Karabi Nag Mukherjee  
9 Followers · 4 Following

Joined 10 March 2022


Joined 10 March 2022
23 APR AT 22:13

জমা কথা গুমরিয়ে মরে
শোনাবে কাকে সারাংশ?
দুই কানেতে এক যেটা হয়,
পাঁচ কানে তা ভগ্নাংশ।

-


17 APR AT 23:24

আমি আজও তাদের নিয়ে
স্বপ্ন বুনে যাই রোজ,
যাদের কাহিনী তে আমার চরিত্র
কবেই হয়েছে নিখোঁজ।

-


16 FEB AT 1:11

ইচ্ছে মতো শব্দ বুনি
হাসি আর ব্যথাদের কলতানে,
সুখ-দুঃখ মাপি আমার আমি
ফুট ইঞ্চির ব্যবধানে।

ছন্দের ঘরে ঘুণের প্রকোপ
থেকে যায় মিলহীনতার রেশ,
হৃদরোগে আক্রান্ত আমার কলম
হঠাৎ দেখি...... কালি শেষ।

-


11 FEB AT 13:07

এ শতক প্রতিশ্রুতি ভাঙছে অহরহ
"বিশ্বাস" এর মানেটাই এখন খুব সূক্ষ্ম!
ছেড়ে যাওয়ার শহরে আজ তাই
"প্রমিস" নামক শব্দটি শোনায় বড়ো রুক্ষ।

-


10 FEB AT 22:14

আজকাল আর শব্দরা বাঁধে না ঠিক মতো
ভাবনাতেও এক অদ্ভুত অভাবের ছাপ,
ক্লান্তি এলেও চেষ্টায় রত ডায়েরি আর কলম..
হয়তো সবই অবহেলিত মনের দীর্ঘ অভিশাপ।

-


10 FEB AT 19:43

সব মানুষ সবকিছু ধরে রাখার ক্ষমতা রাখে না। সব মানুষের মূল্যও সব মানুষ বোঝে না। এটাই স্বাভাবিক। আপনার কাছে যে বা যারা মূল্যবান .. সে বা তাদের কাছে আপনি মূল্যবান নাও হতে পারেন।
তারমানে এই নয় যে, আপনি মূল্যহীন 😊

-


18 JAN AT 18:12

মানুষ নিজেই নত করছে
নিজের নিজের মনুষ্যত্ব,
সবার উপরে আজ আর মানুষ নয়
যেন ধর্মই বুঝি সত্য 🥺

-


3 JAN AT 23:07

😊আমরা এমনকিছু কর্মঠ মানুষকে খুঁজছি যারা স্বার্থহীনভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমাজ সেবা মূলক সংস্থা (এন.জি.ও) "প্রচেষ্টা" কে অনেক উচুঁ শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে, মানুষে সেবায় নিয়োজিত করবে । ইচ্ছুক ব্যাক্তিরা শীঘ্রই জানান🙏

-


31 DEC 2023 AT 22:27

নতুন বছরে আয়না হয়ে যেতে চাই। যে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই তাদের সাথেও করতে চাই। যে যত্ন নেবে, যে আগলে রাখবে, যে সম্মান দেবে, যে ভালোবাসা দেবে... ঠিক তেমন তেমন ভাবেই তারাও ফেরত পাবে। আর একতরফা নয়😊😊

-


12 DEC 2023 AT 23:43

৩১শে ডিসেম্বর আমাদের শীতকালীন কাজের দিন ঠিক হয়েছে যেটা বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত নিজুরী নতুন পাড়া, ধোবাজল সহ অন্যান্য গ্রামে হবে।
আমরা কেনাকাটা শুরু করতে চলেছি। যারা আমাদের পাশে দাঁড়াতে চান তারা একটু তাড়াতাড়ি সহযোগিতা করবেন। এটা সকলের কাছে অনুরোধ রইল 🙏

-


Fetching Karabi Nag Mukherjee Quotes