রাকিব  
33 Followers · 33 Following

মাঝরাতে জেগে উঠা স্মৃতির মতই দুর্বিষহ আমি।।
Joined 3 July 2018


মাঝরাতে জেগে উঠা স্মৃতির মতই দুর্বিষহ আমি।।
Joined 3 July 2018
17 NOV 2021 AT 23:08

যে আমার ছিলোই না
সে চলে গেলেই বা আমার কি?
যে আমার হইলোনা
সে আরেকজনের হলেই বা আমার মন খারাপের কি?

-


13 NOV 2021 AT 23:37

আমি তোমার গল্পে শুধু একটি বিরাম চিহ্ন
হয়েই থেকে যাবো
তোমার পুরো গল্পটা জুড়ে না হয় অন্য কেউ থাকুক।।

-


7 NOV 2021 AT 23:12

হে ঈশ্বর,
কখনো পথ ভুলে আমার ঠিকানায় এসো
অনেক কথা বলার আছে
দুর থেকে হয়তো আমারে শুনতে পাওনা
কাছে এসেই না হয় শুনে যেও একটু ।

-


5 NOV 2021 AT 1:48

যার যার দুঃখ তার তার কাছে পাহাড় সমান
দুর থেকে দেখলে তো এভারেস্ট কেউ ছোট মনে হয়।

-


1 NOV 2021 AT 23:32

একটা বেশ্যাকে বিয়ে করলে
"তুমিই আমার জীবনে প্রথম পুরুষ"
অন্তত বিয়ের পরে এতো বড় মিথ্যাটা শুনতে হবেনা।

-


1 NOV 2021 AT 23:28

আমার এক আকাশ আক্ষেপ
কেনো আমি তোমারে চিনতে পারলাম না?

-


1 NOV 2021 AT 23:27

সে অন্য কারো বুকে আর আমি
তার ব্লক লিস্টে
তার হাতে কিটক্যাট
আমার হাতে জ্বলে সস্তা সিগারেট।।

-


1 NOV 2021 AT 23:24

জ্বলন্ত কয়লাকে আগুনের ভয় দেখিয়ে লাভ কি?
কিংবা জীবন্ত লাশ কে মৃত্যুর ভয়?
তোমরা মানুষ চেনো না বাইরের মোড়ক দেখেই
রাজা-প্রজা ভেবে বসে থাকো।।

-


3 AUG 2021 AT 23:36

অমাবশ্যার পর পূর্ণিমা হয়
আর আমাদের দুঃখ
দুঃখ হয়েই মারা যায়
সুখ হওয়ার সুযোগ পায়না।।

-


2 AUG 2021 AT 23:09

এভাবে চলে গেলে
ফিরে আসার পথজুড়ে ১৪৪ ধারা জারি করে
এতটা স্বৈরাচারীতা না করলেও পারতে।।

-


Fetching রাকিব Quotes