"আবহাওয়া কোথা থেকে কোথা সামিল
সেটা বলা যে বড় মুশকিল"
আবহাওয়া তুমি যে পরিবর্তন হবে,
আমরা জানি, তবে মানতে পারি না।
তোমার পরিবর্তন এর চোটে যে,
সকল প্রাণী ঠিকমত বাঁচতে পারি না।
তুমি সদায় গতিশীল, নিজের
পথে চলো,
তুমি চিতায় তুমি বিদায়, কাদের
রথে চলো।
ক্যাপশন এ গল্প আছে একটা-
আবহাওয়া তো প্রাকৃতিক!
সৃষ্টি ছন্দে চলে চিরকাল
তাল-ল'য়ে জাগতিক।
প্রকৃতিকে যবে রেখে এক পাশে,
আবহাওয়া বানায় মানুষ অফিসে,
ছন্দপতন নিমেষে নিমেষে-
ঘটায় বিপর্যয়;
ঠেকেও শেখে কি মানুষ এখনো!
অবাধ্য ভোগে ডুব সাঁতরানো;-
সমুদ্র ছেঁচে হারানো মানিক,
খোঁজে আজও অসহায়।
যুগে যুগে শেষে সৃষ্টি-বিনাশে,
আবহাওয়ারই হয় জয়।-
কখনো 'গরম', কখনো 'ঠান্ডা'
কখনো 'বন্যা',কখনো 'খরা'
তুমিও পাল্টা আবহাওয়া সম,
তাইতো হৃদয়ে জড়িয়ে আছো মম।-
"আবহাওয়া"
জগতের সমস্ত চরিত্র -দায় আপন স্কন্ধে লইয়া নিজের নামখানিরে এক রোমাঞ্চকর বৈচিত্র্যতা প্রদান করিয়াছ বটে, তবে তোমার রোমাঞ্চ রহস্য উন্মোচনের সুত্র এখনও জগতের সকল ব্যোমকেশের কাছেই অধরা রইয়া গিয়াছে। তোমার নাম তাদের কাছে অতি পরিচিত বটে তবে চরিত্র........!
যাদের তুমি শৈশব কাল হইতে আপন ছএ- ছায়ায় রাখিয়াছো তারা তোমার অশ্রুর শীতলতায় আপন স্বস্তি খুঁজিয়া পরম সুখে গান লিখিতে থাকে। আবার তোমার দেওয়া প্রকৃত জীবনের পরশ না বুঝিতে পারিয়া , তোমাকে প্রখর আর নিষ্ঠুর বলিয়া চিৎকার করিয়া থাকে। যখন বিরহে তোমার হৃদয়ের মেঘ মলিন হইয়া যায় তখনও জগতের সকলে তাহাকে মিলনের গোধূলি ভাবিয়া প্রেম সাগরে তরী ভাসায়। তোমার হস্তের স্পর্শ বুঝিতে না পারিয়া তাহারা তোমারে স্পর্শ করিবার জন্য উৎকন্ঠিত হইয়া থাকে। আর তুমি অতি সাধারণ হইয়াও এক অদ্ভুত বৈচিত্রের তকমা লইয়া বইয়া চলিয়াছো।-
তুই তোর মতো করে ভালোবাসিস অন্য কাউকে,
আজ আমি আমার থেকে মুক্ত করে দিলাম,
স্বপ্ন নিয়ে যাস,অন্য আকাশে উড়িয়ে দেখিস,
সুখটা কাকে বলে !!ক্লান্ত হলে ফিরে আসিস
আমার চেনা ঘরে, কখনো যদি চোখের পাতা
ভিজে যায় জলে বুঝতে পারবি পাঁজর
ভাঙ্গার কষ্ট কাকে বলে!!
জানতাম আবহাওয়া পাল্টাই
আবহাওয়া পাল্টালে সহ্য করা যায় ,
কিন্তূ কিছু মানুষ আছে যারা আবহাওয়ার
মতোই খুব সহজে অচেনা হয়ে যায় ,,
অনেকে সইতে পারে অনেকে পারে না।।।
কিছু মানুষ পাল্টাতে বাধ্য হয়, আর
কিছু মানুষ কারণ ছাড়াই পাল্টে যায়।।-
চিরহরিৎ বন্যভূমি ধ্বংস করে
গড়ছে সখের ইমারত।
আবহাওয়া পরিবর্তনে ..
উষ্ণায়নের চড়ছে রথ।
বারো মাসের ঘূর্ণিঝড়ে..
ঋতুর দিকভ্রান্ত আজ পথ।
বিশ্ববাসীকে শক্ত হাতে করতে হবে
বিশ্বকে রক্ষা করার শপথ ।
বন্যভূমি ধ্বংস করে
গড়ব না মোদের সখের ইমারত।-
জীবনটা যখন তোমার মরুভূমি,
তেল মাখানো আর ইম্প্রেস করার কলাকুশলী জানোনা বলে একের পর এক 'মেকি-মানুষ' বিদায় নিচ্ছে বারংবার...
বাইরের আবহাওয়াটা অতীব স্বাভাবিক রেখেও
ভেতরটা সামলাতে পারছনা শূণ্যতার ভার!
সেই সময়....
পরিত্যক্ত দিনের শেষে আয়না কেমন ব্যঙ্গ করে হেসে কয়,
'আমার চেয়েও আপন বন্ধু বল দুনিয়ায় আর কেই বা হয়?'-