পুরাতনেই অভ্যস্ত ছিলাম বেশ-
নতুন কর্মকান্ডে কত শর্তের বিলাপ !
মনের ডায়েরিতে মেঘলা মেঘের পরশ,
স্মৃতির আঙিনায় নস্টালজিক জলছাপ ।-
ভালোবাসা আছে বলেই বিশ্বাস বেঁচে থাকে
ভালোবাসাই শেখায় তাকে ভুলে থাকার অভিনয়..!!-
ছোট্টবেলা থেকেই এই সময়টা আমার প্রিয়, বেশ কোকিল ,পলাশ , বসন্তের সমারোহ আর তার মধ্যে জন্মদিন ,ইস্ এক্কেবারে একটা আনন্দে মাখোমাখো ব্যাপার । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা কে তারিখ জিজ্ঞাসা করতাম, তারপর বেশ চটপট কড় গুনে দেখে নিতাম ক'দিন আছে আর?
হ্যাঁ আঠারোটা বসন্ত পেরিয়ে আজও ছবিটা একই আছে, তবে এখন আর মা কে জিজ্ঞাসা করতে হচ্ছে না । মা নিজেই ঘুম ভাঙিয়ে বলছে "আর ক'দিন আছে শুনি?" ঠিকই বলেছে গুনতি শুরু করতে হবে ,তবে কিসের "জন্মদিনের " নাকি "পরীক্ষার"?
12ই মার্চও আসবে, সবাই শুভকামনাও জানাবে, কিন্তু সাবালিকা হবার শুভকামনা নয় , পরীক্ষায় সফলভাবে অংশগ্রহণের শুভকামনা!
সেদিন আর আনন্দে মাতামাতি নয় একরাশ চিন্তা নিয়ে আমার ঘুম ভাঙবে ।।-
ভুলতে চায় না আমি ভালোবাসতে , কিন্তু
ভুলতে চায় মিথ্যে অভিনয় করে ঠকতে ।।-
আমরা অভ্যাসে বাঁচি.....
আমরা অভ্যস্ত হয়ে যাই ... তাই বেঁচে থাকি😊😊-