John Rozario   (John Rozario (Ovi))
287 Followers · 691 Following

read more
Joined 19 December 2017


read more
Joined 19 December 2017
22 AUG AT 10:33

মন আমার যেতে চাইছে আজ হারিয়ে -
শূন্যতায়, অজানায়,
ভেসে মেঘের ভেলায়, অবেলায়,
এক দমকা হাওয়ায়, উষ্ণতায়,
তোমার শিহরিত ছায়ায়, অচেনা মায়ায়,
অহেতুক অস্থিরতায়, উন্মাদনায়।।

মন আমার চাইছে যেতে আজ জড়িয়ে -
অপূর্ণতায়, দৃঢ়তায়,
মিশ্র কোন এক আবহাওয়ায়, পাতায় পাতায়,
জীর্ণ হৃদয়ের মোহনায়, দেহের কামনায়,
তোমার অস্পষ্ট ছোঁয়ায়, অবহেলায়,
গহীন মৌনতায়, বিষণ্ণতায়।।

-


14 AUG AT 1:32

সংসারের বাস্তবতার ফাঁকে
উষ্ণতা জেগেছিল মনেতে,
তোমার, আমার, দুজনার।
সেখানে নেই কোন লাভ,
নেই কোন ক্ষতি,
নেই কোন বেড়াজাল,
আছে কেবল দুজনার মনে
অব্যক্ত বাস্তবতার ভীড়ে কিছু অনুভূতি,
যা আনমনে ছোঁয়া পেতে চায়
দিতে চায় অজানায় ডুবসাঁতার।

সময়ের পথে হেঁটে হেঁটে আমরা দুজন
ভুলে যেতে বসেছিলাম -
দেহের অস্তিত্ব ও শিহরণ,
ব্যকুল হৃদয়ে আমাদের জেগে উঠেছে তাই অস্থিরতা,
মন মানছে না কোন বারণ!

তবুও, মিশে যেতে পারছি না
একে অন্যের ছায়ার আদলে,
একটু একা হবার আশায় আশায়
দুজনের সময় যেন অপেক্ষায় থাকার দলে,
আসবে ঠিকই সঠিক সময় আমাদের স্পর্শের অতলে,
দুজন দুজনার মন'কে একটু ভালো করবো বলে।।

-


9 AUG AT 2:53

বৃষ্টি...
চলো মিশে যাই কল্পনায়,
দুজন দুজনার স্পর্শে
অনুভবে আজ উঠি মেতে,
সংকোচ ভুলে আদুরে আদরে
তোমার দেহের ছায়া পেতে।।

আমি বিশ্বাস করি,
তুমিও মনে মনে শিহরণে শিহরিত!
শুধু জড়তা ভাঙতে হবে -
যা আমাদের মনেতে খেলছে প্রতিনিয়ত।
আমি তোমায় বিশ্বাস করি,
এখন তুমিও যদি করতে পারো,
তবে হবো না আর কেউ ভীত!!

আর কত??
সারা রাত জেগে আছো ঠিকই,
তবু কেন দূরে দূরে এতো?
কাছে আসো, অপেক্ষা ভালো নয়,
চল ঢেলে দেই উষ্ণতা
মনেতে, বুকেতে ও দেহেতে
জমানো রয়েছে আমাদের যতো।।

-


9 AUG AT 2:12

বৃষ্টি নেমেছে আজ
আমার শহর জুড়ে,
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত
অবিরাম ঝরছে -
কখনো মুষলধারে,
কখনো আবার থেমে থেমে ধীরে ধীরে।।

বৃষ্টি নেমেছে আজ
আমার শহর জুড়ে...
মন চাইছে ভিজতে জলে
জ্বর-ঠান্ডা যা-ই আসুক -
অনুভূতি তো আর আসবে না ফিরে
আমাদের অন্তরে, বারে বারে।।

-


9 AUG AT 2:08

তোমার কন্ঠে যাদু আছে,
স্পর্শে আছে মায়া;
তোমার উষ্ণতা পেতে চাই
হয়ে কাল্পনিক আদুরে ছায়া।।

তোমার দেহের শিহরণ
পেতে চাইছে যেন আমার উত্তপ্ত আবরণ,
কথার জালে, আবেগে উত্তালে
বৃষ্টির জলে ভিজতে চাইছে তোমার মন।।

তুমিও তো মানুষ...
হাড়-মাংসে গড়া যখন বদন,
জীর্ণ হৃদয় সংকোচ ভীষণ,
মুখ ফুঁটে বলে কয়ে, চাও না করতে আয়োজন।

আমি জানি....
মনে তোমার ঘন কালো মেঘ
করে চলেছে গর্জন,
অপেক্ষায় আছে আমার,
আমিও দোটানা, তোমারই অপেক্ষায়,
তোমার ইশারা পেলেই, ঝাপ দিবো
তোমার পুকুরে, করতে তোমাকেই
আপন করে কল্পনায় ও বাস্তবতায় করতে বরণ!!

-


8 AUG AT 4:40

যতোই জাগুক শিহরণ,
যতোই জাগুক অনুভূতি;
অধিকার নেই আমার পেতে তোমায়,
তাইতো, ইশারায়-কবিতায় চাইছি অনুমতি,
যেন মনের টান বজায় থাকে,
কেউ কাউকে না করে ক্ষতি।
যা-ই বলছি, হয়তো সত্যি...
তুমি এখন শুধু যদি কবির কবিতা ভেবে দেখো,
লাভ কি তবে আমার ছলে-বলে-কৌশলে
তোমায় পেতে করে এত মিনতি??

-


8 AUG AT 3:43

একদিন বৃষ্টির ওই মলিন দেহেও
অঝোরে ঝরবে মুষলধারে বৃষ্টি,
আমার কাল্পনিক স্পর্শে তোমার বুকে
মায়াবী আদুরে শিহরণ হবে সৃষ্টি!
একদিন আসবে....
সেদিন তুমি নিজেই আমাকে টেনে নিবে
তোমার অনুভূতির অনুভবের মাঝে
ভুলে সবকিছু, মেলে দুজনার মনের দৃষ্টি!!

-


2 AUG AT 14:18

"সত্য" –
এটাই সেই শব্দ
যা বহন করে বাস্তবতা,
কখনো কঠিন, কখনো মসৃণ,
একাকীত্ব আর নিঃসঙ্গতা
– এটাই আমাদের
ইতিবাচক ও নেতিবাচক পরিস্থিতির একমাত্র পুরস্কার।

"সত্য" –
অনেক সময় এটা
আমাদের হৃদয়কে ভীষণ আঘাত করে,
কখনো এটা কঠিন শোনায়
আর মনের মধ্যে জোরে আঘাত করে।
আমাদের অনেকেই মিথ্যা হতে পারি না
আর সত্যি করে মিথ্যা বলতে পারি না,
এইজন্য সমাজে শুধু দোষারোপই জোটে,
তবুও আমরা বাঁচি খুশিতে আর পাগলামিতে।

"সত্য" –
একটি প্রাকৃতিক বাস্তব কণ্ঠস্বর,
যার শুধু একটি পছন্দ –
এবং সেটাই একমাত্র প্রকৃত বাস্তবতা,
যা আমাদের চেহারায় প্রতিফলিত হবে।
এর একটাই পছন্দ –
যারা তোমার সরল-সোজা কাজ থেকে
কোনো উপকার পায়নি,
তারা সবসময় তোমাকে অজ্ঞ বলে মনে করবে।

-


28 FEB AT 7:16

চোখের আড়ালে তোমায় লুকিয়ে
চোখের ইশারায় তোমাকে ভেবে নিয়ে,
মন আমার চাইছে পেতে
তোমার স্পর্শ আমার দেহে জড়িয়ে।

অনেকটা পাগল আমি ঠিকই বটে;
কিন্তু, এই পাগলামিতে যতোটা না ঘটে
তার চেয়েও অধিক হারে 
আমার সব উষ্ণ উন্মাদনাগুলো 
একই সাথে রটে।

তোমার চোখ করেছে আমায় পাগল,
সারাদিন চাইলে সারাদিনই আমি তাকিয়ে থেকে
তোমার দৃষ্টিতে বৃষ্টি হয়ে ঝরাবো বাদল।
আমি বিশ্বাস করি ও জানি -
একদিন ঠিকই আসবে তুমি আমার সংস্পর্শে,
সমস্ত দ্বিধা এড়িয়ে, ভ্রান্ত ধারণা সব মাড়িয়ে,
আমায় টেনে নিয়ে, শুরু হবে হাওয়া বদল।।

অপেক্ষায় আছি, আনবো ফিরিয়ে,
তোমার বিশ্বস্ততা যা আছে আমাকে ঘিরে;
লাগুক সময়, ধীরে ধীরে
জানি একদিন তুমি টেনে নিবে ঠিকই, 
বারে বারে ফিরে ফিরে।। 

-


28 FEB AT 7:12

তোমার ওই চোখের হাসি
বলতে চায় আমাকে যেন -
বড্ড ভালোবাসি!
 ভাবছি বসে তোমার আচরণ 
অনুভবে ও কল্পনায়, 
হয়ে উদাসী।।

ভীষণ ভালোবাসি -
তোমার ওই মায়াবী হাসি। 
জীবনে আর কি বা আছে?
কে কতদিন বাঁচবে?
কম কি বেশী?
এসব ভেবে লাভ কি হবে
ছুঁয়ে দিলে পরে আমার মনের বনবাসী??

-


Fetching John Rozario Quotes