Arpita Ghorui   (মোহর...)
426 Followers · 117 Following

read more
Joined 12 April 2020


read more
Joined 12 April 2020
4 AUG 2020 AT 14:09

ভেবেছো কখনও
আমার অনুপস্থিতিতে
কি করবে তখন .....??

-


1 JUN 2020 AT 9:10

My past,
My failure
My Inarticulate life
which gives me not only
a colossal despire
but also fragile soul
but my optimistic mind
can always face any music.

-


24 APR 2020 AT 0:21

বিকালের রোদ লালচে আভায়, মিলিয়ে যায় অস্তাচলে।
আকাশের পাখি ফিরে যায় ঘরে, না-বলা গল্প বলে।

-


12 APR 2020 AT 19:10

ভালোবাসা প্রকাশ করতে নেই, অনুভূতিরা শস্তা হয়ে যায়।

-


7 MAR 2021 AT 19:13

কেন আজ এত মন টা উদাস লাগছে?
কেন লাগছে এত একা?
কারণ জানি না আমি
মনকে শুধাই তাই বারেবার।
মাঝে মাঝে এমন দিন আসে,
আসে এক এক মুহূর্ত
মন খারাপের কারণ না খুঁজেই
পার করে দি গোটা একটা প্রহর।

এমন যে এই প্রথম মোটেও সেটা নয়,
তাই অবাক হই না আর
অপেক্ষায় থাকি শুধু
পরিশ্রান্ত বিকালের অবসান .......

-


29 NOV 2020 AT 9:15

যে বন্ধনে জড়িয়ে গেছি,
সেই বন্ধনে আবদ্ধ থাকতে চাই চিরকাল।
দৃঢ় বন্ধন জোগায় শক্তি,
আলগা বন্ধন করে তোলে জীবন্ত লাশ।।

-


20 NOV 2020 AT 19:19

তোমায় মনের মাঝে লুকিয়ে রেখে গড়বো নতুন কাব্য।
কাতর হিয়া শান্ত হবে তোমার নামের ছোঁয়ায়,
নয়ন ভরা জল ছলছল করি তোমায় আবাহন।
এস মোর অন্তঃপুরে,
এস মোর কাছে
সর্বগ্রাসী প্রেমের অগ্নিশিখা
জাগাও মোরে অন্তরে।।

-


17 NOV 2020 AT 23:59

বল গোলাপ মোরে বল
তুই ফুটলি কেমন করে??

-


15 NOV 2020 AT 21:51

কখন যে সময় তার শাখা প্রশাখা
মেলে এগিয়ে চলে গেলো
দেখা-র সময় পেলাম না মোটে
হঠাৎ করে বয়ে নিয়ে চলা
এই শরীর টা ক্লান্ত হয়ে গেলো....

চিরকাল আমাদের অন্তরে উজ্জ্বল হয়ে থেকো।।
🙏🙏🙏🙏🙏

ভালো থেকো...দেখা হতেই থাকবে যুগ যুগান্তর ধরে।।

-


12 NOV 2020 AT 12:44

অভিনয়ের আড়ালে যে ব্যথা লুকিয়ে ছিল,
এক নিমেষে অশ্রু হয়ে ধরা দিলো।
আমায় ভিজিয়ে দিলো মাতিয়ে দিলো,
তোমার ঠোঁটের নিকোটিনের বন্ধ ঘরে।
বদলে গেলাম এক নিমেষে,
বক্ষ জুড়ে মাতাল ঢেউয়ের প্লাবন উঠে।
মত্ত প্রেমের আলিঙ্গনে ভাসছি মোরা বেহিসেবে।।

-


Fetching Arpita Ghorui Quotes