ,
আগমনী-বাদ্যি বাজবে ঠিকই, নাইবা মিলল ছন্দ!

-


29 JUN 2020 AT 11:24

এই মন তুই বড্ড অবুঝ, কাঁদিস কার জন্য,
ইমোশন আজ ইমোশন নয়, শুধুই সস্তা পণ্য।

-


23 JUN 2020 AT 22:52

বয়স বাড়ার সাথে সাথে
ইমোশন গুলোও বদলে যায়..!

-


19 MAY 2020 AT 5:22

ঘরের একটা কোন থাকুক...
সব ইমোশন রাখবো বাজি।
দুটো মন কাছাকাছি আজ,
আবার আঘাত পেতেও রাজী।

-


9 MAY 2018 AT 18:25

বাঙালির "ইমোশণের" আজ জন্মদিন!!
খুবই সত্যি কথা । আবেগ যেইখানে "ভালোবাসাকে" ছাড়িয়ে নিয়ে যায় সেখানেই তৈরি হয় "রবীন্দ্রনাথ",সেই অর্থে প্রত্যেক বাঙালিই তো "রবীন্দ্রনাথ"।কিন্তু,আমরা তো আর "চৈতালি","মানসী","চিত্তা"দের রচয়িতা নয়।আমাদের ভালোবাসাগুলোর কোনো ভূমিকা নেই,চোখের জলের সাথে উপসংহারে কেবল একটু জায়গা মেলে ।আমাদের "ইমোশণটা" শুধুই "ইমাজিণেশণ" আর কিছুই না......

-


28 MAY 2020 AT 8:21

কিছুতেই তুই বুঝলিনা, আমি তোর কতটা আপন,কতটা কাছের...ঠিক কতটা জুড়ে আছিস তুই..!
আমার মতন করে এজন্মে কেউ তোকে ভালোবেসে এভাবে  আগলে রাখতে পারবেনা.. 
তোর প্রতিটি ইচ্ছে অনিচ্ছা, মান- অভিমানের খেলায় কেউ সামিল হবেনা, না এর ভিতর  লুকিয়ে থাকা হ্যা এসব এর যথাযথ মূল্য কেউ দেবেনা…কেউ দেয়নি চিরকাল....সত্যিকথা বলতে ইমোশন এর মূল্য সবাই দিতে জানেনা ….! আমার মতন করে কয় জন ই বা তোকে চেনে, বোঝে বল..! সবাই তোর বাহির টা কেই উপলব্ধি করেছে...ভিতরকার খবর রাখেনি কখনো....আর কেউ তোকে ধরে ধরে নিখুঁতভাবে আমার মতো করে আবিষ্কার করতে পারবে না রে.. 
বুঝবেনা কেউ তোর পাগলামী মন টা…..অকারণে শুধুশুধু কষ্ট পাবি...!
দূরে থেকেউ যে কাছাকাছি থাকা যায় রে ……কে বোঝাবে তোকে বল..! তার জন্য মন চাই,পরিপূর্ণ মানসিকতা চাই... শুধু শারীরিক ভাবে নয়,মানসিকভাবে এক হওয়াটাই অত্যন্ত জরুরী…. দূরত্ব যেখানে শুধুই নিছক..!! 


-


20 JAN 2020 AT 15:35

আ মি যা কে ভা লো বা সি ,
আ বে গ টা তা র ই জ ন্য ।
বি শ্বা সে মি লা য় য দি –
ভা লো বে সে হ বো ধ ন্য ॥

-