Shona Banerjee   (✍️শুক্লা ব্যানার্জী)
126 Followers · 12 Following

read more
Joined 27 May 2020


read more
Joined 27 May 2020
12 FEB AT 22:50

কতদিন হয়নি বলা, কতদিন হয়নি চলা,
ভুলে গেছি আজ বলা আর চলা।
ডানা দুটো কেটে দিয়েছে সব
শেষ হয়ে গেছে সব হিসেব,
উড়তে চাওয়ার কলরব।

-


9 APR 2023 AT 8:00

ভালোই থাকে সব,
নতুন কিছু একটু সাজো সাজো রব,
ধীরে ধীরে সব পাল্টায়,পাল্টে যায় সময়,
নতুন শুরুতে ধরতে থাকে পুরনো দিনের জং
নতুন শুরুর কাহিনীগুলো এখন মনে হয় ঢং।
নতুন শুরুর দিকে,ভালোই থাকে সব,
নতুন যখন পুরানো হয় পাল্টে যায় সমীকরণের হর - লভ।।

-


27 MAR 2023 AT 19:58

দিনরাত ছুটে চলেছি রেহাই নেই কাজে,
অনেকটা সময় পার করেছি এখনো অনেকটা সময় আছে,,
ক্লান্ত এই জগতে আজ বহন করে ভার,
চাইছি একটু ছুটি আমার বিশ্রামের দরকার,,
নিত্যনতুন বাহানায় আমি অবহেলার পাত্র আজ
সবার ভার বহন এটাই আমার কাজ,,
রেহাই নেই,ছুটি নেই শুধু অবিরাম কাজ
হাজার কষ্টেও মুখে হাসিটুকু রেখো,এটাই তো ভালো থাকার সাজ।।

-


27 AUG 2022 AT 20:41

শুকনো গোলাপ


নবনিতাদেবী চোখের জল লুকোতে লুকোতে গাড়িতে চেপে বসলেন,রাহুল মায়ের ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়েই যাবে এমন সময় পূজা এসে বললো "তিনটে ব্যাগ এতগুলো ব্যাগে কি আছে শুনি? এই বলে ব্যাগগুলো খুলে দেখতে লাগলো,কিছু জামাকাপড় আর তার থেকেও বেশি রাহুল আর মৌ ছেলেবেলার তার বাবা- মার সাথের কিছু স্মৃতি, তার মাঝেই একটা শুকনো গোলাপ, এটা সেই গোলাপ যেটা রাহুল তার মাকে প্রথমবার দিয়েছিল।

-


10 AUG 2022 AT 18:47

হাজার তারা আকাশের বুকে
তবু একটি তারার খোঁজ,
চলতে থাকে মনের মাঝে
উথাল পাথাল রোজ,,
কান্না করে রাজদুপুরে
শুকায় চোখের জল,
তোর জন্য পড়ে রয়
আকাশের শূন্যতার স্থল।

-


7 AUG 2022 AT 19:25

হয়তো মনের গভীরে আঁজে খাঁজে কোথাও একটা বসত করে,
যারে যতই বলি ভাববোনা তারে ততই মনে পড়ে।

-


31 JUL 2022 AT 18:40

ভালোবাসো খুবই আমায় বলো মনের অন্তরালে,
চলন্তশীল মৃত্যুপ্রহর আসলে সবই চলে চোখের আড়ালে।

-


29 JUN 2022 AT 20:19

বহু ইতিহাসকে সাক্ষী রেখে চলেছি এই পথে,
যদি কখনো চলতে চলতে দেখা হয় তার সাথে।

-


26 JUN 2022 AT 19:42

বন্দী আমি জীবনভর অদৃশ্য কোনো শেকলে
তবে কি এ আমার শাস্তি কোনো অজানা ভুলে।

-


24 JUN 2022 AT 9:17

তুমিও করো নাহয় মান,
দূরে সরিয়ে দিয়ে না তবুও
যেখানে তুমি আমি বনাম

-


Fetching Shona Banerjee Quotes