চলো যাই একইসাথে,
একই পথে মিলেমিশে।
ঝর্ণা ধারায় সূর্যালোকে,
মনের সকল সব যেথায় ধুয়ে যায়।
পাখির কুজনে মাঝে প্রেমালাপ,
চোখে কতো আশা বাসা বাঁধার স্বপ্ন
চলো সেই আনন্দের দেশে,
যেখানে হৃদয় মন একাত্ম হয়ে যায়।
-
ভালোবাসাই পারে;
নতুন করে সব কিছু গড়তে।
যত্ন দিয়ে লালিত হলে;
সে ভালোবাসার স্থায়িত্ব
যুগ সহস্র ধরে।-
আসলে যারা প্রয়োজনেই প্রিয়জন বানায় তারাই ভালো থাকে।
আর যারা তাদের প্রিয়জন ভাবে তারাই দুঃখ পায়।-
সূর্য স্মাত আলোকধারায় আরোও আরোও উদ্ভাসিত হোক এ জীবনধারা।
ঝর্ণাধারায় মিশে থাক সুখদুঃখ মাখা দিনযাপন।
প্রাণোচ্ছল ছটায় আশার নেশা মিশে থাক নাহয়।
তবুও স্বপ্ন দেখুক এ বুভুক্ষু হৃদয়;
কারণ হীন মনোবল মানেই তো পারতপক্ষে মরণ!
-
এমন একটা মন চাই যে আমার অনুভবে অনুতাপে অভিমানের সঙ্গী হবে,
এমন একটা হাত চাই যে আমায় সদা সঙ্গ দেবে।
চাই নিখাদ ভালোবাসা ❤
যা এই ব্যস্ত চাকচিক্যময় দুনিয়ায়
এখনো অধরাই।-
যেদিন রবো না আমি,
চলে যাব এ পৃথিবী ছেড়ে এক্কেবারে।
যতো কথারাশি রাশি রাশি জমা রবে হৃদয়ে,
কতো কথাইনা না বলাই রয়ে যাবে।
কতো আশার পরিসমাপ্তি,
সুখ দুঃখ হাসি কান্না সমভাবে।
কতো যুগ সহস্র এ আত্মারামের লব্ধজ্ঞান,
নব কলেবর বেশে দেহ ও আত্মভাবে ভুলে যায় কালের নিয়মে!
মুক্তি চাই আমি যেখান হতে,
যেখানে ভালোবাসা নেই!
আমি আবার আসবো যদি ডাকো ভালোবেসে।
তোমারই হৃদয়ে রবো অনেকের অগোচরে।-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি,
দুচোখের পাতায় শুধু তোমাকেই খুঁজি।
যদি বলি আরোও কিছুক্ষণ থাকো পাশে,
জেনো না চলে....
হাতে হাতটি রাখো শক্ত করে চেপে।
জানো তবুও ভয় হয় ভীষণ রকম ভাবে,
ভুলে যাবে না তো আমায়!
কথা দাও...
আমায় কিন্তু ভালোবাসতে হবে ভীষণ রকম।
আমি ভালোবাসার কাঙাল।
এই দাবিতে আমি শুধু তোমাকেই চাই।-
প্রচণ্ড শীতের রেশ ;
অলসতা আষ্টেপৃষ্ঠে।
শীতের প্রলেপ মাখা মাঘী এ সকালে;
মেঘলা উত্তরে বাতাস ক্ষণে ক্ষণে।
রবির কিরণে যেন নব অরুণোদয়,
আজ সকালের দিনে।
-
বড়ো একা লাগে;
রাগ অভিমান যতো সব আজ নিজেরই ওপরে।
নিশ্চুপ ঘুমছুট ঘড়ির টিকটিক শব্দ।
প্রহরে প্রহরে ফেলে আসা স্মৃতি,
অনেকখানি পরিবর্তন সময়ের ব্যবধানে।
কেউ তো খোঁজ নেয় না আজ আর,
কথা বলার দিনও প্রায় শেষ!
সদা ব্যস্ত এযুগে সোশ্যাল মিডিয়ার বন্দী ইমুজির মাঝে;
প্রকৃত ভালোবাসা খোঁজাটা,
বোধহয় মনের সাথে বড়োই অপরাধ।
-