QUOTES ON #আশা

#আশা quotes

Trending | Latest
2 AUG 2021 AT 17:49

পাগলিনী আমি উন্মাদ হয়ে ছুটে ছিলাম অদৃশ্যের পিছু ,
এখন আশায় আছি একদিন ঠিক পেয়ে যাবো ক্ষত উপশম এর জন্য কিছু ।।

-



গত রাতে মোর নয়ন তন্দ্রামগ্ন হইল না, কেবল বসিয়া বসিয়া দেখিতেছিলাম জ্যোৎস্নামগ্ন অপরূপ চন্দ্রমার মৃদু হাস্যময়ী মায়াবিনী রূপের ঝলঙ্কিত মহিমা আর অজশ্র তারকাদের অন্তহীন মেলা, মোরান্তর কেবল ভাবিয়াছিল এক সুদূর প্রসারী চন্দ্রমার রপশ্রীনী মহত্বের সহিত নিজের যৌবন কে মিলিয়া ধরিতে। কেবল মনে হইতেছিল মোর হৃদয়ে ডানা মেলে উড়িতেছি কোন এক মায়াবী মৃগয়ানয়নী রূপবতীর রূপের অঙ্গনে।
সুপ্রভাত হইল ,দেখিয়াছি মোর কয়া যেথায় ছিল সেথাতেই রয়েছে কেবল অন্তরখানি পাড়ি দিয়াছিল এক অতীতের কোন প্রনয়াঞ্জলীর কথায়, আজ নবীন আশাতেই পুনরায় চয়ন করিব ভিন্ন কোন প্রনয়ের কবিতার অন্তর্নিহিত অর্থখানির বিশ্লেষণ করিতে.......

-



রাজার আজি মস্তিষ্কে বি-ভ্রা-ট ; চিন্তা লুটোয় ঘাসে,
গরম হাওয়া তার বুকের পাশে ;
উসকো চুলে সাজে |

কান্না লুকোয় চোখের কোণে মুক্ত ঝিনুক মাঝে,
সৈন্য সকল লোপাট খা-তা-য়
শূন্য বিবেক হাসে |

কালো-সাদা দোলনা দোলে ওই সাতরঙা সার্কাসে,
বেনিয়মের যে দেখি জবরদখল
ঝরা পাতার পাশে |

বিশ্বাস মরে মনের তলায় কালচে স্রোতের দ্বীপ,
আশার তবু আর্তি
জ্বলুক ন-তু-ন রবির দীপ |

-


2 MAR 2019 AT 11:49

-



::::::রাধাকৃষ্ণ::::::
প্রেমের পিপাসায় সহস্র আশায়,
গান বাঁধি আমি এ কোন ভাষায়?
আষাঢ়ের ঝড়ে সবই ঝরে পরে,
মনের দুয়ারে কৃষ্ণ গান ধরে l

কৃষ্ণের বাঁশিতে মোহিত রাধা,
দুয়ার খোলা আজি, নাই কোনো বাঁধা l
আশার লতা অন্তরে মিশিতে,
রাধা চলেছে একা নিশীথে l

কিন্তু হায়, কৃষ্ণ কানাই,
আছেন এ কোন প্রেমবশে?
সহস্র গোপীনিদের ভিড়ে,
আছেন কি নিজ বশে?

দেখিয়া ব্যাকুল রাধা, যেই যাবে চলে,
তখনই কেউ ডাকে 'রাধা রাধা' বলে l
-'ওহে প্রিয়তম, আছে তবে মনে?
কি কাজ আছে মোর এ আঁধার গহনে?'

-'জানো না কি রাধারানী?
রাধাবিনে কৃষ্ণ নাহি, মিথ্যে এ ভব পারাপার l
সমস্ত মায়ার ভিড়ে, তুমিই থাকবে শিরে
"রাধাকৃষ্ণ" নামে মোদের জানবে জগৎসংসার l'

-


6 JUN 2020 AT 19:32

আশায় আছি এমন
এক দিনের অপেক্ষায়,
জনমুখর সমাজে ফিরবে
প্রাণবন্ত হাসির আমেজ;
ফিরবে পুরোনো বন্ধুদের
সাক্ষাৎকারের মুহূর্ত,
জনসমাগমে ফিরবে
নিরাতঙ্ক কর্মব্যস্ততা,
নতুন করে শুরু হবে
নতুন জীবনের উচ্ছ্বাস।
দেখাবে হাজারো নতুন
স্বপ্নের দিশা।

-


25 JAN 2020 AT 8:13

আশা ছিল,
তোর কলমের কালি হয়ে সাদা পৃষ্ঠার ওপর ঝড়ে পড়ব।

-


14 FEB 2020 AT 19:14

কারও প্রথম ভালোবাসা না করে আশা
হও কারও শেষ ভালোবাসা ।।




-



আশা নিয়ে বেঁচে থাকার মনুষ্যজাতি ও জানে, -
একবার আন্তরাশা ভাঙিয়া যাইলে তাহা পুনর্গঠনের জন্যে মানসিক বিশ্বাসই হইল আসল বস্তু, যাহা তৈরি করিতে বহুবৎসর অতিক্রান্ত হইয়া যায় ....

-



Santa Claus এর মতন যদি কোনো বাঙালি ক্যারেক্টার আমাদের দুগ্গা পুজোর আগে নতুন জামা কাপড় দিয়ে যেতো...

আহা, ভেবেও শান্তি...☺️

-