QUOTES ON #অসাধারণ

#অসাধারণ quotes

Trending | Latest
5 FEB 2021 AT 20:17

আমি অসাধারণ হতে চাই না
সাধারণ হতে অভ্যস্ত
কারন অসাধারণ মূল্য সবাই দিতে পারে না।

-


5 AUG 2020 AT 8:43

সাধারণ ভাষায়
অসাধারণ
কিছু লিখতে চাই ।

-


16 SEP 2018 AT 11:15

কোনো জিনিস যদি কৃত্রিমতার বাইরে সাবলীল ভাবে সাধারণত্ব ধরে রাখে,তবেই তা হয়ে ওঠে "অসাধারণ" ।

-


13 JUN 2020 AT 11:16

অসাধারণ

আমিই আমি,এক ব্যাক্তি
বিশেষই যেন এক দেশ,
আমার পোষা 🐕 আছে,
বহুগুণে র, বহুজাতের,
প্রত্যেকের উদ্দেশ্য এক ই,
কর্ম আলাদা, দিন-রাত আমায় ঘিরে রক্ষা করা, পদলেহী,ধার্মিকহিংস্র,দুরাচার...
ইত্যাদি ইত্যাদি,
জ্ঞানী রূপে প্রচার করে
আমার মূর্খতাকেও ..
অসাধারণ এরা, তাই
আমিও অসাধারণ...

-


27 NOV 2020 AT 23:15

মিষ্টি মুখ খানা তোমার, দু-চোখ জেন ভরে জায়
আর তোমার হাসি ও দেখতে চমৎকার,
তোমার থেকে তো চোখ সরানো যায়না
হ্যা- তুমি খুবই মিষ্টি
আর তোমার গান মন ছুয়ে যায়
মন ছুয়ে জাওয়া তোমার গানের আমি ভক্ত হয়ে গেছি❣️
✍️


-



"ভাল থেকো"
-- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

ভাল থেকো,
যে আছ যেখানে দূরে কাছে
ভাল থেকো।

হাত রেখো
পরিচিত এবং অপরিচিত সব
হাতের উপরে।

ভেবে দেখো,
যা আশা করোনি, তাও জমা হয়ে আছে
বাহিরে ও ঘরে।

সহসা ফুরোলে কলরব
তাকে ডেকো,
যাকে ডাকনামে ডাকা যায়।

যা-কিছু শেখার থাকে প্রণয়ে, বিচ্ছেদে, বেদনায়,
তা-ই শেখো।

-


21 AUG 2021 AT 14:41

আমি একটাই ঠিক মতো করে পেলাম না আর
এরা রিলেশনে থেকে আরেকটা জোগাড় করে নেয়🖤

-


18 SEP 2020 AT 4:51

সে শুধু আমার উড়ো চিঠি পড়েই গেলো,
উত্তরে কিছুই তার হয়নি আমাকে বলা।
সে শুধু নিজেরই মতন করে
নিজের মতামতগুলো ব্যক্ত করলো,
কোনদিন জানতে চাইলো না -
কেন আমি এমন উতলা!

সে সাধারণ মানুষগুলোর কাছে
অনুভূতিযুক্ত একটু উষ্ণতা খুঁজলো,
যা মূলত অসাধারণ ব্যক্তিদের শিহরণের জ্বালা।
সে নিজে সাধারণ বলেই,
অন্যান্য সাধারণের কথা ভাবলো;
বাস্তব রূপে যা দেখা ও শোনা যায় -
এসব সৃজনশীল ব্যক্তিদের জীবনের পথচলা।।

উদ্দেশ্য যাদের সাধারণ থাকে,
তাদের মাঝে বিরাজ করে কেবল
আর্থিক ও শারিরীক চাহিদার পালা;
অন্যদিকে, যারা অন্যতম হিসেবে
সমাজের মাঝে নিজেদের প্রতিভা বুনলো,
তারা সবাই শুধু যেন মানুষের -
তিরস্কার ও ধিক্কার শুনলো,
অবশেষে, নিজেদের নিয়ে তারা,
চার দেয়ালে নিজেদেরকে আটক করে
ঘরের দরজায় মারলো তালা।।

-


22 JUL 2020 AT 1:10

সাধারণের থেকে অসাধারণ আর কিছুই হতে পারেনা।।

-


17 JAN 2020 AT 14:27

আমাদের তো কিছুই নেই, আমরা-হীনা!

-