সবচেয়ে বেশি মায়া হয় এখন নিজের জন্য। নিজের দিকে তাকালে কেমন জানি অসম্ভব অসহায় লাগে 😊
-
আসলে কারো থাকা বা না থাকার ওপরে পৃথিবীর কারোর কিছুই আটকায় না 😊😊
"থাকলেও যা..না থাকলেও তা!"-
মানুষ তার নিজের মনে পর্যাপ্ত পরিমাণে আঘাত না পাওয়া পর্যন্ত..... বদলাতে পারে না।
যে যতো বেশি আঘাত পায়....সে ততো বেশি বদলায়☺️☺️-
খাপ পঞ্চায়েত বসে গেছে।আর এদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মহিলা রয়েছেন। কাঠগড়ায় এক অভাগিনী ,সদ্য সন্তানহারা মা।
... সত্যিই তো এতো সাহস হয় কি করে দুধের ছেলে কে ছেড়ে নিজের সুখটাকে বেছে নেওয়া?মা না কসাই?... নেপথ্যে আধুনিক সমাজ 😊-
আমরা কেউই নিখুঁত নই। বরং প্রাকৃতিক অনেক কিছুই বড়োই নিখুঁত। প্রজাপতির পাখা কত নিখুঁত, কুয়াশাচ্ছন্ন হেমন্তের সকাল কতো নিখুঁত,একটা বৃষ্টির ফোঁটা কতো নিখুঁত,হন্যে হয়ে মাছ ধরার আশায় বসে থাকা মাছরাঙা পাখিও অনেক নিখুঁত।
কিন্তু আমরা জন্মের পর থেকেই মূর্খ,পঙ্গু, বেঢপ (আক্ষরিক অর্থে নয়) এবং দিশেহারা। আমরা কেউ কেউ ধূর্ত, জালিয়াত, ভঙ্গুর, কাঙাল।
আমরা জন্মাই শুধু ভুল স্বপ্ন চরিতার্থ করতে, ভুল কাজে মন দিতে, ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য, ভুল মানুষকে ভালোবেসে এবং আঘাত পেয়ে বুক ফাটা আর্তনাদে মরে যাওয়ার জন্য। চেনা পৃথিবীটাকে অচেনা বানিয়ে দিতে।
শুধু জীবনের শেষ প্রান্তে এসে টের পাই, আমাদের ভুলগুলো কি মারাত্মক নিখুঁত ছিল 😊😊😊😊😊😊। কিন্তু তখন আর আমাদের কিছুই করার থাকেনা 😔
---------করবী নাগ মুখার্জী
বি:দ্র:-দয়া করে কেউ গায়ে মাখবেন না কথাগুলো।-
ভোট বড়ো বালাই।আর তার থেকেও বড়ো বালাই আমরা ---আমজনতা। এটুকু বুঝি ধূর্ততা না থাকলে রাজনীতিবিদ হওয়া যায় না।তাই ওই রাস্তায় কোনোদিনই নয়।
সকাল কাটুক ... কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতিতে "শুভ" কথাটা বলতে কোথাও বাঁধছে 😑😑-
মনের আবেগ চাইতো আলো,
তা গুটিয়ে আজ বদ্ধ খাঁচায়।
উপেক্ষারা ব্যস্ত আলাপ জমাতে ,
এক আকাশ অভিমান নীরবতায়।-
মনই জানে সবটা যে ফাঁকি
তবু যুক্তি দিয়ে হয় না বোঝা!
ভাবনাগুলোয় পড়ে না দাঁড়ি,
কাব্য অভিনয়ে শান্তি খোঁজা।-
আলো আঁধারির রং তুলি দিয়ে
দু চোখে আমার স্বপ্ন এঁকে রাখি।
স্বপ্নেরাও আজ অলি-গলি খোঁজে...
হারিয়ে যাওয়ার ভীষণ তাড়া নাকি ।।-
থমথমে আকাশ, শূন্যতার হাতছানি,
নিস্তব্ধতা যায় মাত্রাছাড়া বাড়িয়ে....
নাবিক কে পৌঁছিয়ে দিতে এসে,
সমুদ্র যেন নিজেই যায় হারিয়ে।-