তোমায় মনে রাখবো বলে আজও মনে রাখি...
তোমায় আমি ভালোবাসি, ভালোবাসায় থাকি।
-
বাস- বর্তমানে কোলকাতা।
জন্মগত বাঁকড়ি
তবে লেখাতে প্রচলিত বাংলা ভাষায় ব্য... read more
যারা সৌন্দর্যে মুগ্ধ হয়, তারা প্রেমে পড়ে...
যারা সবকিছুতে সৌন্দর্য খুঁজে পায়...
তারা ভালোবেসে ফেলে...
-
জীবন টা নয় পরিপাটি
গুছিয়ে নিতে তো হয়
সিগারেট শুধু নিজের
পর আজকে সময়...-
খোলামকুচির মত ঝরছে ঝরুক স্মৃতির পাতার খবর...
মাপতে চাইলেই কি মাপা যায় মনের কত জ্বর?-
ভরাতে ক্ষত আবেগপ্লুত সব কবিরাই কবিতা লেখে...
কবিতা লেখার মধ্য দিয়েই তারা আবার বাঁচতে শেখে।-
বুঝলে প্রিয়া,
যতই উচ্চস্বরে বলি না কেন... "স্বাধীনতা দিবসের পরের দিন পতাকা মাটিতে পড়লে অবমাননা হয়"... সেই কালকে রাস্তার ধুলোতে ৭৫ বছরের স্বাধীনতা লুটোপুটি খাবে!
আসলে এই মাটির জন্যই স্বাধীন দেশের পতাকা তো... তাই এই মাটির সাথেই ওরা মিশে যেতে চায়...-
একটা রাখি তো ক্ষুদিরামের প্রাপ্য ছিল...
ফাঁসি নয়; হাতে তার রাখি বাঁধা থাকতো।
গলা উঁচিয়ে শুধু দাঁড়িয়ে থাকতো না রোদে
স্বাধীন ভারতের জন্য বলিদান মনে রাখতো।-
যে ছেলেটা বাঁচতে চেয়েছিল মুক্তভাবে
আজকে সবাই তাকে নাকি সুপ্ত ভাবে
শিক্ষা যত বাড়ছে দিনের দিন লুপ্ত ভাবে
সময়টা কাটছে আজ তাই খুব অভাবে
তোমার সাথে ব্যস্ত হবো সময় নিয়ে
তুমি আমায় আগলে রেখো সময় দিয়ে
ডাকছো ডাকো খুশির সাথে কী হে
একদিন সেই বাঁশ দেবে বেশ সাজিয়ে
তাই তো বলি নিজের মত বাঁচতে শেখো
নিজের মতো রঙিন করে দুনিয়া দেখো
চশমা শুধু রং বদলায়, দুনিয়া না গো
তোমার সাথে দুনিয়ার তাই করো সাঁকো-
তুমি যতই ভালবাসো আমায়, আমি তোমায় ভালবাসতে পারবো না। আমি একজন কে খুব ভালবাসি। তার ওই চোখ, ওই ঠোঁট, ওই গাল, ওই শাড়ী পরা লুক, ওই হাসি মুখে তাকানো, ওই... ইত্যাদি আমাকে বড্ড তার দিকে টানে। তাই তোমার প্রতি আকর্ষণ জাগে না। যতই লাস্যময়ী রূপে তুমি আমার কাছে আসো, আমি ওই রূপে ভুলবো না, কারণ তাকে আমি প্রচন্ড পরিমাণে ভালবাসি। আর তাকে ভালবাসি বলেই হয়তো আর কারো লাস্যময়িতায় লালিত হতে পারি না। তাই আমাকে যদি ভালবাসো, জেনে নিও, আমার ভালবাসা বিনিময়ে পাবে না। আমি তোমায় ভালবাসতে পারবো না।
-
একদিন তুমি আর আমি হাঁটবো দুজনে
কোলকাতা শহরের রাস্তা পেরিয়ে
কিংবা পুরুলিয়ার কোনো এক গ্রামের পথে
লাল মাটির ধুলো খেতে পড়বো বেরিয়ে-