কতটা বাঁচবেন না ভেবে বাঁচতে শিখুন .........
-
সূর্যমূখী প্রাপ্তির গল্প শুনায় কানে আম... read more
One day you realise that people do not stay but their memory always stay in your mind 🙂❤️
-
বছরের শেষ প্রান্ত এসে পৌঁছে গিয়েছি
সবাই একেবারে পৃথিবীর উওর মেরু থেকে দক্ষিণ মেরুর প্রান্তে
কোথাও গিয়ে একরাশ ব্যর্থতা, হতাশা গিলে খেয়েছে।
কখনো আবার প্রিয় মানুষগুলোর অবহেলা
অনেকগুলো অপরিচিত মানুষের সাথে পরিচয়
কোথাও গিয়ে আবার অনেক চেনা মানুষের সাথে দূরত্ব
বন্ধুত্বের তালিকা টাও বদলে গেছে ক্রমশ কমে আসছে
কোভিডে মৃত্যুর মিছিল
শহরের অলিগলিতে এছাড়াও প্রকৃতির কতটা প্রয়োজন সেটাও
মানুষের চোখে আঙুল দেখিয়ে
বুঝিয়ে দিয়েছে ওই সময়ে অক্সিজেনের চাহিদাটাও
অজানা ছিল না কারো কাছে।
আবার বেকারত্বের হারও মাথাচাড়া দিয়ে উঠেছে
জীবন আর জীবিকার সংজ্ঞা বদলে গেছে
ঝড় বাদল দিয়ে বছর কেটে গেছে কত প্রাণ
আর বাসস্থান হারিয়ে গেছে।
আবার একটা নতুন বছর শুরু নতুন অভিজ্ঞতা নিয়ে,
আবার পরিচিত হবে একরাশ নতুন মুখের মানুষ
তবে মুখোশের আড়ালে মুখগুলো চিনতে যেনো অসুবিধা না হয়।
মৃত্যুর মিছিল যেন আর না আঁকড়ে ধরে শহরটাকে।
হতাশা,ব্যর্থতা মৃত্যু,যেনো সেলিব্রেটি কিংবা
সাধারণ মানুষকে ভেঙে ফেলতে না পারে।
ধৈর্য,ভালোবাসা,সাহস আর সাফল্য
সব নিয়ে আবারো একটা বছর শুরু হোক।
-
বাস্তবের বুকে কী তখন ভালোবাসা স্থান পায়
নাকি তারাও মিশে গেছে বোবা সব স্বপ্নদেরভীড়ে
ভেঙে যাওয়া রুপকথার গল্পদের আঁকড়ে নিয়ে-
জীবনের চল্লিশটা বছর
অতিক্রান্ত হয়ে যেতে পারে
মৃত্যুও তোমার দরজায় কড়া
নাড়তে পারে কিন্তু
জীবন জীবিকার যুদ্ধ চলে যাবে......
আর মানুষের ব্যাস্ত
জীবন আরো ব্যাস্ত হয়ে উঠবে আর
রাস্তার পাড়ে বসা ওই
ফুলগুলো হয়তো অপেক্ষা করবে কোনো
প্রিয় মানুষের প্রিয় হয়ে ওঠার জন্য।-
একজন মানসিক শান্তির
মানুষের বড্ড প্রয়োজন যে
আমার ভাঙাচোরা আমি
টাকে আগলে রাখবে
সবাই যখন ছেড়ে চলে যাবে
সে শুধু থেকে যাবে ।-
অনেকগুলো শালুক গল্প খোঁজে
পড়ন্ত বিকেলের রোদে,
আবার কে গ্ৰাম ছেড়ে যায় শহরের বুকে
একটা দুটো বৃষ্টি আসে তাদের দেশে
গোলাপি আভা রঙ মাখিয়ে দিতে।-