চোখের আড়ালে তোমায় লুকিয়ে
চোখের ইশারায় তোমাকে ভেবে নিয়ে,
মন আমার চাইছে পেতে
তোমার স্পর্শ আমার দেহে জড়িয়ে।
অনেকটা পাগল আমি ঠিকই বটে;
কিন্তু, এই পাগলামিতে যতোটা না ঘটে
তার চেয়েও অধিক হারে
আমার সব উষ্ণ উন্মাদনাগুলো
একই সাথে রটে।
তোমার চোখ করেছে আমায় পাগল,
সারাদিন চাইলে সারাদিনই আমি তাকিয়ে থেকে
তোমার দৃষ্টিতে বৃষ্টি হয়ে ঝরাবো বাদল।
আমি বিশ্বাস করি ও জানি -
একদিন ঠিকই আসবে তুমি আমার সংস্পর্শে,
সমস্ত দ্বিধা এড়িয়ে, ভ্রান্ত ধারণা সব মাড়িয়ে,
আমায় টেনে নিয়ে, শুরু হবে হাওয়া বদল।।
অপেক্ষায় আছি, আনবো ফিরিয়ে,
তোমার বিশ্বস্ততা যা আছে আমাকে ঘিরে;
লাগুক সময়, ধীরে ধীরে
জানি একদিন তুমি টেনে নিবে ঠিকই,
বারে বারে ফিরে ফিরে।।-
তোমার ওই চোখের হাসি
বলতে চায় আমাকে যেন -
বড্ড ভালোবাসি!
ভাবছি বসে তোমার আচরণ
অনুভবে ও কল্পনায়,
হয়ে উদাসী।।
ভীষণ ভালোবাসি -
তোমার ওই মায়াবী হাসি।
জীবনে আর কি বা আছে?
কে কতদিন বাঁচবে?
কম কি বেশী?
এসব ভেবে লাভ কি হবে
ছুঁয়ে দিলে পরে আমার মনের বনবাসী??-
প্রেমে পড়েছি আমি
তোমার ওই দু'চোখের!
কেন এতো মায়া?
পাগল হয়ে যাই আমি
তাকিয়ে দেখলে পরে
তোমার অপলক ছায়া!
হতে পারে আমি এক বেহায়া,
যার নেই কোন অবয়ব বা কায়া!
চাইছি না পেতে তাই বলে আমি
তোমার শিহরণ পেতে
কোন প্রকার দয়া!
পেতে চাই আমি তোমার ছোঁয়া,
হোক সে কল্পনায় অথবা বাস্তবতায়।
তোমাকে চাই মনের অস্থিরতায়,
তাই বলে নয়তো কোন
সাময়িক শিল্প কথায়
অথবা তোমার অবহেলায়!!-
ভেবেছিলাম,
তোমার শিহরণে আজ
হবো আমি শিহরিত,
এই সন্ধ্যার অন্ধকারে
কোন এক আঁকেবাঁকে
লুকিয়ে অগোচরে
তোমায় আলতো স্পর্শ করে
অনুভব করবো তোমার উষ্ণতা
আমার হৃদয় ও মন ভরে।
অন্ধকার, শুণ্য ঘর, একাকী স্তব্ধতা -
সবই ছিলো আজ আমাদেরই পক্ষে,
ছিলাম না শুধু আমরা,
মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছি
নিথর দেহের ঝর্ণাধারা,
একে অপরের কল্পনায় আঁকা
আমাদের নিজ স্পর্শ,
নিজেদেরই ছাড়া!!-
হয়তো এটাই ভালোবাসা...
যে অনুভূতিতে নেই কোন ভাষা,
প্রয়োজন নেই কোন স্থায়ী বাসা!
যেখানে নেই কোন ভয়ের দিশা,
প্রয়োজন নেই কোন স্ট্যাম্প বা ভিসা!
দরকার কেবল মনের টান,
যেখানে কিছু সময়ের জন্য হলেও
মিলে যেন নিজের অস্তিত্ব ও প্রাণ;
মাঝে মাঝে আবার যদি জাগে হৃদয়ে শিহরণ,
পেতে চাইবো তোমার উষ্ণতার ছোঁয়া -
হোক সে তোমার অনুগ্রহ বা দান;
যা-ই পাবো সবই যেন আমার জীবন
গেয়ে যাবে তোমার স্পর্শ পেতে, অনবরত গান!!
হয়তো এটাই ভালোবাসা...
যেখানে তোমার ও আমার থাকবে না
একে অন্যকে জীবনে পাওয়ার কোন প্রত্যাশা;
যেখানে আসবে না কেউ জাগাতে
পাওয়া- না পাওয়ার কোন প্রকার হতাশা,
যেখানে থাকবে শুধু অবুঝ অনুভূতি -
বাস্তবে অথবা কল্পনায়, না বলা
আমাদের গচ্ছিত ভালোবাসা!!-
দুষ্টু তুমি, দুষ্টু আমি,
দু'জনে মিলে চলো দুষ্ট কথা বলি।
দুষ্টু ভাবনা, দুষ্টু কল্পনা,
আমরা দু'জন করে যাই যেন
দুষ্ট সবকিছু কামনা।
দুষ্টু সময়ে দুষ্টামি হয় উদয়,
দুষ্ট আমরা, দুষ্ট আমাদের মন,
তবুও যেন পায় ভয়;
দুষ্টু আশা, দুষ্ট ভাষা,
দুজনেরই আছে মুখে ও মনে,
শুধু হয়না দেখানো,
হৃদয় জুড়ে রয়েছে হারানোর প্রত্যাশা।।-
I wish,
If I could feel you!
Embrace your shoulder,
Kisses on your neck and ears
From standing your behind.
Beside smooching on your shoulder,
I wish to move my one hand
Over your chest;
And the other one
Over your waist!
Slowly it may insist you
To make me hold you more tighter,
Rubbing my fingers
All over there,
Inside your t-shirt and pant
Makes you to feel my appear
Far, hear, dear, fear and stare.
Will you force me to stop?
Will you let our feelings to crop?
Will you let me touch you like slow drop?
Will you let me??
Will YOU????-
চলছে জীবন,
বিভ্রান্ত মন,
জ্বলছে বন,
ঢলছে ক্ষন,
ঘোলা হচ্ছে সব আয়োজন।
পূরণ করতে গিয়ে প্রয়োজন
করে ফেললো সংযোজন,
দৃঢ়তা হয়ে গেল সম্মোহন,
ঘৃণায় জড়ালো সম্বোধন,
অশান্তি নিয়ে হচ্ছে সংশোধন।
কে সাধারণ,
কে প্রশাসন,
কে কিভাবে করবে শাসন,
যাদের ভাবার কথা না
তারাই ভাবছে এখন!
কেউ খুঁজছে আসন,
কেউ কিছু না পেয়ে
ভাংছে অন্যের আবাসন;
এসবই হবে যখন
স্বাধীনতার নামে কি তবে
মিথ্যা বলা হয়েছিল তখন??-
তোমার শিহরণে শিহরিত
আমি এখন, আমিনা;
তোমার বৃষ্টি ঝরার অপেক্ষায়
সময় যেন আমার আর কাটে না।
কিছুই ভালো লাগে না,
মেনে নিতে হয় তবু
এই পৃথিবীর যত্তসব নমুনা,
তাই বলে ভেবো না
তোমার অনুভূতি আমায় দেবে না!
অনুভূতিগুলো সবই তোমার
গড়া হয়েছে দিয়ে, সব আমার কল্পনা,
তাই অধিকার যতদিন কেউ না পেয়েছে
ততদিন সইতে হবে আমার এই পাগল হৃদয়ের
যন্ত্রণা -মন্ত্রণা -প্রার্থনা..-
তোমার অনুভূতি আমার মনে পড়ে...
সেই রাত জাগা বাচ্চা মেয়েটা
আজও আমার মনে ধরে,
জানি না কেন!
আমিই যদি না জানি
তবে তা কে-ই বা জানে?
অনেক মনে পড়ে....
এই মনে পড়াটা -
তোমার কাছে অন্যরকম,
এটা আমি জানি।
আমাকে স্বার্থপর ভাবাটাও স্বাভাবিক,
এটাও আমি মানি;
আমার পরিস্থিতিতে থেকে
কোন উপায় নেই যে আর
বুঝাবো তোমাকে - যত আছে
দুঃখ-কষ্ট-গ্লানি!-